ফুরুফুরে মেজাজে সাইকেল চালাচ্ছেন ধোনি। গাইছেন প্রচলিত এক হিন্দি গান। সম্প্রতি ক্যাপ্টেন কুলের এমনই এক ভিডিও ঘিরে চর্চায় মশগুল নেটপাড়া। আদতে এক বিজ্ঞাপনের জন্যই এমনটা করেছেন ধোনি। কিন্তু যে গান তিনি গেয়েছেন তা নিয়ে চর্চার আরও কিছু কারণ রয়েছে। ব্যাপারটা ঠিক কী? আসুন শুনে নেওয়া যাক।
উইকেটের সামনে প্রতিপক্ষ ব্যাটার। দুরন্ত ফর্মে একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন। গ্যালারি ভাসছে তাঁর জয়ধ্বনিতে। অহংকারে ডগমগ হয়ে মাঝে মধ্যেই উইকেটের পিছনে থাকা কিপারকে উত্যক্ত করছেন তিনি। পালটা উত্তর এলেই বচসা শুরু। সেই নিয়ে ম্যাচের পর বিতর্কও হবে। সে যাই হোক, মাঠের জবাব মাঠেই দিতে পছন্দ করেন বেশিরভাগ খেলোয়াড়। কোনওকিছু রেয়াত না করে মন্দ কথার ফোয়ারা ছোটে। কখনও স্রেফ মুখের কথায় তা আটকে থাকে না। এক্ষেত্রে ব্যতিক্রম বোধহয় একমাত্র ধোনি। তিনিও মাঠের জবাব মাঠেই দেন। তবে মুখে নয়, কাজে।
আরও শুনুন: ‘মান্না-পিকে-চুনির ছবি বিরাট সম্বল’ কেন? সিলেবাসে সেই ইতিহাস জানা জরুরি
ভারতীয় ক্রিকেটের বদলের ইতিহাস লিখতে হলে ধোনির জন্য আস্ত এবং মস্ত একটি অধ্যায় রাখতে হবে। আধুনিক ক্রিকেটের প্রায় সব পরিস্থিতি সামলানোর অভিজ্ঞতা তাঁর তালুবন্দি। কী করে কোন প্লেয়ারকে চাঙ্গা রাখতে হয়, কীভাবে তাঁর ভিতর থেকে সেরাটা বের করে আনতে হয়, তা তিনি খুব ভালোই জানেন। আর তার থেকেও ভালোভাবে জানেন কীভাবে মাথা ঠাণ্ডা রাখতে হয় সেই উপায়। এতদিন বিভিন্ন পরিস্থিতে ধোনির এই গুণের পরিচয় মিলেছে। তার বেশিরভাগই মাথের ভিতরকার পরিস্থিতিতে। ঘরোয়া ম্যাচ হোক বা বিদেশের মাটিতে খেলা, স্লেজিং-এর জবাবে ধোনি রেগে গিয়েছেন, এমন শিরোনাম হয়নি বললেই চলে। দেশের জার্সি গায়ে একের পর এক জয় উপহার দিয়েছেন। এনেছেন বিশ্বকাপও। তবু তাঁকে নিয়ে মশকরা কম হয়নি। কোনওদিন রান কম পাওয়া, কিংবা উইকেট কিপিং-এ ভুল, সবেতেই ট্রোলের শিকার হয়েছেন ধোনি। এমনকি তাঁর ফ্যানরা ৭ নাম্বার জার্সি নিয়ে যে মাতামাতি করতেন, সেই নিয়েও ব্যঙ্গ করতে ছাড়তেন না অনেকেই। নেটদুনিয়ায় হামেশাই এই ধরনের ভিডিও দেখা যেত। এমনই এক মশকরার ভিডিও কিছুদিন আগে ভাইরাল হয়। সেখানে ধোনির মতো দেখতে এক ফ্যান প্রচলিত হিন্দি গানে বিভিন্ন অঙ্গভঙ্গি করেছিলেন। যা নিয়ে মশকরার বন্যা বয়েছিল নেটদুনিয়ায়। এ নিয়ে ধোনিকে কোনও প্রতিক্রিয়া দিতে শোনা যায়নি। তাই বলে কি, ক্যাপ্টে কুল সবকিছু মেনে নিয়েছেন? একেবারেই না।
আরও শুনুন: তরুণ প্রতিভাকে বদলে দেন খাঁটি সোনায়, ধোনি যেন পরশপাথর
এমনিতে ভারতীয় ক্রিকেটে ধোনি যা অবদান রেখেছেন তারপর, আলাদা করে এসব নিয়ে উত্তর দেওয়ার প্রয়োজন পড়ে না। তবে সম্প্রতি দেখা গেল, এক বিজ্ঞাপনে ওই একই গান গেয়ে সাইকেল চালাচ্ছেন ধোনি। বলাই বাহুল্য, সেই বিজ্ঞাপন এক নামী ব্র্যান্ডের। কাজেই এমনটা করে ধোনি যে মোটা টাকা রোজগার করেছেন তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে নেটদুনিয়ার সেইসব ট্রোলারদের উপযুক্ত জবাব দিয়েছেন। আদপে কোনও ট্রোল নিয়েই ধোনির মাথাব্যথা যে নেই তা ভালমতো বুঝিয়ে দিয়েছেন ক্যাপ্টেন কুল। যে গান নিয়ে তাঁকে মশকরা করা হতো, সেই গান বিজ্ঞাপনে ব্যবহার করেই চর্চায় ফিরেছেন ধোনি। তবে সবটাই AI কারসাজী, এমনটাও মনে করছেন অনেকেই। স্বাভাবিক ভাবেই তাঁর হয়ে কলম ধরেছে ফ্যানমহল। নেটদুনিয়া ভরেছেন ধোনির প্রশংসায়। আর আইপিএল মরশুমে ক্রিকেট সাফল্য ছাড়াও লাইমে লাইটে উঠে এসেছেন মহেন্দ্র সিং ধোনি।
Nobody owns the troll like MS Dhoni and his fans 😭😭😭
Be it Thala For a reason,
Be it calling us Mambatti !!
We just own it like pride and you will forget on why you started to troll in first place.
— Pujara’s Kiki (@FlyingSlip_) April 5, 2024