সাধারণতন্ত্র দিবসে দিল্লির রাজপথে সেনাবাহিনীর প্যারেড। এই প্রথম সেখানে অংশ নিচ্ছে কোনও দম্পতি। আর্মি যুগলের পরিচয় জানেন? আসুন শুনে নেওয়া যাক।
দুজনেই ভারতীয় সেনার অংশ। দেশের সেবায় নিযুক্ত রয়েছেন দীর্ঘদিন। সাধারণতন্ত্র দিবসের প্যারেডে দিল্লির রাজপথেও বহুবার হেঁটেছেন। বিয়ের পর সেই প্যারেডেই অংশ নিচ্ছেন আর্মি যুগল। স্রেফ তাঁদের জীবনে নয়, দেশের ইতিহাসেও এই প্রথম কোনও দম্পতি সাধারণতন্ত্র দিবসের প্যারেডে অংশ নিচ্ছেন।
আরও শুনুন: জাতীয় পতাকা উত্তোলন করেই শুরু হয় প্রতিদিনের কাজ, দেশপ্রেমের অনন্য নজির এই গ্রামে
কথা বলছি, মেজর জেরি ব্লেইজ(Major Jerry Blaize) এবং ক্যাপ্টেন সুপ্রীথা (Captain Supreetha) সম্পর্কে। সেনাবাহিনির দুই আলাদা শাখায় এঁরা দীর্ঘদিন ধরেই নিযুক্ত। মেজর জেরি মিলিটারি পুলিশ, আর ক্যাপ্টেন সুপ্রীথা বিমানবাহিনি। ২০২৩ সালে দুজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে কাজের সুবাদে দুজনেই একসঙ্গে থাকার বিশেষ সুযোগ পেতেন না। দেশের স্বার্থে হাসিমুখে মেনে নিতেন সবকিছু। এবার সেই দেশের কাজেই দুজনে বেশ কিছুদিন একসঙ্গে সময় কাটানোর সুযোগ পেলেন। আসন্ন প্রজাতন্ত্র দিবসে এই যুগল অংশ নিতে চলেছেন দিল্লির প্যারেড অনুষ্ঠানে। যা তাঁদের দুজনের কাজেই অত্যন্ত আনন্দের বিষয়। শুধু তাই নয়, সাধারণতন্ত্র দিবসের ওই প্যারেডে এই প্রথম কোনও যুগল অংশ নিতে চলেছে। তাই সেনাবাহিনির কাছেও এই বিষয়টি আলাদা গুরুত্ব পেয়েছে।
আরও শুনুন: রামধ্বজাকেও জাতীয় পতাকার মতো সম্মান, প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে নির্দেশ দিল্লিতে
চলতি বছরে প্রজাতন্ত্র দিবসের ৭৫তম বর্ষ উদযাপিত হবে। প্রতি বছরের ন্যায় এবারেও দিল্লির কর্তব্য পথে বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। যার মূল আকর্ষণ সেনাবাহিনির প্যারেড এবং বিভিন্ন ধরনের ট্যাবেলো। এর জন্য কয়েকমাস আগে থেকেই মহড়া শুরু করে দেয় সেনা বাহিনীর সদস্যরা। নিয়মিত প্রশিক্ষণের জেরে সবটা এক্কেবারে নিখুঁত ভাবে উপস্থাপন করেন তাঁরা। সবাই অবশ্য সুযোগও পায় না। তবে মেজর জেরি ২০১৪ সালেই এই প্যারেডে অংশ নেওয়ার সুযোগ পান। এরপর থেকে বহুবার এই সুযোগ তিনি পেয়েছেন। চলতি বছরে তিনিই তাঁর বিভাগের প্যারেডে নেতৃত্ব দেবেন। এদিকে ক্যাপ্টেন সুপ্রীথা এই সুযোগ পান ২০১৬ সালে। তিনি অবশ্য চলতি বছরে বিশেষ এক ট্যাবলোর অংশ। মেজর জেরির কথায়, দুজনেই যে এ বছর প্যারেডে অংশ নেওয়ার সুযোগ পাবেন, তা আগে থেকে একেবারেই ঠিক ছিল না। গোটাটাই কাকতালীয় ভাবে ঘটেছে। নিয়ম মেনে পরীক্ষা দিয়েই দুজনে নির্বাচিত হয়েছেন বলে দাবি মেজরের। আর সেই সুবাদে বহুদিন পর একসঙ্গে থাকার সুযোগ পাচ্ছেন দুজনে। সেইসঙ্গে প্রথম যুগল হিসেবে তাঁরাই প্যারেডে অংশ নিচ্ছেন জেনেও বেজায় খুশি এই আর্মি দম্পতি। একেবারে পাশাপাশি না হাঁটলেও। দুজনেই যে একইদিনে একই প্যারেডে অংশ নিচ্ছেন এতেই আবেগে ভেসেছেন মেজর জেরি ও ক্যাপ্টেন সুপ্রীথা।