চাকা নেই। তবু দিব্য চলছে গাড়ি। গল্প বা সিনেমায় নয়, বাস্তবেই এমনটা সম্ভব বলে দাবি করছে প্রস্তুতকারী সংস্থা। কী এমন প্রযুক্তি থাকছে ওই গাড়িতে? আসুন শুনে নেওয়া যাক।
চাকা ছাড়া গাড়ি কখনও দেখেছেন? জাদু দুনিয়ার কোনও সিনেমার কথা বলছি না। সেখানে এমনটা দেখা যেতেই পারে। কিন্তু বাস্তবেও যে এমনটা সম্ভব, তা ভেবে দেখেছেন কখনও? ভিডিও প্রকাশ করে ঠিক সেই দাবিই করেছে এক সংস্থা। জানা গিয়েছে, এমন এক গাড়ি বাজারে আনতে চলেছে, যা চাকা ছাড়াই দিব্য চলবে। বলা ভালো, উড়বে।
আরও শুনুন: গাছ কাটতে গেলেই রক্ত ঝরে, কোথায় রয়েছে এমন ‘ব্লিডিং ট্রি’?
রামায়ণের গল্পে রাবণের পুস্পক রথের উল্লেখ মিলেছিল। এরোপ্লেনের সঙ্গে তার বেজায় মিল। কিন্তু সে তো আকাশযান। মাটির সঙ্গে তার বিশেষ সম্পর্ক নেই। তাই আর যাই হোক তাকে, কোনও গাড়ি বলা চলে না। গাড়ি মানেই সেখানে চাকা থাকবে। ইঞ্জিনের জোরে তা রাস্তায় ছুটবে। তবে এই সংস্থা এমন এক গাড়ির নকশা তৈরি করেছে, যা মাটির কাছাকাছি থাকলেও ঠিক মাটিতে ছুটবে না। কারণ এতে কোনও চাকাই নেই। অত্যাধুনিক প্রযুক্তির জোরে তা মাটি থেকে খানিকটা উঁচুতে উড়বে। তাই অন্যান্য গাড়ির তুলনায় এর গতিও অনেকটাই বেশি হবে বলে দাবি নির্মাণকারী সংস্থার। যদিও এই গাড়িতে স্রেফ চাকা থাকবে না তাই নয়, গাড়িটি দেখতেও অন্যান্য গাড়ির থেকে আলাদা হবে। খানিকটা ক্যাপসুলের মতো দেখতে হবে। উপরের অংশটা হবে কাঁচের। মানে ভিতর থেকে বাইরের দৃশ্য সবটাই দেখা যাবে। ভিতরে একসঙ্গে অনেকের বসার উপায় নেই। আলাদা আলাদা চেম্বারে এজন করে বসতে হবে। নিয়ন্ত্রণ পদ্ধতিও সাধারন গাড়ির থেকে বেশ আলাদা। বছর ছয়েক আগে এই গাড়ির নকশা প্রকাশ্যে এনেছিল ওই সংস্থা। সম্প্রতি সেই নকশা অনুযায়ী একটি অ্যানিমেটেড মডেল গাড়ি তৈরি করে একটি ভিডিও করা হয়েছে। তা রাস্তায় কীভাবে চলবে সেটিও ভিডিওতে দেখানো হয়েছে।
কিন্তু প্রশ্ন হচ্ছে, বাস্তবে এই গাড়ি চললে ঠিক কোন প্রযুক্তি ব্যবহার করা হবে?
আরও শুনুন: শীতের ঠেলায় গরম জলেই স্নান, যৌনতায় মারাত্মক বিপদ ডেকে আনছেন না তো?
সংস্থার দাবি, সবটাই হবে ম্যাগনেটিক ফিল্ড কাজে লাগিয়ে। অর্থাৎ চুম্বকের শক্তি কাজে লাগিয়ে এই গাড়ি ছুটবে। সুতরাং তেল বা বিদ্যুৎ- এর খরচও নেই। তাই গাড়িটি বাজারে এলে চাহিদা যে থাকবে সেকথা বলাই বাহুল্য। আরামের পাশাপাশি গাড়ি চড়ার আরও একটা বড় কারণ তাড়াতাড়ি পৌঁছে যাওয়া। এই গাড়িতে সেই উদ্দেশ্যও সফল হবে। তাই উড়ন্ত গাড়ির ভিডিও দেখে বেশ উচ্ছ্বসিত নেটদুনিয়া। অনেকেই ভিডিও শেয়ার করে এই গাড়ি হবে বাজারে আসবে সেই নিয়ে আগ্রহ দেখিয়েছেন। সংস্থার তরফে যদিও এ বিষয়ে কিছু জানানো হয়নি। সবমিলিয়ে উড়ন্ত গাড়ি নিয়ে বেশ শোরগোল ছড়িয়েছে নেটদুনিয়ায়।