ভোট দিলেই উপহার। লোকসভা নির্বাচনের প্রথম দফায় বিভিন্ন কেন্দ্রে এই ব্যবস্থা করেছিল কমিশন। দ্বিতীয় দফার ক্ষেত্রেও হচ্ছে না ব্যতিক্রম। এবার শহুরে অল্পবয়সিদের ভোট টানতে ছাড় দেওয়া হবে মদ এবং খাবারের দামেও। ভোটের দিন কোথায় কী অফার মিলবে জানেন? আসুন শুনে নেওয়া যাক।
সেল, সেল, সেল! বিয়ার, বার্গার থেকে শুরু করে বাইক রাইড, সবেতেই মিলবে দেদার ছাড়। কিন্তু এখন তো পয়লা বৈশাখ কিংবা দুর্গাপুজো নয়! অন্যান্য রাজ্যেও বিশেষ কোনও পুজো-আচ্চা নেই। তাহলে, কীসের জন্য মিলবে ছাড়?
আরও শুনুন: নারকেল পাতার পোলিং বুথ! ইস্তাহারে না থাকলেও ভোটে মিশল পরিবেশভাবনা
আসলে এই ছাড় ভোটের জন্য! সেও উৎসবের থেকে কম নয়! ইতিমধ্যেই ভোট উৎসবে মেতেছে গোটা দেশ। প্রথম দফায় ১০২ আসনে ভোট সম্পন্নও হয়েছে। এরই মধ্যে দ্বিতীয় দফা হাজির। এবার দেশজুড়ে মোট ৮৮ আসনে ভোটগ্রহণ। এমনিতে ভোট দেওয়ার প্রত্যেক নাগরিকের কর্তব্য। তবু বিভিন্ন কারণে অনেকেই ভোটদানে বিরত থাকেন। কেউ কেউ স্বেচ্ছায় ভোট বয়কটও করেন। কমিশনের তরফে চেষ্টা করা হয় এই ধরনের ঘটনা এড়ানোর। সবাইকে ভোট দানে উৎসাহিত করতে নানা কর্মসূচিও নেয় কমিশন। ভোটারফদের সুবিধার্থে বিভিন্ন ব্যবস্থা করার পাশাপাশি দেওয়া হয় উপহারও। প্রথম দফাতেই দেখা গিয়েছিল, অরুণাচলের মহিলারা ভোটদানের উপহার হিসেবে স্যানিটারি ন্যাপকিন পেয়েছেন। এছাড়া কোথাও কোথাও গরমের কথা ভেবে ভোটারদের আইসক্রিমও দেওয়া হয়। তবে স্রেফ কমিশন নয়, ভোটদানে সকলকে উৎসাহিত করতে বিশেষ ব্যবস্থার কথা ভেবেছে বেঙ্গালুরুর কিছু রেস্তোরাঁ।
আরও শুনুন: ভোট দেওয়ার উপহার! মহিলাদের স্যানিটারি ন্যাপকিন বিলি কমিশনের
দ্বিতীয় দফা নির্বাচনে কর্ণাটকের ১৪ টি আসনে ভোট হবে। তার মধ্যে বেঙ্গালুরুর সেন্ট্রালও রয়েছে। আর সেখানকার শহুরে ভোটারদের উৎসাহিত করতেই, ভোটের দিন বিশেষ ছাড়ের ঘোষণা করেছে কিছু রেস্তোরাঁ। আঙ্গুলে কালির ছাপ দেখালেই মিলবে ছাড়ের সুবিধা। ধোসা, ইডলি, লাড্ডু এইধরনের খাবার মিলবে বিনামূল্যেই। একটা নয়, বেশ কিছু দোকানে এই সুবিধা মিলবে ভোটের দিন। ছাড় মিলবে বার্গার কিংবা মিল্কশেক এর মতো আধুনিক খাবারেও। কোথাও ১৫ শতাংশ কোথাও আরও বেশি ছাড় মিলবে স্রেফ আগুলে কালি দেখালেই। এখানেই শেষ নয়, ফ্রি তে মিলবে মদও। শহরের জনপ্রিয় এক বার ঘোষণা করেছে, প্রথম ৫০ জন ভোটারকে বিনামূল্যেই দেওয়া হবে বিয়ার। পরে এলেও মিলবে বিশেষ ছাড়। এতো গেল খাওয়ার কথা। ছাড় মিলবে ক্যাব এবং বাইক রাইডেও। ভোটাররা যেন নিশ্চিন্তে ভোটকেন্দ্রে পৌঁছতে পারেন তার জন্যই এমন ছাড়ের ব্যবস্থা। এক্ষেত্রে অবশ্য কমিশনের মদত রয়েছে বলেই জানা গিয়েছে। তবে স্রেফ বেঙ্গালুরু নয়, নয়ডার জনপ্রিয় রেস্তোরাঁতেও ভোটারদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছ। সবমিলিয়ে একথা বলাই যায়, ভোটদানে সবাইকে উৎসাহিত করতে চেষ্টার খামতি রাখছে না কমিশন।