স্কুলে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান। সেখানে হিন্দি সিনেমার গানে চটুল নাচ ছাত্রদের। যোগীরাজ্যের ঘটনায় রীতিমতো শোরগোল নেটদুনিয়ায়। ঘটনায় কী প্রতিক্রিয়া সকলের? আসুন শুনে নেওয়া যাক।
দিল্লিতে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে, রামমন্দির থিমের ট্যাবেলো বানিয়ে নজর কেড়েছে যোগীরাজ্য। এদিকে সেখানকার এক স্কুলে এইদিন ধরা পড়ল একেবারে অন্য ছবি। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানেই হিন্দি গানের সঙ্গে চটুল নাচে মেতে উঠতে দেখা গেল স্কুলের পড়ুয়াদের। যা দেখে রীতিমতো অস্বস্তিতে পড়েছে নেটদুনিয়ার একাংশ।
আরও শুনুন: চলতি বছরে পদ্ম প্রাপকের তালিকায় নাম একাধিক বিদেশির, কারা তাঁরা?
রামমন্দির উদ্বোধনের পরও দেশের বিভিন্ন প্রান্তে উৎসবের আমেজ কাটনি। অযোধ্যা তো বটেই, দেশের অন্যান্য রাম মন্দিরেও অনুষ্ঠান চলছে। এমনকি সেই ছাপ ধরা পড়েছে দিল্লির সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানেও। প্রতিবছরের ন্যায় এবারও কর্তব্যপথে প্রদর্শিত হয়েছে বিভিন্ন রাজ্যের ট্যাবেলো। তার মধ্যে আলাদাভাবে নজর কেড়েছে উত্তর প্রদেশের ট্যাবেলোটি। কারণ সেই ট্যাবেলো সম্পূর্ণভাবে তৈরি হয়েছে রামলালাকে কেন্দ্র করে। সুসজ্জিত ট্যাবেলোর উপর ছিল বালক রামের একটি মূর্তিও। বলাই বাহুল্য, এর মাধ্যমে বিদেশি অতিথিদের সামনে আরও একবার রাজ্যের গৌরব তুলে ধরার চেষ্টা করেছে যোগী সরকার। কিন্তু একইদিনে সে রাজ্যের এক স্কুলে ধরা পড়েছে অন্য ছবি। ঘটনাটি উত্তরপ্রদেশের মাউ জেলার বিডি গ্লোবাল পাবলিক স্কুলের। এমনিতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানেই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশাত্মবোধক গান, নাচ কিংবা স্বাধীনতা সংগ্রামীদের উদ্দেশ্য করে একাধিক সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়। অনেক স্কুলেই ২৬ জানুয়ারিকেই স্পোর্টসের আদর্শ দিন মনে করা হয়। তবে মাউ জেলার বিডি স্কুলে এসব কিছু হয়নি। বরং যা হয়েছে, তা নেটিজেনদের ভাষায় অপসংস্কৃতি ছাড়া আর কিছুই না।
আরও শুনুন: আগুনে ঝলসে গিয়েও ফিরেছিলেন জীবনে, দগ্ধ মানুষদের দিশা দেখিয়েই পদ্মশ্রী প্রেমার
ঘটনার ভিডিও-ও ইতিমধ্যেই ভাইরাল। যার শুরুতেই দেখা যাচ্ছে, একদল ছাত্র স্কুল ড্রেস মঞ্চে দাঁড়িয়ে। বোঝাই যাচ্ছে তারা নাচ করবে। কিন্তু কোনও গান শুরু হতেই বোঝা গেল, এ কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান নয়। পর পর কয়েকটা হিন্দি সিনেমার গান। তার সঙ্গে নানা ভঙ্গীতে চটুল নাচ। মঞ্চেই টাঙানো ছিল স্কুলের ব্যানার। সেখানে স্পষ্ট লেখা, অনুষ্ঠানটি প্রজাতন্ত্র দিসব উপলক্ষে। এদিকে, ওই ছাত্রদের চোখে থাকা কালো চশমা স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছিল কোনও স্কুলের অনুষ্ঠানে এমন নাচ কতটা বেমানান। স্বাভাবিক ভাবেই, এই ভিডিও দেখে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন নেটদুনিয়ার একাংশ। কোনও স্কুল কীভাবে এই ধরনের অনুষ্ঠানকে প্রশ্রয় দেয়, সেই প্রশ্নও উঠেছে। অনেকে প্রজাতন্ত্র দিবসের কথা উল্লেখ করে চরম নিন্দা করেছেন। যে দেশের জন্য স্বাধীনতা সংগ্রামীরা প্রাণ বির্সজন দিয়েছেন, সেখানে তাঁদের এইভাবে শ্রদ্ধা জানানো কোনওভাবেই সমর্থন জানায়নি নেটদুনিয়া।
Girls: We need perfect songs to dance on Republic Day.
Meanwhile boys: pic.twitter.com/j9iWrQltdU
— priyA (@priyapalnii) January 26, 2024