পায়ে হেঁটে নয়। আকাশ পথে রামমন্দিরের পরিক্রমা সেরেছেন। তারপর ৫০০০ ফিট উঁচু থেকে প্যারাশুট নিয়ে সরযূ নদীতে ঝাঁপও দিয়েছেন। কে করেছেন এমন কাণ্ড? নেপথ্যে কারণটাই বা কী? আসুন শুনে নেওয়া যাক।
উদ্বোধনের পর থেকেই লাখো ভক্তের সমাগম অযোধ্যার রাম মন্দিরে। তাতে মন্দিরের দানবাক্স যারপরনায় উপচে পড়ছে। তবু ভক্তিতে এতটুকু খামতি নেই রামভক্তদের। টাকা পয়সা দান তো রয়েছেই, সেইসঙ্গে রামলালার জন্য অভিনব কিছু করার কথা ভাবছেন অনেকেই। সেই তালিকায় উপরের দিকে নাম থাকবে শীতল মহাজনের।
আরও শুনুন: ‘মালালার মতো দেশ ছাড়িনি’, ব্রিটেনের সংসদ থেকে ভারতের প্রশংসায় পঞ্চমুখ, কে এই ইয়ানা মির?
যিনি পায়ে হেঁটে নন, রাম মন্দিরের পরিক্রমা সেরেছেন আকশপথে। শুনতে অবাক লাগলেও সত্যি। হ্যাঙ্গ গ্লাইডারে চড়েই এমনটা সম্ভব করেছেন শীতল। কর্তৃপক্ষের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল, রাম মন্দিরের উপর দিয়ে কোনও বিমান উড়তে পারবে না। সেই নিয়মের কথা মাথায় রেখেই, মন্দির থেকে বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে এই পরিক্রমা সেরেছেন শীতল। শুধু তাই নয়, পরিক্রমার পর উড়ে গিয়েছেন ৫০০০ ফিট উচ্চতায়। সেখান থেকে রামলালাকে স্মরণ করে দিয়েছেন ঝাঁপ। পীঠে অবশ্য প্যারাশুট ছিল। আর এই ঝাঁপ দেওয়া পেশাগত ভাবেই করে আসছেন শীতল। তবে রামলালাকে শ্রদ্ধা জানিয়ে এমনটা প্রথমবার কেউ করেছেন। শীতলের প্যারাশুটসোজা গিয়ে নামে সরযূ নদীর মাঝে। সেখান থেকে তাঁকে নৌকা করে নিয়ে আসা হয়। আর এই গোটা কাজটাই শীতল করেছেন শাড়ি পরে। একইসঙ্গে তাঁর হাতে ছিল হিন্দুধর্মের প্রতীকী গেরুয়া পতাকাও। তাঁর এই স্ট্যান্ট দেখার জন্য দূর দূরান্ত থেকে রাম মন্দির চত্বরে ভিড় জমিয়েছিলেন অনেকেই।
আরও শুনুন: প্রধানমন্ত্রীর GYAN-এর পালটা বিরোধীর BAAP! ভোটের আগে কেন দাপাদাপি নয়া শব্দের?
এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ এমন কাজ কেনই বা করতে গেলেন শীতল?
প্যারাশুটজাম্পিং তাঁর কাছে কোনও নতুন ব্যাপার নয়। এর আগে বিশ্বের বিভিন্ন প্রান্তে ৮০০-রও বেশি প্যারাশুট ঝাঁপ দিয়েছেন শীতল। ঝুলিতে ভরেছেন একাধিক রেকর্ড। এমনকি ২০১১ সালে ভারত সরকারের তরফে পদ্মশ্রী পুরস্কারও পান। এবার রাম মন্দির চত্বরে প্যারাশুটঝাঁপ দিয়ে নতুন করে চর্চায় উঠে এসেছে তাঁর নাম। আসলে, জানুয়ারির ২২ তারিখ উদ্বোধন হয়েছিল অযোধ্যার রাম মন্দির। সেই হিসেবে সম্প্রতি মন্দির উদ্বোধনের একমাস সম্পূর্ন হয়েছে। এই ঘটনার উদযাপন হিসেবেই রাম মন্দিরের ‘হাওয়াই পরিক্রমার’ কথা ভাবেন শীতল। সেইসঙ্গে যোগ করেন প্যারাশুট জাম্প। সবমিলিয়ে রামলালাকে শ্রদ্ধা জানানোর এই অভিনব প্রয়াস দেখে মুগ্ধ অযোধ্যাবাসী। বিশেষ করে শীতল যে গেরুয়া শাড়ি পরে এই দুঃসাহসিক কাজ করেছেন তার জন্য কুর্নিশ জানিয়েছেন অনেকেই। পাশাপাশি সফল্ভাবে সবটা করতে পেরে বেজায় খুশি শীতল নিজেও।