দলিতদের অধিকারের জন্যই আজীবন লড়াই করেছিলেন আম্বেদকর। কিন্তু তাঁকে নিয়েই যে আরেকরকম লড়াইয়ে জড়িয়ে পড়তে পারেন সেই দলিতরাই, তা কে ভেবেছিল! এমনকি তাতে প্রাণও গেল তরুণের। শুনে নেওয়া যাক।
ভাগ্যের পরিহাস বুঝি একেই বলে! দলিতদের প্রতি দেশের তথাকথিত উঁচু জাতের মানুষের যে মনোভাব ছিল, তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন বি আর আম্বেদকর। এই পিছিয়ে থাকা মানুষদের উন্নতির জন্য প্রাণপাত করেছিলেন তিনি। অথচ এত বছর পেরিয়ে এসে তাঁকে ঘিরেই প্রাণঘাতী সংঘর্ষে জড়িয়ে পড়লেন সেই দলিতরাই। এমনকি সত্যি সত্যিই এই দ্বন্দ্বের জেরে ঘটল প্রাণহানির ঘটনাও। গুলিতে মৃত্যু হয়েছে ১৯ বছরের এক দলিত তরুণের। অন্যদিকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আরও একজন।
আরও শুনুন:
আইন-কানুন নিয়ে সন্তুষ্ট যোগীরাজ্যের মুসলিমরা, ‘বিজেপিকে ভোট দেবেন?’ উত্তরে বললেন…
ঘটনার সূত্রপাত আম্বেদকর জয়ন্তীকে ঘিরে। পাটনার মকসুদপুর গ্রামে ঠিক করা হয়েছিল, আম্বেদকরের একটি মূর্তি বসানো হবে এই উপলক্ষে। তাতে কারোরই আপত্তি ছিল না, কিন্তু সে মূর্তি কোথায় বসানো হবে, তা নিয়েই দেখা যায় নানা মুনির নানা মত। আর সেই মতের অমিলই ঘোরালো হয়ে দাঁড়ায় শেষ পর্যন্ত। জানা যাচ্ছে, এক দল চেয়েছিল গ্রামের স্কুলের কাছে সরকারি জমিতে মূর্তি স্থাপন করতে। অন্য দল তাতে আপত্তি জানিয়ে বসে। এক দলে মোটামুটি ১০০টি পরিবার, অন্য দলে মোটামুটি ২২টি। কিন্তু দুই দলের মধ্যে এই বিবাদের ফলে মূর্তিটি বসানো যায়নি। দিন তিনেক ধরেই এলাকার পরিস্থিতিও বেশ উত্তপ্ত হয়েই ছিল, বলছেন পুলিশ আধিকারিকেরা। এর মধ্যেই দ্বিতীয় দল জানতে পারে যে মূর্তি বসানোর জন্য প্রথম দলের প্রস্তাবিত জমিতেই খোঁড়াখুঁড়ির কাজ শুরু হয়ে গিয়েছে। মূর্তির নিচের কাঠামো বানানোর কাজও শেষ। এরপরই বিক্ষোভে ফেটে পড়ে তারা। দুই দলের মধ্যে কার্যত হাতাহাতি বেধে যায়। শুরু হয় পাথর ছোড়া। সেই পাথরেই জখম হন বছর চব্বিশের উদয় কুমার। এদিকে গুলি লাগে বিক্রম কুমারের। দুজনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে বিক্রমকে মৃত বলে ঘোষণা করা হয়।
আরও শুনুন:
‘আঙুল ঠিক জায়গায় দিন’, অভিনেত্রীর হস্তমৈথুনের দৃশ্য ঘুরিয়ে দিয়েছিল নির্বাচনী প্রচারও
সাম্প্রতিক কালে দেশের নানা প্রান্তেই নানাভাবে ছাপ রেখে যাচ্ছে অসহিষ্ণুতা। ছোট থেকে বড় কোনও বিষয়েই সহজে অন্যের মতকে জমি ছাড়তে চাইছে না কেউ। আরও একবার সেই প্রবণতাকেই চিনিয়ে দিল এই ঘটনা। তবে সেখানে এক দলিত তরুণের মৃত্যুর সঙ্গে যে জড়িয়ে গেল আম্বেদকরের নাম, সে ঘটনাই আরও দুর্ভাগ্যের।