ভ্যালেনটাইন্স ডে ফুরিয়ে গেলেও প্রেম ফুরোয় না। তার উপর, একে তো ফাগুন মাস, দারুণ এ সময়! তা এই সময়ে প্রেম নিয়ে যত কথা হয়, তার অধিকাংশই দখল করে বসে থাকে মানুষ। তবে, প্রেম কি শুধু মানুষের একার নাকি? পাখিদেরও আছে নিজস্ব প্রেমের ভাষা। সেটা কীরকম? আসুন সে-গল্প শুনেই নেওয়া যাক।
লাভ-বার্ডস! এ শব্দের সঙ্গে আমরা সকলেই প্রায় পরিচিত। প্রেমের দখিনা যে দুজন মানুষের ব্যাকুল চিত্তে উথাল-পাথাল জাগায়, তাঁদের এই নামেই ডাকা হয়। শুধু এই বার্ড শব্দটির দিকে খেয়াল করুন। বিশেষ এক প্রজাতির পাখির সঙ্গে সাযুজ্য রেখেই এ শব্দের উৎপত্তি। তবে, প্রেমের সঙ্গে পাখির যে একটা নিবিড় সম্পর্ক আছে, তা বেশ বোঝাই যায়।
আরও শুনুন: বিদ্রোহ আর চুমুর দিব্যি দিয়েই বেঁচে থাকে অবিশ্বাস্য মুহূর্তরা
প্রেমের মরশুমে পাখিদের প্রেমের গল্পই শুনিয়েছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার প্রবীণ কাসওয়ান। গল্পখানা হর্নবিল পরিবার, অর্থাৎ আমরা যাদের ধনেশ পাখি বলে চিনি, তাদের। এই পাখিরা এমনিতে বেশ ঘরোয়া হয়। এক সম্পর্ক থেকে অন্য সম্পর্কে ওড়াওড়ি তাদের না-পসন্দ। বরং যার কাছে মন বাঁধা দেয়, তার সঙ্গেই ঘর বেঁধে থেকে যেতে চায়। এইভাবে দাম্পত্য বেশ ভালই জমে ওঠে তাদের, ঘরে আসে সন্তানসন্ততি। এই সময় মহিলা ধনেশ পাখিটি একেবারে বাসার ভিতরেই থাকে। সন্তানদের দেখভাল করে। আর সেই সময় পুরুষ পাখিটি তার জন্য খাবার খুঁজে এনে খাইয়ে দেয়। এ অবশ্য এক-আধ দিনের ঘটনা নয়। টানা ৩-৪ মাস এই পর্ব চলতে থাকে। সেই সময় পুরুষ পাখিটি পরিবারের খাওয়া-দাওয়ার ভার নেয়, আবার শিকারি প্রাণীদের আক্রমণ থেকে পরিবারকে রক্ষাও করে। অর্থাৎ গুরুদায়িত্ব সামলে চলে। তবে, কোনও ভাবে যদি এই কয়েক মাসের মধ্যে পুরুষ পাখিটির মৃত্যু হয়, তাহলে ওই বাসার মধ্যেই পুরুষের ফেরার জন্য অপেক্ষা করতে থাকে মহিলা পাখিটি। একসময় তার মৃত্যুও হয়। পাখিদের সংসার যাঁরা কাছ থেকে দেখেন, তাঁদেরই একজন নেটদুনিয়াকে শুনিয়েছেন এই গল্প। আর তাঁর প্রশ্ন, এ-ও কি এক অন্যরকম প্রেমের গল্প নয়? আসলে প্রকৃতির অন্দরে কত না অজানা ঘটতে থাকে। মানুষের পৃথিবী সব সময় খেয়াল করে না, তবে প্রকৃতি তো অন্য অনেক কিছুর মতো প্রেমেরও পাঠশালা। পাখিদের গল্প যেন মানুষকে সে-কথাই বলতে থাকে।
Show me a more beautiful love story than this on #Valentines Day. The male Hornbill feeding the female, who has locked herself in nest to raise the kids. This he will do for few months, daily.
Hornbills have partners for lifetime. When they are expecting they search for a cavity… pic.twitter.com/lzC3EsEylk
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) February 14, 2024