শিয়রে নির্বাচন। গ্রাম-শহর সর্বত্রই ছেয়েছে রাজনৈতিক পোস্টারে। কোথাও স্রেফ দলীয় পতাকা, কোথাও দলের সুপ্রিমোর মুখ। খোদ প্রধানমন্ত্রী মোদিও নেমেছেন নির্বাচনী প্রচারে। তবে তিনি একা নন। হুবহু তাঁর মতো দেখতে এক ব্যক্তিকে ‘মোদি’ সাজিয়ে চলছে প্রচার। কে এই নকল মোদি? আসুন শুনে নেওয়া যাক।
ভোটের দামামা বেজেছে। জোর কদমে শুরু হয়ে গিয়েছে প্রচার। তাতে দেওয়াল লিখন পোস্টার বিলির মতো প্রচলিত পদ্ধতিতে যেমন রয়েছে, ব্যবহার হচ্ছে AI-ও। টেকনোলজির জোরে ইতিহাসের চরিত্ররাও জীবন্ত হচ্ছেন প্রচারের আলোয়। এই আবহে সামনে এসেছে আরও এক নতুন প্রচার। খোদ প্রধানমন্ত্রীর নকল ব্যবহার করেও রমরমিয়ে চলছে প্রচার।
আরও শুনুন: স্ক্যান করলেই স্ক্যামের হদিশ! ভোটের মুখে বিজেপির বিরুদ্ধে অভিনব প্রচার তামিলনাড়ুতে
তবে বিজেপির কেউ এমনটাই করেননি। বরং ভোট প্রচারে তা ব্যবহার করেছেন কর্নাটকের জনপ্রিয় নেতা কে এস ঈশ্বরাপ্পা। একসময় সে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী ছিলেন ঈশরাপ্পা। এতদিন বিজেপির হয়েই নির্বাচন লড়েছেন। তবে আসন্ন নির্বাচনে দল তাঁকে বিদ্রোহী হিসেবে চিহ্নিত করেছে। ভোটে লড়ার টিকিট দেওয়া হয়নি তাঁর ছেলেকে। এই অভিমানেই বিজেপির সঙ্গ ছেড়েছেন ঈশ্বরাপ্পা। ঘোষণা করেছেন, নির্বাচনে লড়বেন নির্দল প্রার্থী হিসেবে। তবে নির্দল প্রার্থী হলেও মোদির সঙ্গে ছাড়তে নারাজ কর্ণাটকের নেতা। এমনকি ভোটের প্রচারেও মোদির ছবি সঙ্গে রাখতে চেয়েছিলেন তিনি। যা নিয়ে প্রবল আপত্তি জানায় সেখানকার বিজেপি নেতৃত্ব। ঘটনার জল গড়ায় আদালত অবধি। সেখানেও নিজের দাবি থেকে একচুল সরেননি ঈশরাপ্পা। এবং ইতিমধ্যেই তিনি প্রচার শুরু করেছেন মোদিকে নিয়ে। আসল না হলে তাই সই! ভোট প্রচারে নকল মোদি নিয়েই রাস্তায় নেমেছেন ঈশরাপ্পা। যদিও এমনটা প্রথম নয়। এর আগেও হুবহু মোদির মতো দেখতে এই ব্যক্তিকে দেখা গিয়েছে বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে।
আরও শুনুন: শ্রাবণ মাসে মাংস খায় না হিন্দুরা! রাহুল-লালুর পুরনো ভিডিও টেনে ‘মুঘল’ তকমা মোদির
এখন প্রশ্ন হচ্ছে কে এই নকল মোদি?
এমনিতে সোশাল মিডিয়ায় হামেশাই বিভিন্ন জনপ্রিয় ব্যক্তিত্বের doppelganger বা নকল দেখা যায়। খোদ মোদিও ব্যতিক্রম নন। অনেকেই ঠিক তাঁর মতো সেজে সোশাল দুনিয়ায় নিজেদের প্রকাশ করেন। তার মধ্যে কাউকে একেবারে মোদির মতোই দেখতে। বিশেষ করে দাড়ি আর চুলের ধরণ একেবারে মোদির মতো করে, আরও জীবন্ত হয়ে ওঠেন সেইসব নকল মোদি-রা। এমনই এক ব্যক্তি সদানন্দ নায়েক। যিনি পেশায় একজন পাচক। কিন্তু তাঁকে দেখতে হুবহু মোদির মতোই। তাই মাঝেমধ্যেই বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে মোদি সেজে উপস্থিত থাকার ডাক পান সদানন্দ। হরিয়ানার বাসিন্দা এই ছাপোষা মানুষটিও প্রথমদিকে নিজের সঙ্গে প্রধানমন্ত্রীর চেহারার মিল নিয়ে বেশ আশ্চর্য হতেন। তবে এখন সবটাই তাঁর কাছে সহজাত হয়ে গিয়েছে। প্রথমবার ২০১৮ সালে ট্রেনযাত্রায় তাঁকে দেখে চমকে ওঠেন এক যাত্রী। তিনিই সদানন্দের সঙ্গে মোদির মিল খুঁজে পান। এরপর প্রধানমন্ত্রীর মতো করে চুল-দাড়ি কাঁটা, প্রায় একইরকম দেখতে চশমা ব্যবহার করতে শুরু করেন সদানন্দ। ধীরে ধীরে তিনি বেশ জনপ্রিয় হয়ে ওঠেন নকল মোদি হিসেবে। এমনকি প্রধানমন্ত্রীর জনসভাতেও নকল মোদি সাজার ডাক পেতেন তিনি। সেখানে তাঁকে ঘিরে এমন ভিড় হত, সামলাতে কালঘাম ছুটত পুলিশের। তবে এমনিতে যারা মোদির মতো সেজে সোশাল দুনিয়ায় ভিডিও পোস্ট করেন। তাঁরা পুরোদস্তুর মোদিকে নকল করার চেষ্টা করেন। প্রধানমন্ত্রীর মতো করে কথা বলা, হাত নাড়া এইসব মিলিয়ে নিজেদের মোদি হিসেবে প্রতিষ্ঠা করতে চান সেই সব সোশাল সেলিব্রিটি। কিন্তু সদানন্দ এসবের কিছুই পারেন না। তাঁকে দেখতে যতই মোদির মতো হোক, প্রধানমন্ত্রীকে কোনওভাবেই নকল করতে পারেন না সদানন্দ। কেউ অনুরোধ করলে বড়জোর মোদির মতো করে নমস্কার করেন বা হাত নাড়িয়ে সম্ভাসন জানান। এর বেশি কিছু সদানন্দ পারেন না। কিন্তু তাতে কি! পাগড়ি, জ্যাকেটে তাঁকেও প্রধানমন্ত্রীই লাগে বইকি। তাই আসন্ন নির্বাচনে সদানন্দকে মোদি সাজিয়েই প্রচারে নেমেছেন ইশরাপ্পার মতো নেতা।