কে বড়? প্রধানমন্ত্রী মোদি, নাকি বিজেপি? এই প্রশ্নের মুখোমুখি হয়ে কী জবাব দিলেন সুষমা স্বরাজের কন্যা তথা বিজেপি নেত্রী বাঁশুরি স্বরাজ? শুনে নিন।
লোকসভা ভোট শুরুর আগেই মোদিনাম জপ করে চলেছেন বিজেপির নেতানেত্রীরা। তাঁদের মুখে দলের আদর্শের কথা যত শোনা যাচ্ছে, সম্ভবত তার চেয়েও বেশি করে উঠে আসছে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির কীর্তির খতিয়ান। বিপুল জনসমর্থন নিয়ে তৃতীয়বারও মসনদে বসতে চলেছেন মোদি-ই, এই মর্মে এখন থেকেই প্রত্যয়ের সুর শোনা যাচ্ছে বিজেপি নেতৃত্বের গলায়। এই পরিস্থিতিতেই বড় প্রশ্নের মুখে পড়লেন সুষমা স্বরাজের কন্যা বাঁশুরি স্বরাজ। আসন্ন লোকসভা ভোটে নয়া দিল্লি আসন থেকে বিজেপির ব্যানারে লড়বেন এই নেত্রী। মোদি-মন্ত্র আওড়েই ভোটযুদ্ধের প্রস্তুতি সারছেন তিনি। তার আগে বাঁশুরিকে এই প্রশ্নের সামনে পড়তে হল যে, প্রধানমন্ত্রী মোদি নাকি বিজেপি, কে বেশি বড়?
আরও শুনুন:
মুসলিম লিগের ছাপ কংগ্রেসের ইস্তেহারে! মোদির তোপে লুকিয়ে হিন্দুরাষ্ট্রের স্বপ্নই?
এমনিতে আদর্শের দিক থেকে যথেষ্ট সংগঠিত দল হিসেবেই পরিচিত বিজেপি। কোনও একজন ব্যক্তি নন, বরং সংঘের আদর্শ মেনেই কর্মসূচি পালন করে দল। তার পরেও বিগত কয়েক বছরে ব্র্যান্ড মোদি-র গুরুত্ব অস্বীকার করার জায়গা নেই। দেশে এবং বিদেশে, দুই পরিসরেই মোদির মুখকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে রাজনৈতিক মহল। তাই বিজেপি নেতানেত্রীদের মুখেও মোদিনামের জোয়ার। এবার সেই প্রবণতা নিয়েই প্রশ্নের মুখে পড়লেন সুষমা কন্যা। আর তার জবাবও দিলেন তিনি। বাঁশুরির উত্তর, নরেন্দ্র মোদি এবং বিজেপি আসলে একে অপরের সঙ্গে সমার্থক। বিজেপি পদ্মফুলের প্রতীক নিয়ে ভোটে লড়াই করে, আর সেই পদ্মফুলটিই হলেন নরেন্দ্র মোদি- এমনটাই বলছেন বিজেপি নেত্রী।
আরও শুনুন:
রাজনীতির উপরে থাকুক আইন-সংবিধান, দেশ বাঁচাতেই মনে করাচ্ছেন প্রধান বিচারপতি?
ব্র্যান্ড মোদি নিয়ে এমনিতে পক্ষে বিপক্ষে কথা কম হয় না। সেই প্রেক্ষিত থেকেই উসকে উঠেছে এই প্রশ্ন। কিন্তু পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী বাঁশুরি দক্ষভাবেই সেই সওয়াল সামলে নিলেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।