প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ রাজ্যপাল। তুলনা টানলেন স্বয়ং শ্রীকৃষ্ণের সঙ্গে। চেয়ার অক্ষত রাখতেই এমন মন্তব্য- পালটা কটাক্ষ কুণালের। ভরসা দিলীপ-সুকান্ত-শুভেন্দুতে। লোকসভায় নির্বাচন পরিচালন কমিটি গড়ল বিজেপি। অবশেষে নরেন্দ্রপুরে উদ্ধার নিখোঁজ ইঞ্জিনিয়ারিং ছাত্রের দেহ। দিল্লি পুলিশের স্ক্যানারে আপ নেত্রী অতীশী। রাম মন্দিরের উদ্বোধনের সম্প্রচারে পক্ষপাতের অভিযোগ। ব্রিটিশ পার্লামেন্টেই তোপের মুখে BBC।
হেডলাইন:
আরও শুনুন: 3 ফেব্রুয়ারি 2024: বিশেষ বিশেষ খবর- ২১ লক্ষ বঞ্চিতকে টাকা দেবে রাজ্য, ধরনা থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর
বিস্তারিত খবর:
1. ভগবান কৃষ্ণের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তুলনা করলেন বঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ভবানীপুরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে রামমন্দির উদ্বোধনের প্রসঙ্গে মোদির ঢালাও প্রশংসা করেন তিনি। প্রধানমন্ত্রীকে শ্রীকৃষ্ণের সঙ্গে তুলনা করে বলেন, “শ্রীকৃষ্ণ ছিলেন বলে মহাভরতে অর্জুনের রথ কোনওভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। একইরকম ভাবে নরেন্দ্র মোদি আছেন বলে ভারতবর্ষের মতো রথও অক্ষত রয়েছে।’ মহাভারতের কৃষ্ণ-অর্জুন প্রসঙ্গ তেনের তাঁর বক্তব্য, ‘ভারত নামক যে রথ রয়েছে, তাতে সওয়ার রয়েছেন নরেন্দ্র-কৃষ্ণ। তিনি আছেন বলেই ভারত খান খান হয়ে যায়নি।’ তাঁর এই মন্তব্য নিয়ে তুঙ্গে উঠেছে বিতর্ক। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এই মন্তব্যের সমালোচনা করেন তাঁর মতে, নিজের চেয়ারটা অক্ষত রাখাতেই রাজ্যপালের এই ধরনের মন্তব্য। কুণাল আরও বলেন, “ওঁকে যে বিজেপি পাঠিয়েছে, সেটা সবাই জানে।” রাজ্যপালের এই মন্তব্যের নিন্দায় সরব হয়েছেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও। যদিও রাজ্য বিজেপি নেতারা এই মন্তব্যে দোষের কিছু খুঁজে পাননি। তাঁরা পাশেই থেকেছেন রাজ্যপালের।
2. লোকসভা ভোটের আগে নির্বাচন পরিচালন কমিটি তৈরি হল বঙ্গ বিজেপির। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে শীর্ষে রেখেই তৈরি হয়েছে ২০ জনের কমিটি। সেখানে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এছাড়া রয়েছেন চার কেন্দ্রীয় মন্ত্রী এবং অন্যান্যরা। সুকান্ত, শুভেন্দুর সঙ্গে একই দায়িত্বে দিলীপ ঘোষের থাকাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বঙ্গের রাজনৈতিক মহল। পাশপাশি রাজ্যসভা নির্বাচনের জন্য প্রাথমিকভাবে চারজন প্রার্থীর নাম ঠিক করল রাজ্য বিজেপি। শনিবার দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক সতীশ ধন্দের সঙ্গে বৈঠক করেন বঙ্গ বিজেপির তিন শীর্ষ নেতা। তার পরই ঠিক হয়েছে চারজন প্রার্থীর নাম। এই তালিকা পাঠানো হবে দিল্লিতে। বিজেপি শীর্ষ নেতৃত্ব তাতে সিলমোহর দিলে তবেই আসন্ন রাজ্যসভা নির্বাচনে তাঁরা প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে খবর। সূত্রের খবর, এই চারজনের তালিকায় রয়েছেন কীর্তন, বাউল ও ভক্তিমূলক সংগীত সংগঠনের অন্যতম নেতা সিদ্ধার্থশংকর নস্করের নাম। রয়েছে রাজ্যের অন্যান্য নেতাদের নামও।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।