আসন্ন নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে ভোট ময়দানে নেমেছেন। অথচ প্রচার সারতে তাঁর ভরসা সেই মোদির ছবিই। সম্প্রতি এমনই দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছেন কর্নাটকের প্রাক্তন বিজেপি নেতা। ঠিক কেন এমন দাবি ওই নেতার? আসুন শুনে নেওয়া যাক।
শিয়রে নির্বাচন। জোরকদমে প্রচার শুরু করেছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল। দলের প্রতীক তো বটেই, সাধারণ প্রার্থীদের প্রচারের অন্যতম ভরসা হয়ে উঠছে দলের চেনা মুখেদের ছবি। সরকার পক্ষের হলে তো কথাই নেই। প্রার্থী হেভিওয়েট হন বা না হন, মোদির ছবি সকলেরই সঙ্গী। কিন্তু স্রেফ সরকার পক্ষ নয়, বিরোধী দলের এক নেতাও প্রচারে মোদির ছবি সঙ্গে রাখার আবদার জানিয়েছেন।
আরও শুনুন: গোমাংস-প্রীতি জানিয়েছিলেন কঙ্গনাও, পুরনো কথা টেনে তোপ কংগ্রেস নেতার
সম্প্রতি এমনই আবদার নিয়ে আদালতের দ্বারস্থও হয়েছেন কর্নাটকের প্রাক্তন বিজেপি নেতা কে এস ঈশ্বরাপ্পা(K. S. Eshwarappa)। যিনি একসময় সে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রীও ছিলেন। এতদিন বিজেপির হয়েই নির্বাচন লড়েছেন। তবে আসন্ন নির্বাচনে দল তাঁকে বিদ্রোহী হিসেবে চিহ্নিত করেছে। ভোটে লড়ার টিকিট দেওয়া হয়নি তাঁর ছেলেকে। এই অভিমানেই বিজেপির সঙ্গ ছেড়েছেন ঈশ্বরাপ্পা। ঘোষণা করে দিয়েছেন, নির্বাচনে লড়বেন নির্দল প্রার্থী হিসেবে। যদিও এতে অবাক হওয়ার কিছু নেই। নির্বাচনের আগে যে কোনও দলেই এমন বিদ্রোহের নজির ধরা পড়ছে। কিন্তু ঈশ্বরাপ্পা সেই বিদ্রোহী নেতাদের মধ্যেও ব্যতিক্রম হয়ে উঠেছেন বিশেষ এক কারণে। তাঁর দাবি বিজেপির বিরুদ্ধে ভোটে দাঁড়ালেও প্রচারে তাঁর মোদির ছবিই চাই। এতদিন যেভাবে প্রধানমন্ত্রীর ছবি সঙ্গে নিয়ে প্রচারে বেরোতেন, আসন্ন নির্বাচনেও তেমনটাই করতে চাইছেন ঈশ্বরাপ্পা। কিন্তু এমন আবদার বিজেপি মেনে নেবে কেন?
আরও শুনুন: মোদি না বিজেপি, কে বড়? উত্তর দিলেন সুষমা-কন্যা
স্বাভাবিক ভাবেই প্রাক্তন বিজেপি নেতার এহেন আবদারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সে রাজ্যের বিজেপি নেতৃত্ব। এমনিতেই দলের কাছে ঈশ্বরাপ্পার পরিচয় বিদ্রোহী হিসেবে। তার ওপর তিনি নির্দল হিসেবে নির্বাচন লড়ার কথাও ঘোষণা করেছেন। কাজেই বিজেপির কাছে এখন তাঁর একমাত্র পরিচয় প্রতিদ্বন্দী হিসেবেই। আর সেই তিনিই কিনা চাইছেন বিজেপির প্রধান মুখ নরেন্দ্র মোদির ছবি ব্যবহার করে ভোট প্রচার সারতে। ইতিমধ্যেই দলের তরফে ঈশ্বরাপ্পার বিরুদ্ধে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু সেসব নিয়ে মাথাব্যথা নেই ঈশ্বরাপ্পার। এমনটা হতে পারে ভেবে আগেভাগেই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। সেখানে তাঁর দাবি, বিজেপি নেতারা যেন মোদির ছবি ব্যবহারে তাঁকে বাধা না দেন। নেতার দাবি, মোদি তাঁর নেতা। তাই মোদির ছবি ব্যবহার করেই তিনি প্রচার সারবেন। রাজনীতির লড়াইয়ে এই কাণ্ড বিরল বলেই মনে করছেন কেউ কেউ। যার বিরুদ্ধে লড়াই তাঁর ছবি ব্যবহার করেই ভোটের প্রচার কতটা লাভজনক হবে, সেই প্রশ্নও তুলেছেন অনেকেই। এদিকে বিজেপি নেতৃত্বের বিরোধিতা তো রয়েছেই। সবমিলিয়ে ভোটের আগে এই ঘটনায় বেশ শোরগোল তৈরি করেছে কর্নাটকে।