তাজমহলে পালন করা যাবে না শাহজাহানের মৃত্যুবার্ষিকী। সম্প্রতি এই দাবিতে আদালতের দ্বারস্থ জনপ্রিয় হিন্দু সংগঠন। এই রীতি সম্পূর্ণভাবে বন্ধ করার লক্ষ্যেই হিন্দুপক্ষের এই পদক্ষেপ। এ প্রসঙ্গে আদালতের কী পর্যবেক্ষণ? আসুন শুনে নেওয়া যাক।
আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী, তাজমহলের ভিতর বা ওই চত্বরে কোনওরূপ ধর্মীয় অনুষ্ঠান পালন করা যায় না। তবে বছরের পর বছর ধরে সেখানে সম্রাট শাহজাহানের মৃত্যুবার্ষিকী পালিত হয়ে আসছে বলে দাবি মুসলিম সংগঠনের। চলতি বছরেও একইরকম অনুষ্ঠানের পরিকল্পনা ছিল। যা বন্ধ করার দাবিতে আদালতে মামলা করেছে অখিল ভারত হিন্দু মহাসভা।
আরও শুনুন: ফের চর্চায় তাজমহল! সৌধ চত্বরে নমাজ পাঠে বাধা মুসলিম ব্যক্তিকে
কিছুদিন আগে তাজমহল চত্বরে নামাজ পড়তে গিয়ে ধরা পড়েছিলেন এক মুসলিম ব্যক্তি। এই নিয়ে বেশ হইচই শুরু হয়েছিল বিভিন্ন মমহলে। সম্প্রতি, প্রায় একই ইস্যুতে চর্চার কেন্দ্রে তাজমহল। জানা গিয়েছে, ফেব্রুয়ারির শুরুতেই তাজমহলে শাহজাহানের মৃত্যুবার্ষিকী উদযাপনের ব্যবস্থা করেছিল মুসলিম সংগঠন। তিন দিনের পরবে একাধিক ধর্মীয় কর্মসূচির ভাবনা ছিল তাঁদের। শুধু তাই নয়, পরবে যোগ দিতে আসা সকলে বিনামূল্যে তাজমহলে প্রবেশ করতে পারবেন বলেও ঘোষণা করেছিল ওই মুসলিম সংগঠন। তাঁদের দাবি ছিল, এএসআই-এর অনুমতি নিয়েই যাবতীয় আয়োজন করা হয়েছে। আর এমনটা নাকি দীর্ঘদিন ধরেই চলে আসছে। এমনিতে ইসলাম সম্প্রদায়ের কোনও ধর্মীয় পরবে, দরগা বা মসজিদে ‘চাদর’ দেওয়ার নিয়ম রয়েছে। শাহজাহানের মৃত্যুবার্ষিকীতেও একই পরিকল্পনা ছিল মুসলিম সংগঠনের। পরবের শেষদিনে প্রায় ১৮৮০ মিটারের এক চাদর দেওয়ার কথা ছিল শাহজাহানের সমাধির উপর। তবে পরবের ঠিক আগে আগেই তা বন্ধ করার দাবিতে আদালতের দ্বারস্থ হল অখিল ভারত হিন্দু মহাসভা।
আরও শুনুন: হিন্দু রাজার জমিতেই গড়ে উঠেছিল তাজমহল, কীসের বিনিময়ে পেয়েছিলেন শাহজাহান?
জানা গিয়েছে, সংঠনের জেলা সভাপতি সৌরভ শর্মা তাজমহলে এই ধরনের অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞার দাবিতে মামলা করেছেন। সংগঠনের দাবি, তাজমহল চত্বরে বা সৌধের ভিতর এই ধরনের ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। সেইসঙ্গে পরবের কয়েকদিন বিনামূল্যে তাজমহলে প্রবেশ করার ক্ষেত্রেও ঘোর আপত্তি তুলেছেন তাঁরা। আদালতের কাছে এই বিষয়ে পর্যবেক্ষণ এবং সেই অনুযায়ী পদক্ষেপ করার আর্জি জানায় ওই হিন্দু সংগঠন। তাঁদের সাফ দাবি ছিল, এখনই আদালতের তরফে ওই মুসলিম সংগঠনের কাজে নিষেধাজ্ঞা জারি করা হোক। আপাতত মামলাটি গ্রহণও করেছে আদালত। পরবর্তী শুনানি হওয়ার কথা মার্চের শুরুতে। আপাতত তাজমহলে শাহজাহানের মৃত্যুবার্ষিকী পালন বিশ বাঁও জলে। যদিও মুসলিম পক্ষের দাবি, দীর্ঘদিন ধরে এই রীতি পালিত হয়ে আসছে। তাঁদের কথায়, এটি শুরু হয়েছিল মুঘল আমলে। এরপর ব্রিটিশ সরকার এবং পরবর্তীকালে ভারত সরকারের অনুমতিও ছিল তাজমহলে এই পরব উদযাপনের ক্ষেত্রে। তবে এই দাবি মানতে নারাজ হিন্দু সংগঠন মুখপাত্র সঞ্জয় জাট। তাঁর পালটা দাবি, এমন কোনও অনুমতিই সরকারের তরফে দেওয়া হয়নি। এক্ষেত্রে তাঁর এই দাবিতে সমর্থন জানিয়েছে এএসআইও। সংস্থার তরফে স্পষ্ট জানানো হয়েছে তাজমহলে এই ধরনের অনুষ্ঠানের অনুমতি কখনই দেওয়া হয়নি। সবমিলিয়ে এই ইস্যুকে সামনে রেখে ফের চর্চার কেন্দ্রে তাজমহল।