মাস ছয়েক হয়েছে ফোন কেনার। এরই মধ্যে সমস্যা শুরু। তাড়াতাড়ি চার্জ হচ্ছে না মোটে। অথচ কয়েক মাসে আগেও কয়েক ঘন্টায় সম্পূর্ণ চার্জ হয়ে যেত। অগত্যা ফোন নিয়ে দোকানে ছুটছেন অনেকেই। কিন্তু সমস্যা মোটেও ফোনের নয়। তাহলে, ঠিক কী কারণে চার্জের সমস্যা দেখা দিচ্ছে নতুন মোবাইলে? আসুন শুনে নেওয়া যাক।
সময়ের সঙ্গে সঙ্গে আরও স্মার্ট হচ্ছে মোবাইল। মাত্র কয়েক ঘণ্টা চার্জেই কেটে যাচ্ছে সারাদিন। দামী ফোনে সেই সময়টুকুও লাগছে না বলা যায়। কিন্তু এই মুহূর্তে চার্জের এই সুবিধা দিতে পারছে কোনও ফোনই।
যত দামিই মোবাইল হোক, গরমে চটজলদি চার্জ হতে চাইছে না কোনওটাই। কিছুক্ষেত্রে চার্জ বন্ধও হয়ে যাচ্ছে আপনা থেকেই।
আরও শুনুন: মিস এআই! সৌন্দর্য প্রতিযোগিতায় এবার কম্পিউটারে বানানো সুন্দরীরাই?
এমনিতে ফোন হিটিং বা গরম হয়ে যাওয়া নতুন সমস্যা নয়। নামীদামী ফোনেও এই সমস্যা দেখা যায়। অতিরিক্ত ব্যবহারের ফলেই এমনটা হয় বলে ধারণা টেক বিশেষজ্ঞদের। তবে আরও একটা কারণে এই সমস্যা হয়তে পারে। তা হল, যেখানে ফোন ব্যবহার করা হচ্ছে সেই জায়গার তাপমাত্রা কেমন। ঘরের ভিতর সাধারণত যে তাপমাত্রা থাকে তাতে ফোন গরম হওয়ার কথা নয়। বাইরে রোদের মধ্যে ফোন ঘাঁটলে সমস্যা হতে পারে। কিন্তু যেহারে দিন দিন গরম বাড়ছে, তাতে ঘরের মধ্যেও ফোন হিটিং এর সমস্যা থেকে রেহাই মিলছে না। মানুষের মতোই স্মার্ট ফোনের নির্দিষ্ট একটা তাপমাত্রা সহ্য করার ক্ষমতা থাকে। তার থেকে বেশি হলেই ফোন কাজ করা বন্ধ করে দেয়। এবার চার্জের সময় ইলেকট্রিক সরবরাহের কারণে এমনিতেই ফোন গরম হতে শুরু করে। সেক্ষেত্রে বাইরের তাপমাত্রাও যদি বেশি হয় তাহলে ফোন খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সবার আগে চার্জের গতি কমিয়ে দেয় স্মার্টফোন। কখনও আবার পুরপুরি বন্ধও করে দেয়। কিছুক্ষণ পর যদি স্বাভাবিক তাপমাত্রায় ফেরে তাহলে, নতুন করে চার্জ শুরুর সম্ভাবনা রয়েছে। এইভাবে চার্জ হলে সময় বেশি লাগাটাই স্বাভাবিক। তাই এক্ষেত্রে ফোনের সমস্যা হয়েছে ভাবার কোনও কারণ নেই। ঠান্ডা জায়গায় বা স্বাভাবিক তাপমাত্রায় ফোন রেখে দিলে আপনা থেকেই সমস্যা মিটবে।
আরও শুনুন: ভোটের সাপলুডোয় কে জিতবে আপনার হাতেই? মোবাইলে চোখ রাখলেই কেল্লাফতে
তবু কাজের প্রয়োজনে বাইরে বেরোলেও ফোন ব্যবহার করতেই হয়। সেক্ষেত্রে চার্জের এমন সমস্যা হলে মুশকিল। তাই সমস্যা এড়ানোর কিছু উপায়ের কথা বলেন টেক বিশেষজ্ঞরা। প্রথমেই দেখতে হবে ফোনের ব্যাটারি ঠিক রয়েছে কিনা। নতুন ফোনের ক্ষেত্রে সেই সমস্যা হওয়ার সম্ভাবনা কম। কিন্তু পুরনো ফোনে অনেক সময় ব্যাটারির গোল দেখা যায়। ফোনের পিছনের অংশ যদি ফুলে থাকে তাহলে বুঝে নিতে হবে ব্যাটারির দিন ফুরিয়ে এসেছে। এই অবস্থায় ফোন চার্জ দেওয়া বিপজ্জনকও বটে। তারওপর যদি ওই অবস্থায় কোনও ফোন বাইরে রোদে ব্যবহার করা হয়ে তাহলে যে কোনও মুহূর্তে ফোন বাস্ট করে বিপদ ঘটতে পারে। দেখতে হবে, মোবাইলে মোটা কভার পরানো হয়ে কিনা। সেক্ষেত্রেও মোবাইলে তাড়াতাড়ি গরম হওয়ার সম্ভাবনা থাকে। তাই কভার খুলেই ফোন চার্জ দেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এছাড়া চার্জ দেওয়া অবস্থায় ফোন ব্যবহার না করাই ভালো। বিশেষ করে এই সময় যদি কোনও গেম খেলা হয় মোবাইলে তাহলে চার্জ হতে সময় লাগবেই। প্রয়োজনে ব্যবহার করতে হলেও, চার্জ দেওয়া অবস্থায় কোনও ভারি কাজ মোবাইলে না করাই উচিত। তবু গরমকে উপেক্ষা করা কঠিন। চড়া রোদে ফোন ব্যবহার করলে তাতে সমস্যা দেখা দেওয়াই স্বাভাবিক। তাই বাইরে ফোন যথা সম্ভব ব্যবহার না করতে বলছে বিশেষজ্ঞরা। প্রয়োজনে গাছের ছায়ায় দাঁড়িয়ে ব্যবহার করা যেতে পারে। কিন্তু রোদের মধ্যে একদম নয়। তাতে সমস্যা বাড়বে বই কমবে না।