সন্দেশখালি ইস্যুতে শীর্ষ আদালতে মামলা। রাষ্ট্রপতি শাসন জারির দাবি SC কমিশনের। অশান্তির ঘটনায় বিস্ফোরক মন্তব্য মিঠুনের, পালটা দিলেন কুণাল। লোকসভায় প্রচার হাতিয়ার কেন্দ্রীয় বঞ্চনা। ১০০ দিনের কাজ নিয়ে বিশেষ নির্দেশ অভিষেকের, খুলবে সহায়তা শিবির। কৃষকদের ডাকা ভারত বন্ধের দিনেই, কৃষক স্বার্থে নয়া প্রকল্প আনার আশ্বাস প্রধানমন্ত্রীর। আচমকা আধার কার্ড বাতিলের চিঠি বর্ধমানের বহু বাসিন্দাকে।
হেডলাইন:
আরও শুনুন: 15 ফেব্রুয়ারি 2024: বিশেষ বিশেষ খবর- সন্দেশখালি কাণ্ডে আরএসএস যোগ, বিধানসভা থেকে দাবি মুখ্যমন্ত্রীর
বিস্তারিত খবর:
1. সন্দেশখালি ইস্যু এবার শীর্ষ আদালতে। শুক্রবার বিশেষ তদন্তকারী দলকে দিয়ে তদন্ত করানোর দাবিতে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী আলখ অলোক শ্রীবাস্তব। অশান্তির নেপথ্যে ‘দায়ী’ পুলিশ অফিসারদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়ার দাবিও জানানো হয়েছে। প্রধান বিচারপতির বেঞ্চে দায়ের হওয়া ওই মামলার শুনানি কবে হবে, তা এখনও জানা যায়নি। এদিকে, সন্দেশখালিতে রাষ্ট্রপতি শাসন জারির দাবি SC কমিশনের। শুক্রবার রাষ্ট্রপতি মুর্মুকে সন্দেশখালির রিপোর্ট জমা দিয়ে এমনই জানালেন এসসি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার। রিপোর্টে একগুচ্ছ অভিযোগ তুলেছে এসসি কমিশন। সন্দেশখালির পরিস্থিতি সামলাতে পুলিশ ব্যর্থ বলে অভিযোগ অরুণ হালদারের। আর সেসবের ভিত্তিতেই তাঁর দাবি, বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হওয়া দরকার। পাশাপাশি সন্দেশখালির ঘটনায় বিস্ফোরক মন্তব্য মিঠুন চক্রবর্তীর। রাজ্য সরকারের কাছে নারী নির্যাতনের মতো বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির তারকা নেতা। একইসঙ্গে এদিন বিজেপির প্রতিনিধি দল সন্দেশখালিতে পুলিশি বাধার মুখে পড়ে বলে অভিযোগ। সেই নিয়েও সরব হয়েছেন মিঠুন। যদিও, মিঠুনের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে পালটা দিয়েছেন কুণাল ঘোষ। মিঠুনের ছেলের প্রসঙ্গ টেনে রীতিমতো কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র।
2. লক্ষ্য লোকসভা নির্বাচন। কেন্দ্রের বঞ্চনাকে হাতিয়ার করেই লোকসভা নির্বাচনী লড়াইয়ে নামতে চায় তৃণমূল। শুক্রাবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভারচুয়াল বৈঠকেই পরিষ্কার হয়ে গেল বিষয়টি। আগামী ১ এবং ২ মার্চ রাজ্যজুড়ে সভার ডাক দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখানে প্রতিটা বেনিফিসিয়ারিকে আনা হবে, যাদের ১০০ দিনের কাজের বকেয়া মেটাচ্ছে রাজ্য সরকার। পাশবই আপ টু ডেট করেই তাঁদের সভায় আসতে বলা হয়েছে। রাজ্য প্রশাসন ও জেলা প্রশাসনের তরফ থেকে ওই সভাগুলো করা হবে বলে জানিয়ে দেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। ৩৪১ টি ব্লক, গ্রাম পঞ্চায়েত, ওয়ার্ড-সহ সমস্ত স্তরে সভার আয়োজন করে কেন্দ্রের বিরুদ্ধে সরব হবে তৃণমূল। সেই সঙ্গে রাজ্য সরকার আমজনতার জন্য কী কী করেছে, সেই খতিয়ান তুলে ধরার নির্দেশও দিয়েছেন অভিষেক। এছাড়া, ১০০ দিনের কাজের শ্রমিকদের নাম নথিভুক্তকরণে বকেয়া শিবির খোলা হবে। দক্ষিণ ২৪ পরগনা বাদে গোটা রাজ্যে ৩ হাজার ৩৩৪টি অঞ্চলে আগামী ১৮-২৫ ফেব্রুয়ারি চলবে শিবির। এদিকে, কেন্দ্রীয় বঞ্চনার কারণে রাজ্যের খরচের খতিয়ান তুলে ধরে অভিষেক এদিন বলে দেন, বঞ্চিতদের সংখ্যা ২২ লক্ষ নয়, প্রায় ২৭ লক্ষ। যে টাকা কেন্দ্র আটকে রেখেছে দুই বছর ধরে, তার পরিমাণ প্রায় চার হাজার কোটি টাকা। সেই অর্থ মিটিয়ে সেই ইস্যুকে অস্ত্র করে এবার সোচ্চার হবে তৃণমূল।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।