ভরা সভায় বক্তব্য রাখছেন। হঠাৎ চোখ পড়ল মায়ের ছবিতে। কথা থামালেন মোদি। স্তব্ধ হয়ে রইলেন কিছুক্ষণ। প্রধানমন্ত্রীর এমন আচরণে অবাক সমর্থকরাও। অবশ্য কিছুক্ষণের মধ্যেই মৌনতা ভাঙলেন। যে সমর্থক ওই ছবি এনেছিলেন, তাঁর উদ্দেশে বললেন… আসুন শুনে নেওয়া যাক।
দেশজুড়ে শুরু হয়েছে নির্বাচন। প্রচার অবশ্য পুরোপুরি থামেনি। নির্বাচনী বিধি মেনেই যেসব জায়গায় ভোট দেরি আছে, সেখানে সভা করতে ছুটছেন নেতারা। তালিকায় প্রধানমন্ত্রীও রয়েছেন। সম্প্রতি এমনই এক সভায় বক্তব্য রাখতে গিয়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন মোদি।
আরও শুনুন: একশো বছরের জন্মদিনে উপহার, প্রধানমন্ত্রীর মায়ের নামে রাস্তার নামকরণ গুজরাটে
ঠিক কী ঘটেছে?
ঘটনাটি মধ্যপ্রদেশের। বিজেপির সভ। সেখানে বক্তব্য রাখছেন মোদি। ভিড় হয়েছে ভালোমতোই। সমর্থকরা তো বটেই, মোদিকে দেখতে হাজির হয়েছেন বহু সাধারণ মানুষও। শুরুতে দলের কথাই বলছিলেন মোদি। নির্বাচনে জিতলে ঠিক কী কী সুবিধা মিলবে সেসব প্রতিশ্রুতিই দিচ্ছিলেন। হঠাতই থেমে গেলেন এক সমর্থকের দিকে তাকিয়ে। যাঁর হাতে প্রধানমন্ত্রীর মায়ের ছবি। বলার অপেক্ষা রাখে না, প্রয়াত মায়ের কথা মনে পড়তেই আবেগে ভেসে চুপ করে যান মোদি। কিছুক্ষণের মধ্যেই অবশ্য মৌনতা ভাঙেন। ওই সমর্থককে উদ্দেশ্য করে বাহবা দেন। এমনিতে মোদির সভায় অনেকেই উপহার হাতে হাজির হন। বেশিরভাগই মোদির ছবি। কিংবা স্থানীয় সংস্কৃতির কোনও উপাচার। তবে এই ব্যক্তি মোদির মায়ের ছবি নিয়ে সভায় হাজির হয়েছিলেন। যা দেখে অবাক হন খোদ মোদিও। ব্যক্তিকে বাহবা দেওয়ার পাশাপাশি মঞ্চ থেকেই তাঁর নাম পরিচয় জানতে চান মোদি। তাঁর ঠিকানাও লিখে দিতে বলেন। ঘোষণা করেন, ওই ব্যক্তিকে বিশেষ ধন্যবাদ জানিয়ে চিঠি পাঠাবেন প্রধানমন্ত্রী। ঘটনায় আবেগে ভাসেন সামনে থেকে জনগনও।
আরও শুনুন: প্রধানমন্ত্রীর মায়ের মৃত্যুতে সমবেদনা জানিয়ে চিঠি খুদে পড়ুয়ার, জবাব দিলেন মোদিও
তবে এমনটা প্রথম নয়। মায়ের সঙ্গে সম্পর্ক নিয়ে বারবারই মন্তব্য করতে শোনা যায় প্রধানমন্ত্রীকে। প্রতি জন্মদিনে মায়ের সঙ্গে দেখা করতেন মোদি। যে কোনও অনুষ্ঠানেও মায়ের আশির্বাদ নিতে হাজির হতেন। সেইসব ছবি নিয়ে চর্চা চলত নেটপাড়ায়। এমনকি প্রতিবার নির্বাচনের আগে মায়ের আশীর্বাদ নিতেন মোদি। এবার আর তা সম্ভব নয়। গত বছর প্রয়াত হয়েছেন প্রধানমন্ত্রীর মা হিরাবেন। কাজেই মায়ের কথা প্রসঙ্গ উঠলেই স্মৃতি মেদুর হন মোদি। হিরাবেন প্রয়াত হওয়ার কিছুদিনের মধ্যেই এক খুদে শোকবার্তা জানিয়ে মোদীকে চিঠি লিখেছিল। সেই চিঠিরও ব্যক্তিগতভাবে উত্তর দেন মোদি। খুদেকে ধন্যবাদ জানান খোদ মোদি। এবার মায়ের ছবি দেখেও সেই চিঠি পাঠানোর কথাই বললেন প্রধানমন্ত্রী।