ভোটের দিনে রাজ্যপালকে কোচবিহারে যেতে ‘বারণ’ কমিশনের। প্রচারের শেষবেলাতেও অশান্ত এলাকা। উদয়নের বিরুদ্ধে কমিশনে নিশীথ। মোদি গ্যারান্টির পালটা ‘দিদির ১০ শপথ’। বিনামূল্যে ১০ সিলিন্ডার, CAA, NRC বাতিলের প্রতিশ্রুতি। রামনবমীতে শুভেচ্ছা মোদির, শান্তির বার্তা মমতার। আদালতের নির্দেশ উড়িয়ে হাওড়ায় অস্ত্র হাতে মিছিল বিজেপির। বৈশাখের শুরুতেই তীব্র দাবদাহ রাজ্যজুড়ে। ১১ জেলায় জারি তাপপ্রবাহের সতর্কবার্তা। বৃষ্টির দেখা মিলবে কবে, জানাল আবহাওয়া দপ্তর।
হেডলাইন:
আরও শুনুন: 15 এপ্রিল 2024: বিশেষ বিশেষ খবর- রামনবমীতে অশান্তির আশঙ্কা, রাজ্যবাসীকে সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
বিস্তারিত খবর:
1. হিংসা রোখার বার্তা দিয়ে প্রথম দফার ভোটে কোচবিহারে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শীতলকুচির কাণ্ডের স্মৃতিতে প্রথম থেকেই স্পর্শকাতর এই রাজ্য। এমনকি চলতি বছরের নির্বাচনে সেখানে সিআইএসএফ-ও মোতায়েন করা হয়নি। সেখানে গোটা পরিস্থিতির উপর নিজেই নজরদারি চালানোর কথা জানিয়েছিলেন রাজ্যপাল। কিন্তু বুধবারই ই-মেল মারফত তাঁকে কোচবিহারে না যাওয়ার আর্জি জানাল নির্বাচন কমিশন। সম্ভবত নিরাপত্তাজনিত কারণেই তাঁকে কোচবিহারে না যাওয়ার অনুরোধ করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
এদিকে প্রচারের শেষদিনেও কোচবিহারে দফায় দফায় অশান্তি। বুধবার তিনটি গাড়ি নিয়ে ভেটাগুড়িতে প্রচারে বেরিয়েছিলেন তৃণমূল নেতা-কর্মীরা। ভেটাগুড়িতেই বাস বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের। অভিযোগ, সেখানে তৃণমূল কর্মী-সমর্থকদের মিছিলের উপর হামলা করা হয়। গাড়িতে ভাঙচুরের পাশাপাশি হামলায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী জখম হয়েছেন বলেই দাবি শাসক শিবিরের। এই ঘটনার প্রতিবাদে উদয়ন গুহর ছেলে সায়ন্তনের নেতৃত্বে থানার সামনে ধরনায় বসেন তৃণমূল কর্মী-সমর্থকরা। শীতলকুচিতেও তৃণমূলের অস্থায়ী কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। যদিও গেরুয়া শিবিরের কেউ অগ্নিকাণ্ডের সঙ্গে যুক্ত নয় বলে দাবি বিজেপি বিধায়কের। এদিকে বুধবার উদয়ন গুহর গতিবিধি নিয়ন্ত্রণের আর্জি জানিয়ে কমিশনের দ্বারস্থ হলেন নিশীথ প্রামাণিক। তাঁর উস্কানিতেই অশান্তি ঘটছে বলে অভিযোগ বিজেপি প্রার্থীর।
2. প্রথম দফার ভোটের দুদিন আগে লোকসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করল তৃণমূল। কেন্দ্রের মোদি গ্যারান্টির পালটা দেশবাসীকে ‘দিদির ১০ শপথে’র অঙ্গীকার ঘাসফুল শিবিরের। ইস্তেহার প্রকাশের সময় তৃণমূলের তরফে উপস্থিত ছিলেন ডেরেক ও’ব্রায়েন, চন্দ্রিমা ভট্টাচার্য ও অমিত মিত্র।
তৃণমূলের নির্বাচনী ইস্তেহারে সিএএ ও এনআরসি বাতিলের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। উপরন্তু বলা হয়েছে, দেশজুড়ে অভিন্ন দেওয়ানি বিধিও প্রয়োগ করা হবে না। অন্যদিকে তৃণমূলের ঘোষণা, সব জব কার্ড হোল্ডারকে ১০০ দিনের কাজ গ্যারান্টি-সহ দেওয়া হবে। বর্ধিত ন্যূনতম মজুরি হবে ৪০০ টাকা। দেশের সব নাগরিককে নিরাপদ ও পাকা আবাসন দেওয়া হবে। দারিদ্রসীমার নিচে বসবাসকারী প্রত্যেক পরিবারকে দশটি সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে। প্রতি মাসে প্রত্যেক রেশন কার্ড হোল্ডারকে পাঁচ কেজি বিনামূল্যে দুয়ারে রেশন, বৃদ্ধভাতা বাড়িয়ে মাসে এক হাজার টাকা করা ও কন্যাশ্রীর মতো সব মহিলাকে ভাতা দেওয়ার প্রতিশ্রুতি। এদিকে ওবিসি-এসসি-এসটিদের জন্য উচ্চশিক্ষা বৃত্তি বাড়ানোর পাশাপাশি ঘোষণা, ২৫ বছর পর্যন্ত সব স্নাতক ও ডিপ্লোমা হোল্ডারদের এক বছরের শিক্ষানবিশ প্রতিশিক্ষণ প্রদান করা হবে। উচ্চশিক্ষার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া হবে। ইস্তেহার প্রকাশের পর রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র জানিয়েছেন, ইন্ডিয়া জোটের সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠনের পর এই ১০ শপথ পূরণের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ তৃণমূল।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।