সৌন্দর্য্য প্রতিযোগিতা। একেবারে আন্তর্জাতিক স্তরের। কিন্তু সেখানে মানুষ নেই। প্রতিযোগিরা সকলেই AI রোবট। AI সুন্দরীদের এই প্রতিযোগিতা নিয়েই শোরগোল নেটদুনিয়ায়। ঠিক কোন নিয়মে হবে বিচার? আসুন শুনে নেওয়া যাক।
কোথাও AI যুবকের সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখেন যুবতী, কোথাও নির্বাচনে AI প্রার্থী দাঁড় করানোর কথা ভাবেন শিল্পপতি। প্রেম থেকে রাজনীতি AI সব পারে। কিন্তু সব পারে বলেই যে সবার থেকে এগিয়ে থাকবে এর কোনও মানে নেই। সেখানেও রয়েছে প্রতিযোগিতা। সম্প্রতি এমনই এক প্রতিযগিতা ঘিরে শোরগোল নেটদুনিয়ায়। এক্ষেত্রে অবশ্য প্রতিযোগিতা সৌন্দর্য্যের। আর প্রতিযোগিরা সকলেই AI রোবট।
বিশ্বসেরা সুন্দরী! অভিনয় থেকে মডেলিং দুনিয়ার অনেকেই এই শিরোপার স্বপ্ন দেখেন। স্রেফ সুন্দরী হলেই চলবে না, একইসঙ্গে বুদ্ধিও থাকতে হবে। ঠিকমতো র্যাম্পে হাঁটা থেকে শুরু করে কথা বলা, সব কিছু মিলিয়েই হবে বিচার। AI সুন্দরীদের ক্ষেত্রেও নিয়মে তেমন ব্যতিক্রম হচ্ছে না। যেহেতু সকলেই কম্পিউটার নির্মিত, তাই চেহারার খুঁত থাকবে না বললেই চলে। এ বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ। সকলেই যেন সেরা। তাই বিচার হবে অন্যান্য গুনের। মানে কে কত তাড়াতাড়ি কাজ করতে পারে দেখা হবে সেসব। কার কাজ কত নিখুঁত, বিচার হবে তারও। এখন প্রশ্ন হচ্ছে, AI রোবট মানে তো সেখানেও একশোয় একশো। তাকে যাই প্রশ্ন করা হোক, উত্তর আসবে নিমেষে। হয়তো উনিশ-বিশ। তবু প্রতিযোগিতার বিচার করার ক্ষেত্রে যথেষ্ট নয়।
তাহলে বিচার হবে কীভাবে?
জানা গিয়েছে, AI প্রতিযোগিদের বিচারের ক্ষেত্রে জুড়বে সোশাল মিডিয়া। আজকাল বেশিরভাগ রিয়্যালিটি শোতেই জনগনের ভোট দেওয়ার বিষয়টি লক্ষ করা যায়। AI সুন্দরীদের প্রতিযোগিতাতেও খানিকটা তেমন হবে। কোন সুন্দরীর ফ্যান বেশি সেই হিসাবে হবে বিচার। বলে রাখা ভালো, ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় এই ধরনের AI সুন্দরীদের বেশ দাপট ছড়িয়েছে। এমনকি AI ইনফ্লুয়েন্সরও মোটা টাকা রোজগার করছে সোশাল মিডিয়ার দৌলতে। তাই সোশাল দুনিয়ায় কার জনসমর্থন বেশি সেই ভিত্তিতে হবে বিচার। চমকের এখানেই শেষ নয়। AI সুন্দরীদের বিচারও করবে দুই AI রোবট। এদেরও সোশাল মিডিয়ায় জনপ্রিয়তা নেহাত মন্দ নয়। সঙ্গে অবশ্য দুজন মানুষ বিচারকও থাকবেন। তাঁরা টেকনোলজির যাবতীয় বিষয় খতিয়ে দেখবেন। তবে সুন্দরীদের বুদ্ধিমত্তা নিয়ে যা কিছু পরখ করার, তা দুই AI বিচারকরই করবে বলে জানা গিয়েছে। সেরার সেরা সুন্দরী পুরষ্কার হিসেবে পাবে প্রায় ৫ লক্ষ টাকা। পুরষ্কার পাবেন তারপর আরও দুজন। বাকিরাও কিছু না কিছু পাবেন, স্রেফ অংশ নেওয়ার জন্য। সবমিলিয়ে পুরষ্কার মূল্য থাকছে কয়েক লক্ষ টাকা। একইসঙ্গে দেওয়া হবে অ্যাওয়ার্ডও। সিনেমার ক্ষেত্রে যেমন বিভিন্ন বিষয়ে অ্যাওয়ার্ড দেওয়া হয়, AI সুন্দরীরাও পাবেন তেমন অ্যাওয়ার্ড। কিন্তু শর্তও রয়েছে বেশ কিছু। যেমন প্রতিযোগিতায় অংশ নিতে গেলে সম্পূর্ণভাবে AI নির্মিত হতে হবে। এছাড়া সোশাল দুনিয়াতেও জনপ্রিয় হতে হবে AI সুন্দরীকে। অবশ্য জেতা হারাও নির্ভর করছে ওই সোশাল জনপ্রিয়তার উপরই। অবশ্য পুরষ্কারের অর্থমূল্য সবটাই পাবেন নির্মাতা। তাই অনেকেই উৎসাহ নিয়ে নিজেদের তৈরি AI অবতারকে প্রতিযোগিতায় নামানোর ইচ্ছাপ্রকাশ করেছেন।