আবু ধাবিতে প্রথম হিন্দু মন্দির উদ্বোধন মোদির। আমিরশাহীতে সূচনা ভারত মার্ট প্রকল্পের। বিদেশ সফরেও পুলওয়ামার স্মৃতি ফেরালেন প্রধানমন্ত্রী। সন্দেশখালিতে অশান্তির নেপথ্যে বাম-বিজেপি। গোপন ডেরা থেকে দাবি শাহজাহান-ঘনিষ্ঠ নেতার। ওড়ালেন মহিলাদের উপর অত্যাচারের অভিযোগও। ইছামতীর পাড়ে সরস্বতী পুজো সুকান্তর। সন্দেশখালি যাওয়ার পথে টাকিতেই অসুস্থ বিজেপি নেতা। লোকসভার মাঝেই দেশে বসছে আইপিএল-এর আসর।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. আবু ধাবিতে প্রথম হিন্দু মন্দির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই দিনে তিনি উদ্বোধন করলেন ভারত মার্ট প্রকল্পের। ২০২৫ সালের মধ্যেই চালু হয়ে যাবে এটি। মনে করা হচ্ছে, এই প্রকল্পের মাধ্যমে কেবল আমদানি-নির্ভরতা নয়, রপ্তানিকারী দেশ হিসেবেও বিশ্বের দরবারে জোরালো হল ভারতের পদধ্বনি। প্রশস্ত হল বিদেশি মুদ্রার উপার্জন বৃদ্ধির উপায়ও। চলতি সফরে সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছেই দুই দেশের মৈত্রী জিইয়ে রাখার পক্ষে সওয়াল করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী। আর এবার দুই দেশের ব্যবসায়িক সম্পর্কও আরও পোক্ত হল তাঁরই হাত ধরে।
এদিকে বিদেশ সফর থেকেও এদিন পুলওয়ামা হামলার কথা মনে করালেন মোদি। পাঁচ বছর আগে এই দিনেই পাক জঙ্গিদের নাশকতার বলি হয়েছিলেন ভারতের ৪০ জওয়ান। বুধবার সংযুক্ত আরব আমিরশাহী সফর থেকেই জওয়ানদের আত্মবলিদান স্মরণ করলেন মোদি। প্রধানমন্ত্রী ছাড়া এদিন বিশেষ বার্তা দিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও।
2. সন্দেশখালি কাণ্ডের নেপথ্যে আসলে বাম-বিজেপিরই হাত। গোপন ডেরা থেকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাফ দাবি শাহজাহান-ঘনিষ্ঠ তৃণমূল নেতা শিবু হাজরার। সন্দেশখালিতে অশান্তির দায় এড়ালেন তিনি, ওড়ালেন মহিলাদের উপর অত্যাচারের অভিযোগও।
সপ্তাহখানেক ধরে ফুঁসছে সন্দেশখালি। খামারে আগুন, মহিলাদের বিক্ষোভে উত্তপ্ত একের পর এক গ্রাম। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এখনও অধরা অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহান। অশান্তির মাঝে সম্প্রতি শিবুর খামারেও আগুন লাগিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা। এই পরিস্থিতিতে সন্দেশখালির অশান্তি নিয়ে ওঠা একের পর এক অভিযোগ উড়িয়ে দিলেন শিবু। তাঁর দাবি, ‘‘সবই ভিত্তিহীন অভিযোগ। এর নেপথ্যে রয়েছেন সিপিএমের নিরাপদ সর্দার এবং বিজেপির বিকাশ সিংহ। ওঁরা মানুষকে আমাদের বিরুদ্ধে উসকে দিচ্ছেন। মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।’’ তিনি কোনও মহিলাকে রাতে ডাকেননি, একমাত্র দলের মিটিং থাকলেই খবর দেওয়া হত বলে দাবি নেতার। সিপিএম এবং বিজেপি ষড়যন্ত্র করে এলাকায় বিশৃঙ্খলা তৈরি করছে বলেই অভিযোগে সরব হলেন তৃণমূল ব্লক সভাপতি।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।