লোকসভা ভোটের মুখে বিজেপিকে টেক্কা দিয়ে আগেই নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে কংগ্রেস। কিন্তু সেই ইস্তেহারে মুসলিম লিগের ছায়া দেখা যাচ্ছে বলে এবার কংগ্রেসকে তোপ দাগলেন মোদি। ঠিক কী অভিযোগে আক্রমণ শানালেন তিনি? শুনে নেওয়া যাক।
ভোটের মুখে মোদি গ্যারান্টিকে নাকচ করে স্বাধীনতার গ্যারান্টি দিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে কংগ্রেস। যে ন্যায়পত্রের ছত্রে ছত্রে ইঙ্গিত রয়েছে যে, বিজেপির কার্যক্রম আসলে অন্যায় এবং সেই অন্যায়ের পালটা ন্যায়ের পরিসরই তৈরি করতে চাইছে হাত শিবির। এরপরেই সেই ইস্তেহারের সমালোচনায় মুখর হলেন খোদ নরেন্দ্র মোদি। যোগীরাজ্যের সভা থেকে তাঁর তোপ, এই ইস্তেহার জুড়ে রয়েছে মুসলিম লিগের ছাপ। তাঁর দাবি, স্বাধীনতা আন্দোলনের সময়ে মুসলিম লিগ যেসব দাবিদাওয়া তুলেছিল, এই ইস্তেহারে তেমন সুরই শুনতে পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতিতে কংগ্রেস দেশের সব আশা আকাঙ্ক্ষাকে শেষ করে দিচ্ছে বলেও আক্রমণ শানিয়েছেন মোদি।
আরও শুনুন:
মোদির গ্যারান্টি বনাম স্বাধীনতার গ্যারান্টি! কংগ্রেসের ন্যায়পত্রে চিঁড়ে ভিজবে তো?
কিন্তু সেইখানেই উঠে আসছে আরও এক প্রশ্ন। মুসলিম লিগের ছাপ নিয়ে আপত্তি তোলার মধ্যে দিয়ে আরও গূঢ় এক তাৎপর্য দেখছে রাজনৈতিক মহল। মুসলিম লিগ যেহেতু একটি নির্দিষ্ট ধর্মসম্প্রদায়েরই গড়ে তোলা এবং সেই ধর্মীয় পরিচয় বরাবরই এই দলের গায়ে লেগে, সুতরাং সেই দলের নাম টেনে পরোক্ষে কংগ্রেসের প্রতিশ্রুতি নিয়েই প্রশ্ন তুলে দিলেন মোদি। স্বাধীনতা-পূর্ব সময়ে মুসলিম লিগের দাবিগুলি সারা দেশের জন্য ছিল না, একান্তভাবে মুসলিম জাতিপরিচয়টিকেই কেন্দ্রে রেখে যাবতীয় দাবিদাওয়া তুলেছিল লিগ। এই প্রসঙ্গ টেনে মোদি ইঙ্গিত দিতে চাইলেন যে, কংগ্রেসের অধিকাংশ প্রতিশ্রুতির লক্ষ্য তাহলে কোনও একটি বিশেষ সম্প্রদায়ই। অর্থাৎ কিছু না বলেও ঘুরিয়ে মুসলিম তোষণের অভিযোগে বিদ্ধ করলেন কংগ্রেসকে। এমনিতে গেরুয়া শিবিরের রাজনীতিতে হিন্দুত্ববাদের প্রভাবের কথা আর বলার অপেক্ষা রাখে না। সেখান থেকে হিন্দুরাষ্ট্রের দাবিও উঠে এসেছে একাধিকবার। এবার মুসলিম লিগ ইস্যুতে আপত্তি তোলার মধ্যে যেন উঁকি দিল সেই হিন্দুরাষ্ট্রের ভাবনাও, এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
আরও শুনুন:
কংগ্রেসের বিরোধিতায় বেজায় সমস্যা! দলত্যাগীর ক্ষোভ কি মনে রাখবে দল?
এর আগেও ২০১৯ সালে রাহুলের সভায় মুসলিম লিগের পতাকা থাকা নিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল। সম্প্রতিও রাহুলের রোড শো-তে কেন জোটসঙ্গী মুসলিম লিগের পতাকা নেই, সেই প্রশ্ন তুলতে ছাড়েনি বিজেপি শিবির। তাদের দাবি, মুসলিম লিগের থেকে সমর্থন নেওয়ায় কংগ্রেস আসলে লজ্জিত। এই পরিস্থিতিতে কংগ্রেসের ইস্তেহারে মুসলিম লিগের প্রভাবের কথা টেনে নয়া বিতর্কই উসকে দিলেন মোদি।