রামমন্দিরের গর্ভগৃহে একা রামের মূর্তি কেন? এই প্রশ্ন আগেই উঠেছিল। মন্দির কতৃপক্ষ যথাযথ ব্যাখ্যাও দেয়। ভোটের আগে ফের একই ইস্যুতে বিজপিকে কটাক্ষ করতে শোনা গেল কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে। ঠিক কী বলেছেন কংগ্রেস নেতা? আসুন শুনে নেওয়া যাক।
লোকসভা ভোটের আগেই অযোধ্যায় উদ্বোধন হয়েছে রামমন্দির। অনেকেই মনে করছেন, আসন্ন নির্বাচনে বিজেপির প্রচারের অন্যতম হাতিয়ার হবে এই মন্দির নির্মাণ। এদিকে, দেশের বিরোধী দলগুলো এই নিয়ে নানা প্রশ্ন তুলছে প্রথম থেকেই। গর্ভগৃহে কেন একা রামলালার মূর্তি এই প্রশ্নও উঠেছে বহু আগে। সম্প্রতি আরও একবার একই ইস্যুতে বিজেপিকে বিঁধলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। এবার তাঁর ইঙ্গিত, এভাবেই নাকি যৌথ পরিবার ভাঙনের বার্তা দিচ্ছে বিজেপি সরকার।
আরও শুনুন: ঘরে বসে ‘রাম মন্দির’ তৈরি করা যাবে নিজের হাতে, সাড়া ফেলে দিয়েছে ধর্মের ‘গেম’
রামমন্দির উদ্বোধনের পর থেকেই অযোধ্যায় উৎসবের আমেজ। একমাসের মধ্যেই মন্দিরে দর্শন সেরেছেন লাখ লাখ ভক্ত। দানবাক্স উপচে পড়েছে কোটি কোটি টাকার অনুদানে। পাল্লা দিয়ে বেড়েছে স্থানীয় ব্যবসায়ীদের লাভের পরিমাণ। একে তো এতদিনের আন্দোলনের সফল পরিণতি, আর ওপর রামমন্দিরকে কেন্দ্র করে এইভাবে অযোধ্যার উন্নতি, সব মিলিয়ে এই ইস্যুকে ভোটপ্রচারে নানাভাবে তুলে আনতে ব্যস্ত মোদি সরকার। স্বাভাবিক ভাবেই পালটা কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধী দলগুলো। মন্দির উদ্বোধনের অনুষ্ঠান কার্যত বয়কট করে কংগ্রেস। এবার সেই কংগ্রেসের তরফেই সামনে এল নতুন এক অভিযোগের বাণ। হাত শিবিরের জনপ্রিয় মুখ তথা কর্নাটকের মুখ্যমন্ত্রী সরাসরি রামলালাকে সামনে রেখে কটাক্ষ করলেন বিজেপিকে। তাঁর প্রশ্ন, রামমন্দিরের গর্ভগৃহে কেন একা রামের মূর্তি রয়েছে? নেতার দাবি, স্রেফ রাম নয়, আমাদের দেশে পূজিত হন হনুমানও। তাই রামমন্দিরে রামের সঙ্গে লক্ষ্মণ, সীতা, হনুমানের মূর্তিও দেখা যায়। এ দেশে এমন রামমন্দির একটাও নেই, যেখানে স্রেফ রামের একার মূর্তি রয়েছে, দাবি নেতার। এর সঙ্গেই যৌথ পরিবারের প্রসঙ্গ টেনেছেন সিদ্দারামাইয়া। তাঁর কথায়, ‘আমরা সকলেই যৌথ পরিবারে বড় হয়েছি’। রামের ক্ষেত্রেও সেই যৌথ পরিবার হিসেবে মন্দিরে বিরাজমান হওয়ার বিষয়টিকে স্বাভাবিক বলে দাবি করেছেন কংগ্রেস নেতা। কিন্তু অযোধ্যার মন্দিরে স্রেফ রামলালার একার মূর্তি প্রতিষ্ঠিত। যা যৌথ পরিবারে ভাঙনের ইঙ্গিত বলে মনে করছেন সিদ্দারামাইয়া।
আরও শুনুন: বাবার পদবি ব্যবহার করতে লাগবে স্বামীর অনুমতি! এ দেশের মেয়েদের বড় হতে নেই?
এ প্রসঙ্গ ধরেই বিজেপি সরকারকে একহাত নিয়েছেন হাত শিবিরের নেতা। এমনকি, হিটলার-মুসোলিনির সঙ্গেও তুলনা টেনেছেন। সরাসরি স্বৈরাচারী বলেও কটাক্ষ করেছেন। যদিও এই নিয়ে এখনও কোনও পালটা জবাব আসেনি গেরুয়া শিবিরের তরফে। একই ইস্যুতে মন্দির উদ্বোধনের আগেও প্রশ্ন উঠেছিল। সেক্ষেত্রে অবশ্য রামের পাশে কেন সীতা নেই, সেই নিয়ে বিতর্ক দানা বাঁধে। জবাবে মন্দির কর্তৃপক্ষ সাফ জানিয়ে দেয়, গর্ভগৃহে রামলালার যে মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে তা রামের বাল্যরূপ। তাই সেখানে স্রেফ তিনি একাই রয়েছেন। যদিও অরুণ যোগীরাজের তৈরি মূর্তিতে হনুমানও রয়েছেন। এছাড়া মন্দিরের তরফে এও জানানো হয়, রামমন্দিরের অন্যান্য অংশে হনুমান, সীতা সহ আরও অনেকের মূর্তিই থাকবে। গোটা করিডরে রামায়ণ সম্পর্কিত নানা মডেল বসানোর কাজও চলছে। এই আবহে নতুন করে পরিবারে ভাঙনের ইঙ্গিত টেনে সিদ্দারামাইয়ার এই বক্তব্যে বিতর্ক তৈরি হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।