মেয়েরা কী পরবে, কী বলবে, কী করবে, এই নিয়ে সমাজে কতগুলো নির্দিষ্ট ছক রয়েছে। সেইসব ছকের বাইরে গেলে অনেক সময়ই বেশ বাঁকা চাহনি ধেয়ে আসে। তবুও, ঝাঁসির রানি লক্ষ্মীবাই থেকে প্রথম মহিলা ডাক্তার কাদম্বিনী গঙ্গোপাধ্যায়, ছকভাঙা মেয়ের তালিকাটা কম লম্বা নয়। সময় যত এগিয়েছে, দিনে দিনে ছকের বাইরে বেরিয়ে এসেছেন মেয়েরা। আশা করা যায়, তাঁদের অনুপ্রেরণা ক্রমশ বদল আনবে বাকিদের চিন্তাধারাতেও।
স্বামী রাজ কৌশল চট্টোপাধ্যায়ের শেষযাত্রায় কাঁধ দিলেন মন্দিরা বেদি। ছেলে থাকা সত্ত্বেও নিজেই মুখাগ্নি করলেন স্বামীর। আর তাই নিয়েই উঠল শোরগোল। সমালোচনা থাক তার নিজের জায়গায়, কিন্তু মন্দিরাকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। প্রিয়জনের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়া, জবুথবু হয়ে যাওয়া, নিজেকে গুটিয়ে নেওয়া, মেয়েদের ক্ষেত্রে সাধারণত এমনটাই তো দেখে আসছে ভারতের সমাজ। শব বহন করা থেকে শেষকৃত্য, সমস্ত কাজই সেখানে পুরুষের জন্য নির্ধারিত। মন্দিরার সাহসী পদক্ষেপ ভেঙে দিল দীর্ঘদিনের এই পুরুষতান্ত্রিক ছক, মনে করছেন নেটিজেনদের একাংশ।
আরও শুনুন: পাড়ার রক থেকে Social Media : রুখে দিন Body Shaming
অবশ্য মন্দিরা একা নন। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর মৃত্যুর পরেও নিজের হাতে তাঁর শেষকৃত্য সম্পন্ন করেছিলেন পালিতা মেয়ে নমিতা ভট্টাচার্য। শ্রাদ্ধে যে গায়ত্রী মন্ত্র পড়া হয়, সাধারণত মেয়েরা তা পড়ার অনুমতি পান না। কিন্তু নবনীতা দেবসেন তাঁর বাবা নরেন্দ্র দেবের মৃত্যুর পর গায়ত্রী মন্ত্র পড়ে তাঁর শ্রাদ্ধ করেন। আর তাঁকে এই মন্ত্র পড়তে নির্দেশ দিয়েছিলেন কে, জানেন? স্বয়ং ভাষাচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায়।
আরও শুনুন: Child Abuse: আপনার শিশুকে যৌন হেনস্তার হাত থেকে বাঁচাবেন কীভাবে?
আসলে সংখ্যাটা যত কমই হোক, কিছু মেয়ে বরাবরই চেনা ছকের বাইরে বেরোবার সাহস রাখেন। পেশার ক্ষেত্রেই ধরুন। পুরোহিত পেশার নাম শুনলে আপনার চোখে কোনও উপবীতধারী, তিলকশোভিত, নামাবলি গায়ে পুরুষের ছবিই ভেসে ওঠে, অথচ জানেন কী, বছর পঞ্চাশ আগেই বৈদিক রীতিতে পৌরোহিত্য করতে শুরু করেছিলেন সংস্কৃতের অধ্যাপিকা এবং লেখিকা গৌরী ধর্মপাল। অপর্ণা সেন তাঁর বড় মেয়ের বিয়ে দিয়েছিলেন এই বৈদিক পদ্ধতি মেনে। গৌরী ধর্মপালের পরম্পরা এখনও বয়ে নিয়ে চলেছেন তাঁর মেয়ে এবং ছাত্রীরা। আর এতক্ষণে আপনাদের অনেকেরই হয়তো মনে পড়ে গেছে, কিছুদিন আগেই ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ নামে একটি বাংলা সিনেমায় এই বিষয়টিই তুলে ধরা হয়েছিল।
…পুরোটা শুনে নিন ক্লিক করে।