মঞ্চে উঠেই ‘জয় শ্রী রাম’ ধ্বনি। দর্শকদের অভিবাদন জানিয়ে অধ্যাপকের পা হাত দিয়ে প্রণাম। বিদেশের মাটিতে দাঁড়িয়েও ঠিক এভাবেই নিজের ডিগ্রী নিয়েছেন এক যুবক। আর সেই ভিডিও দেখে আবগে ভেসেছে নেটদুনিয়া। ঠিক কী ঘটেছে? আসুন শুনে নেওয়া যাক।
রাম মন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠায় উৎসবের আমেজে গোটা দেশে। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই যজ্ঞে শামিল হয়েছেন ভিনদেশের ভারতীয়রাও। তবে স্রেফ উৎসব অনুষ্ঠান নয়, ব্যক্তিগত সাফল্যেও রামলালাকে মিশিয়ে ফেলেছেন ব্রিটেনের এক ভারতীয় পড়ুয়া।
আরও শুনুন: রাজধানীর প্যারেডে প্রথম কোনও সেনা দম্পতি, নজির গড়ছেন কারা?
সম্প্রতি, ব্রিটেনের জনপ্রিয় এক ইউনিভার্সিটির সমাবর্তনের মঞ্চে ডিগ্রী নেওয়ার সময় ‘জয় শ্রী রাম’ বলতে শোনা গিয়েছে তাঁকে। শুধু তাই নয়, মঞ্চে উপস্থিত অধ্যাপকের পা ছুঁয়েও প্রণাম করেছে ওই ভারতীয় যুবক। এমনিতে, বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানের বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। এক বিশেষ পোশাক পরার নিয়ম যেমন রয়েছে তেমনই সার্টিফিকেট নেওয়া কিংবা মঞ্চে ওঠারও নির্দিষ্ট নিয়ম রয়েছে। বিদেশি ইউনিভার্সিটিতে যা রীতিমতো কড়াভাবেই পালন করা হয়। কিন্তু এক্ষেত্রে তেমন কড়াকড়ি হয়নি। বরং ওই পড়ুয়ার আবেগ আর উচ্ছ্বসকেই প্রাধান্য দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনার একটি ভিডিও নেটদুনিয়ায় বেশ ভাইরাল হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে, সমাবর্তনের নির্দিষ্ট কালো পোশাক পরে মঞ্চে উঠলেন এক যুবক। উঠেই দর্শকদের দিকে ফিরে ‘জয় শ্রী রাম’ বললেন। তারপর পিছনে দাঁড়িয়ে থাকা অধ্যাপকের পা ছুঁয়ে প্রমাণ করলেন। তাঁর হাত ডিগ্রী নিয়ে কিছুক্ষণ কথাও বললেন। মঞ্চে এমন কান্ড দেখে দর্শকরাও যে উচ্ছ্বসিত হয়েছিলেন তা ভালোই বোঝা যাচ্ছিল তাঁদের প্রতিক্রিয়া শুনে। সকলেই প্রায় একযোগে হাততালি দিচ্ছিলেন। ভিডিওটা অবশ্য এখানেই শেষ নয়। এরপর যুবককে এক জায়গায় ছবি তুলতে দেখা যায়। সেখানেই ধরা পড়ে তাঁর কপালে একটি লাল টিকা রয়েছে। যা হিন্দু পরিবারের অন্যতম সংস্কৃতি। আর এতেই আবেগে ভেসেছে নেটদুনিয়া।
আরও শুনুন: শাশুড়ির সেবা করা পরম ধর্ম, মনুস্মৃতি টেনে বধূকে কর্তব্য বোঝাল আদালত
অনেকেই মন্তব্য করেছেন, বিদেশেও ওই পড়ুয়া যেভাবে নিজের সংস্কৃতি বলায় রেখেছেন, তা অবশ্যই প্রশংসনীয়। পাশাপাশি উঠে এসেছে অযোধ্যার প্রসঙ্গও। মন্দির উদ্বোধনের আবহে নতুন করে রামনামে মুখর হয়ে উঠেছে দেশের বিভিন্ন প্রান্ত। রামধ্বজা থেকে শুরু করে, সবর্ত্রই জয় শ্রী রাম-স্লোগানের ছড়াছড়ি। তবে বিদেশি ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানেও যে এভাবে রামের নামে জয়ধ্বনি দেওয়া যায় তা অনেকেই ভাবতে পারেননি। কিন্তু সেটাই সম্ভব করে দেখিয়েছে ওই পড়ূয়া। যার দরুন নেটদুনিয়ার আলোচনায় উঠে এসেছে তাঁর এই কান্ডের কথা।
Be proud of your roots, values and culture – Student touches feet of the teacher and chants ‘Jai Siya Ram’ at Convocation Ceremony in Leicester, UK pic.twitter.com/LYTKybw4hl
— Megh Updates 🚨™ (@MeghUpdates) January 25, 2024