ভোটের আগে পড়ে গিয়ে কপালে চোট। গুরুতর জখম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভর্তি করানো হয়েছে এসএসকেএম হাসপাতালে। ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী নন নওশাদ। ঘোষণার পরও সিদ্ধান্ত বদল। প্রথম দফার তালিকায় তারুণ্যে জোর বামেদের। CAA মুসলিম বিরোধী নয়, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। রাজ্যের অধিকার স্পষ্ট করে মমতাকে তোপ। উত্তরবঙ্গ থেকে বিজেপি বিদায়ের বার্তা অভিষেকের। ফের বিজেপিতে অর্জুন।
হেডলাইন:
আরও শুনুন: 12 মার্চ 2024: বিশেষ বিশেষ খবর- কাজে এল সুপ্রিম দাওয়াই, কমিশনকে নির্বাচনী বন্ডের তথ্য দিল SBI
বিস্তারিত খবর:
1. ভোটের আগে গুরুতর আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধেবেলা তিনি বাড়িতে পড়ে গিয়ে আহত হন মুখ্যমন্ত্রী। কপাল থেকে রক্ত বেরোয়। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। এসএসকেএম হাসপাতালে পৌঁছন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন জলপাইগুড়ির ময়নাগুড়িতে সভা ছিল অভিষেকের। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর কপালে গভীর ক্ষত হয়েছে। যদিও কী করে এই ঘটনা ঘটল, তা এখনই স্পষ্ট নয়। মনে করা হচ্ছে, হাঁটার সময় মমতা পড়ে গিয়েছেন। দুঃসংবাদ জানানো হয়েছে তৃণমূলের সোশাল মিডিয়া পেজে। ইতিমধ্যেই অনুরাগীরা মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় ভিড় করেছেন হাসপাতালে।
2. গর্জনই সার। ঘোষণা করেও ভোটের মুখে পিছিয়ে এলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। জানা যাচ্ছে, ডায়মন্ড হারবার কেন্দ্রে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ছেন না নওশাদ। বস্তুত ওই কেন্দ্রটিতে প্রার্থীই দেবে না আইএসএফ। বামেদের সঙ্গে আলোচনার পর ডায়মন্ডহারবার কেন্দ্রটি সিপিএমের জন্যই ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য নেতৃত্ব। এদিন দলের বৈঠকের পর আইএসএফের কার্যকরী সভাপতি সামসুর আলি মল্লিক জানিয়েছেন, প্রথমে ২০টি আসনে লড়াই করতে চাইলেও দফায় দফায় আলোচনার শেষে আটটি আসনে প্রার্থী দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। উত্তর ২৪ পরগনার বারাসত, বসিরহাট, দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ও যাদবপুর আসনে প্রার্থী দেবে আইএসএফ। তবে জোট রাজনীতির স্বার্থে ডায়মন্ড হারবারে প্রার্থী দেওয়া হচ্ছে না। এদিকে, প্রকাশিত হল বামেদের প্রথম দফার প্রার্থী তালিকা। আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিক বৈঠক করে ১৬ জন প্রার্থীর নাম ঘোষণা করলেন বিমান বসু। তাঁদের মধ্যে সিপিএমের ১৩ জন এবং বাকি ৩ প্রার্থী শরিকদের। প্রথম দফার প্রার্থী তালিকায় ১৪ জনই নতুন। উল্লেখযোগ্য নাম হিসেবে, যাদবপুর থেকে লড়ছেন সৃজন ভট্টাচার্য। এদিকে কেন্দ্র বদল হয়ে সুজন দাঁড়াচ্ছেন দমদম থেকে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।