অভিষেকের হেলিকপ্টার থামিয়ে আয়কর তল্লাশি। ভোটের আগে কেন্দ্রীয় সংস্থার তৎপরতায় সরব তৃণমূল। নির্বাচন কমিশনের দ্বারস্থ শাসক শিবির। বাড়ছে ইস্ট-ওয়েস্ট রুটে মেট্রোর সংখ্যা, কমবে দুই মেট্রোর মাঝের বিরতি। মোদি গ্যারান্টি পূরণের আশ্বাসেই ইস্তেহার বিজেপির। পদ্মশিবিরকে জুমলা তোপ কংগ্রেসের। ইরানের সেনাপ্রধানের মন্তব্যে সংঘর্ষে দাঁড়ি পড়ার ইঙ্গিত। জয় দিয়ে বর্ষবরণ নাইটদের।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. ভোটের আবহে কেন্দ্রীয় সংস্থার অতি তৎপরতায় সরব তৃণমূল। রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টার থামিয়ে তল্লাশি চালানোর অভিযোগ উঠল আয়কর দপ্তরের বিরুদ্ধে। জানা গিয়েছে, এদিন বেহালার ফ্লাইং ক্লাবে ট্রায়াল রানের সময় আচমকাই অভিষেকের কপ্টার থামিয়ে দেন আয়কর দপ্তরের আধিকারিকরা। তৃণমূল সাংসদের নিরাপত্তা রক্ষীদের সঙ্গেও বাকবিতন্ডা হয় কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের। কপ্টারে কিছু পাওয়া যায়নি বলেই জানিয়েছেন অভিষেক। পাশাপাশি তাঁর অভিযোগ, এনআইএ-র ডিজি ও এসপি-কে বদলের যে দাবি ছিল তৃণমূলের, তার পালটা হিসেবেই কপ্টার তল্লাশি। ঘটনায়, বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল নেতৃত্ব। এনিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষের অভিযোগ, বিজেপি হারছে এবং তার জন্য কেন্দ্রীয় সংস্থাগুলোকে দিয়ে হেনস্তা করা হচ্ছে। একইসঙ্গে ডেরেক ও ব্রায়েন, সাকেত গোখলেরা ক্ষোভ উগরে দিয়েছেন এক্স হ্যান্ডলে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এনিয়ে পুলিশ এবং নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে।
2. বাংলা নববর্ষে ইস্ট-ওয়েস্ট মেট্রো যাত্রীদের জন্য সুখবর। আগামী সোমবার থেকেই এই রুটে চলবে বাড়তি মেট্রো। বদলাচ্ছে সময়সূচিও। জানা গিয়েছে, শিয়ালদহ থেকে সল্টলেকের দিকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫৫-এ। আর সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহগামী প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৭টা ৫ মিনিটে। তবে শিয়ালদহ-সল্টলেক রুটে ২০ মিনিটের বদলে ১৭ মিনিট পরপর মেট্রো মিলবে। আর সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহের মেট্রো মিলবে ১৮ মিনিট অন্তর। শিয়ালদহ-সল্টলেক সেক্টর ফাইভ রুটে শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯টা ৩৫ মিনিটে। সল্টলেক থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রোর শেষ সময় রাত ৯টা ৪০-এ। শনিবার মেট্রো চলবে আগের সূচি অনুযায়ী। আর রবিবার বন্ধ থাকবে মেট্রোর গ্রিন লাইন। নয়া সময়সূচিতে অফিস যাতায়াতকারীদের খানিকটা সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।