কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রেড রোডে ধরনায় মুখ্যমন্ত্রী। ‘CAG রিপোর্ট মিথ্যা’, মোদিকে চিঠি মমতার। ঘোষিত রাজ্য বাজেটের দিনক্ষণ। অধিবেশনের আগেই শুভেন্দুর সাসপেনশন প্রত্যাহার স্পিকারের। জমি দুর্নীতি কাণ্ডে ৫ দিনের ইডি হেফাজতে হেমন্ত। জোট জটের মাঝে ফাটল সংসদেও। কংগ্রেসের ডাকা সমন্বয় বৈঠকে নেই তৃণমূল। জ্ঞানবাপী মামলায় বড় ধাক্কা মুসলিম পক্ষের। জরায়ু-মুখের ক্যানসারে মৃত্যু পুনম পাণ্ডের।
হেডলাইন:
আরও শুনুন: 31 জানুয়ারি 2024: বিশেষ বিশেষ খবর- ন্যায় যাত্রায় কাচ ভাঙল রাহুলের গাড়ির, নীতীশকে বিঁধে নিন্দা মমতার
বিস্তারিত খবর:
1. ৭ দিনের সময়সীমা পেরলেও বকেয়া মেটায়নি কেন্দ্র। কেন্দ্রের উপর চাপ বাড়াতেই এবার বঞ্চনার প্রতিবাদে রেড রোডে ধরনায় বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে শুক্রবার ধরনা শুরু করলেন নেত্রী। তাঁর সঙ্গে রয়েছেন দলের অন্যান্য নেতানেত্রীরাও। আগামী ৪৮ ঘণ্টা ধরে চলবে ধরনা। একইসঙ্গে আগামী ১০ দিনের কর্মসূচিও মঞ্চ থেকেই ঠিক করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই ধরনার জন্য যাতে মানুষের কাজ আটকে না থাকে, সেই কারণে পাশেই তৈরি করা হয়েছে অস্থায়ী দপ্তর। প্রয়োজনীয় কাজ সেখান থেকেই সারবেন মুখ্যমন্ত্রী। ৫ তারিখে ‘এক দেশ এক ভোট’ নিয়ে বিশেষ কমিটির ডাকা বৈঠকে যোগ দিতে দিল্লিতেও যাবেন মমতা।
বার বারই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক নেতা-মন্ত্রী। অভিযোগ উড়িয়ে পালটা দুর্নীতি ইস্যুতে রাজ্যকে বিঁধেছে গেরুয়া শিবির। সম্প্রতি দিল্লি থেকে CAG রিপোর্টের তথ্য উল্লেখ করে রাজ্যকে তোপ দাগেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, কেন্দ্রীয় প্রকল্পে বরাদ্দ ১.৯৫ লক্ষ কোটি টাকার কোনও হিসেব নেই। পাশাপাশি কেন্দ্রীয় অনুদানে তৈরি প্রকল্পের অন্তত ২ লক্ষ ৪০ হাজার ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেওয়া হয়নি। শুক্রবার ধরনামঞ্চে দাঁড়িয়ে ওই রিপোর্টকে সম্পূর্ণ মিথ্যা বলে নস্যাৎ করলেন মমতা। ধরনা মঞ্চে বসেই ক্যাগ রিপোর্টে গরমিলের অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
2. ঘোষিত রাজ্য বাজেটের দিনক্ষণ। ৮ ফেব্রুয়ারি পেশ করা হবে নতুন বছরের বাজেট। বিধানসভায় বাজেট পেশের পর তা নিয়ে আলোচনা হবে ৯ এবং ১০ ফেব্রুয়ারি। দিন ঘোষণার পর ধরনা মঞ্চে বসেই বাজেট তৈরির জন্য জরুরি কাজ সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিলেন পরামর্শও। ‘এক দেশ এক ভোট’ সংক্রান্ত বৈঠকে যোগ দিতে ৫ তারিখে দিল্লি যাচ্ছেন মমতা। মনে করা হচ্ছে, সেই বৈঠকে যোগ দেওয়ার পর ফিরে রাজ্য বাজেটে উপস্থিত থাকবেন মমতা।
এদিকে, অধিবেশনের আগেই শুক্রবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাসপেনশন তুলে নিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সাসপেনশনের ৩০ দিনের মেয়াদ শেষের পর এদিন সর্বদল বৈঠক ও কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের জন্য শুভেন্দুকে আমন্ত্রণ জানিয়েছিলেন স্পিকার। কিন্তু সেখানে হাজির হননি বিরোধী দলনেতা, যা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন বিধানসভার স্পিকার।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।