আসাদউদ্দিন ওয়াইসির শক্ত ঘাঁটি হায়দরাবাদ থেকেও ভোট টানতে মরিয়া বিজেপি প্রার্থী মাধবী লতা। কেবল স্বামীর কথা শুনেই ভোট দেবেন মুসলিম মহিলারা, এমনটা বিশ্বাস করেন না তিনি। কিন্তু কোন ভরসায় জোর বাড়ছে মাধবীর? শুনে নেওয়া যাক।
লোকসভা ভোটের হায়দরাবাদে বিজেপির তুরুপের তাস আপাতত কম্পেল্লা মাধবী লতা। হায়দরাবাদের ওল্ড সিটিতে এই প্রথমবার কোনও মহিলা প্রার্থীকে দাঁড় করিয়েছে পদ্মশিবির। সে জায়গায় এমনিতেই মুসলিমদের সংখ্যাধিক্য। আর বিজেপির নামে মুসলিমবিদ্বেষের অভিযোগ যেভাবে প্রায়শই মাথাচাড়া দিয়ে ওঠে, তাতে মুসলিমপ্রধান এলাকায় বিজেপির জয় পাওয়া নিয়ে সন্দেহ থাকারই কথা। কিন্তু সেখানে দাঁড়িয়েই রীতিমতো আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী মাধবী লতা। বিশেষ করে মুসলিম মহিলাদের ভোট পাওয়া নিয়ে তিনি আশাবাদী। তাঁরা স্বামীর কথা শুনে এআইএমআইএম-এর মুসলিম প্রার্থী ওয়াইসিকেই ভোট দেবেন, এমনটা একেবারেই মনে করতে নারাজ মাধবী লতা।
আরও শুনুন:
প্রসবযন্ত্রণায় কাতর মহিলা, শুনেই প্রচার ফেলে হাসপাতালে ছুটলেন চিকিৎসক প্রার্থী
শুধু মুসলিমপ্রধান এলাকা বলেই নয়, হায়দরাবাদ এমনিতেও আসাদউদ্দিন ওয়াইসির শক্ত ঘাঁটি। সেই ১৯৮৪ সাল থেকেই এআইএমআইএম এই এলাকায় পায়ের মাটি শক্ত করেছে। সে বছরই হায়দরাবাদ লোকসভা কেন্দ্রে জিতে আসেন ওয়াইসির বাবা সুলতান সালাহউদ্দিন ওয়াইসি। আর ২০০৪ সাল থেকেই এই কেন্দ্রের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। ২০১৯-এর গত লোকসভা নির্বাচনে ওয়াইসির ভোট এবং বিজেপির ভগবন্ত রাওয়ের ভোটের মধ্যে পার্থক্য ছিল প্রায় ৩ লক্ষ। সুতরাং মুসলিম ভোটের বেশিরভাগটাই যে গিয়েছে ওয়াইসির দিকে, সে কথা আর বলার অপেক্ষা রাখে না। সেখানেই এবার মাধবী লতার হাত ধরে ফায়দা তুলতে চাইছে বিজেপি। আর নিজের জয়ের ব্যাপারে জোর গলাতেই ভরসা জানাচ্ছেন এই বিজেপি প্রার্থী। জয়ের জন্য মুসলিম মহিলাদের উপরে বড় ভরসা রাখছেন তিনি।
আরও শুনুন:
মোদির জয় চাই! ৩০ দেশের প্রবাসীরা এসে প্রার্থনা করছেন রাম মন্দিরে
আসলে তিন তালাকের বিরুদ্ধে লাগাতার প্রচারের মুখ ছিলেন এই মহিলা। বিজেপি সরকার তিন তালাক প্রথা রদ করার আগে হায়দরাবাদের এই মহিলা সেখানকার পুরনো বসতি এলাকায় জনমত গড়ে তুলতে চেয়েছিলেন। সেসময় ওই এলাকার ঘরে ঘরে ঘুরে প্রচার চালিয়েছিলেন তিনি। আর সমগ্র মুসলিম সমাজ যাই বলুক না কেন, তিন তালাক প্রথা রদ করাকে স্বাগত জানিয়েছেন অধিকাংশ মুসলিম মহিলাই। এই প্রথার জেরে তাঁদের বিবাহিত জীবন কার্যত অনিশ্চয়তার সুতোয় ঝুলে ছিল। স্বামীর এহেন হঠকারিতায় মুহূর্তে ছারখার হয়ে গিয়েছে তাঁদের অনেকের জীবন। সেখানে এই পদক্ষেপ তাঁদের কাছে খুশির বার্তা বয়েই এনেছিল। আর সেই কৃতজ্ঞতার ছাপই এবার ভোটে দেখার আশা করছেন বিজেপির মহিলা প্রার্থী। মুসলিম পুরুষেরা যদি ধর্মপরিচয় বা রাজনৈতিক বিরোধকে বেশি গুরুত্ব দিতেও চান, মুসলিম মহিলা সে কথা শুনবেন না বলেই আশাবাদী মাধবী লতা।