এক কাপ চায়ে অনেক কিছুই চেয়েছিলেন গানওলা। তবে বিল গেটস বোধহয় কেবল চমক পেয়েই খুশি। ভারত সফরে এসে ডলি চায়েওয়ালার সঙ্গে ছবি দিয়ে তেমন কথাই কি বললেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা? শুনে নেওয়া যাক।
ভারতের যে কোণেই তাকান না কেন, নতুন কোনও উদ্ভাবনের খোঁজ পাবেন আপনি। এমনকি এক কাপ চায়েও। ভারত সফরে এসে চায়ে চুমুক দিয়ে এমনটাই বললেন বিল গেটস। ডলি চায়েওয়ালার সঙ্গে তাঁর সেই ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। যা দেখে বিল গেটসের নাম টেনেই মজার প্রশ্ন ছুড়ে দিয়েছে এক ফুড ডেলিভারি সংস্থাও। ‘বিল কত হল?’ জানতে চেয়েছে জনপ্রিয় সংস্থাটি।
আরও শুনুন:
নিরাপত্তাকর্মী হয়ে কটু কথা শুনেছেন, বিদেশের বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে জবাব দিল মেয়ে
আম্বানি-পুত্রের বিয়ে উপলক্ষে সম্প্রতি ভারতে এসেছেন বিল গেটস। সেই সূত্রেই ভারতের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়িয়ে সেখানকার আঞ্চলিক সংস্কৃতিকে ছুঁয়ে দেখছেন তিনি। কথাও বলছেন মানুষের সঙ্গে। এবার নাগপুরের এক চা-বিক্রেতার সঙ্গে তেমনই এক কথোপকথনের ভিডিও ভাগ করে নিলেন তিনি। ওই চাওয়ালা সোশাল মিডিয়ার সূত্রে ‘ডলি চায়েওয়ালা’ নামে বেশ জনপ্রিয়। চলতি ধরনে নয়, বেশ কায়দাকানুন করেই চা বানান তিনি। তাঁর সাজপোশাকও বেশ নজর কাড়ার মতোই। নাগপুরের সদর এলাকায় পুরনো ভিসিএ স্টেডিয়ামের পাশেই ওই বিক্রেতার চায়ের স্টল। আর সেখানেই হাজির হয়েছিলেন বিশ্ববিখ্যাত উদ্যোগপতি।
আরও শুনুন: স্বামী মিথ্যেবাদী! সন্দেহে রোজ লাই ডিটেক্টর টেস্ট করান ‘বিশ্বের সবচেয়ে হিংসুটে মহিলা’
বরাবরই নতুন নতুন উদ্যোগের ভাবনাকে স্বাগত জানান বিল গেটস। এখানেও তেমনটাই করেছেন তিনি। আর এই চায়ের সূত্র ধরেই এ দেশের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। তাঁর বক্তব্য, ভারতের রোজকার জীবনের বাঁকে বাঁকেই নানারকম নতুন ভাবনার খোঁজ মিলবে। এই এক কাপ চা বানানোর মধ্যেও যে নতুন পদ্ধতি দেখা যাচ্ছে, তাতে সে কথাই আরও স্পষ্ট। সামান্য কাজেও এ দেশ শিল্পের ছোঁয়া এনে দিতে পারে। ফের ভারতে এসে যে তিনি রীতিমতো উচ্ছ্বসিত, সে কথাও বুঝিয়ে দিয়েছেন বিল গেটস। এমনই আরও ‘চায়ে পে চর্চা’-র জন্য যে তিনি মুখিয়ে রয়েছেন, সে কথা নিজেই জানিয়েছেন তিনি। আর তাঁর এই ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরাও।