আরও একদিন বাড়ল বাজেট অধিবেশনের সময়সীমা। শনিবারই পেশ হতে পারে অভিন্ন দেওয়ানি বিধি বিল। বিজেপির নোটিশ ঘিরে তুঙ্গে জল্পনা। লোকসভা নির্বাচনের আগে মাস্টারস্ট্রোক। একযোগে ভারতরত্ন পাচ্ছেন দুই প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিজ্ঞানী স্বামীনাথন। টুইটে ঘোষণা প্রধানমন্ত্রী মোদির।গ্রামবাসীদের প্রতিবাদে অগ্নিগর্ভ সন্দেশখালি। কেন্দ্রের CAG রিপোর্ট ভুল। ১২ দিনের পুলিশ হেফাজতে আরাবুল ইসলাম।
হেডলাইন:
আরও শুনুন: 8 ফেব্রুয়ারি 2024: বিশেষ বিশেষ খবর- কল্পতরু মুখ্যমন্ত্রী, বাজেটে একগুচ্ছ বড় ঘোষণা অর্থমন্ত্রীর
আরও শুনুন: 7 ফেব্রুয়ারি 2024: বিশেষ বিশেষ খবর- কেন্দ্রীয় বঞ্চনায় ক্ষুব্ধ মমতা, বাজেট নিয়েও বড় ইঙ্গিত
বিস্তারিত খবর:
1. কথামতো ৯ ফেব্রুয়ারি শেষ না হয়ে আরও একদিন বাড়ল বাজেট অধিবেশনের সময়সীমা। শনিবার অধিবেশনের শেষ দিনে রাজ্যসভার সমস্ত বিজেপি সাংসদকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে পদ্ম শিবির। তবে কি সেই দিনই রাজ্যসভায় পেশ হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি বিল? নোটিশ ঘিরেই তুঙ্গে জল্পনা।
নোটিশে লেখা হয়েছে, ১০ ফেব্রুয়ারি রাজ্যসভায় অতি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হবে। শনিবার অবশ্যই সম্পূর্ণ সময় উপস্থিত থেকে যেন সরকারের প্রতি সমর্থন জানান সাংসদরা, এমনই নির্দেশ পেয়েছেন বিজেপির রাজ্যসভার সদস্যরা। এদিকে বিজেপি প্রথম থেকেই যেসব বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে, তার মধ্যে বাকি রয়েছে কেবল অভিন্ন দেওয়ানি বিধি লাগু করা। তাহলে এই গুরুত্বপূর্ণ বিষয় কি অভিন্ন দেওয়ানি বিধি বিল-ই? নিয়ম অনুযায়ী, নির্বাচনের আগে রাজ্যসভায় কোনও বিল পাশ হয়ে গেলে নির্বাচনের পরেও তা আর পেশ করতে হয় না। তাই মনে করা হচ্ছে,রাজ্যসভায় বিলটি পেশ করে হয়তো স্ট্যান্ডিং কমিটির কাছে তা পর্যালোচনার জন্য পাঠিয়ে রাখা হতে পারে। তার পর নতুন সরকার গঠিত হলে ফের তা নিয়ে প্রথম থেকেই আলোচনা শুরু করে দিতে পারে বিজেপি। উত্তরাখণ্ড বিধানসভায় পাশ হওয়ার পর এবার সংসদেও এই বিল পেশ করা হয় কি না, আপাতত সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
2. একসঙ্গে দুই প্রাক্তন প্রধানমন্ত্রীকে ভারতরত্ন দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রী মোদির। শুক্রবার টুইটে প্রধানমন্ত্রী জানান, প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরি চরণ সিং, পি ভি নরসিমা রাও ও বিজ্ঞানী এম এস স্বামীনাথন এবার থেকে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত হবেন। স্বল্প সময়ের জন্য প্রধানমন্ত্রী ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরি চরণ সিং। মৃত্যুর পর তাঁর রাজনৈতিক মতাদর্শ এগিয়ে নিয়ে যেতে রাষ্ট্রীয় লোক দল তৈরি হয়। চরণ সিং-এর ভারতরত্ন পাওয়ার ভিত্তিতে জল্পনা শুরু হয়েছে, এনডিএতে যোগ দিতে পারে আরএলডি। এদিকে, প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমা রাওকে নিয়ে আগেও ‘সহানুভূতি’ প্রকাশ করেছে বিজেপি। বিশেষজ্ঞদের অনুমান, নরসিমাকে ভারতরত্ন দিয়ে কংগ্রেস সমর্থকদের মনে প্রভাব ফেলবে বিজেপি। ভারতরত্ন প্রাপকদের তালিকায় শেষ নাম এম এস স্বামীনাথন। ভারতের সবুজ বিপ্লবের জনককে এই সম্মান প্রদানের মাধ্যমে কৃষকদের সমর্থন আশা করছে বিজেপি। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সবমিলিয়ে, লোকসভা নির্বাচনের আগে এই ঘোষণা বিজেপির মাস্টারস্ট্রোক বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।