দাম প্রায় দু লক্ষ। ওজন ৪৫ কেজি। কোনও আসবাব নয়, এই হিসাব এক বইয়ের। শুনতে অবাক লাগলেও সত্যি। রাম মন্দির উদ্বোধনের আবহে এমনই বিশেষ ‘রামায়ণ’ পৌঁছে গিয়েছে অযোধ্যায়। কী বিশেষত্ব এই রামায়ণের? আসুন শুনে নিই।
রামমন্দিরের উদ্বোধন ঘিরে অযোধ্যা সেজে উঠেছে রাজকীয় ভাবে। রামলালার ভোগ থেকে আরম্ভ করে ধূপ, সবেতেই রাজকীয় ছাপ স্পষ্ট। কোনওটাই সাধারণ বা প্রচলিত বলা চলে না। এবার সেখানে পৌঁছল বিশেষ এক রামায়ণও। ওজন বা দামের নিরিখে যা বিশ্বের বাকি সমস্ত রামায়ণের থেকে আলাদা।
আরও শুনুন: সীতা নেই, হনুমান আছেন! রামলালার নতুন মূর্তি জুড়ে রয়েছে আর কী কী?
রামমন্দির উদ্বোধন ঘিরে সাজো সাজো রব গোটা দেশে। রামের নামে দেশেরর প্রায় সর্বত্রই উৎসবের আমেজ। কোথাও হাজার হাজার প্রদীপ দিয়ে রামের অবয়ব। কোথাও আবার চলন্ত গাড়িতেই রামমন্দিরের রেপ্লিকা। তবে অযোধ্যায় যেন চারিদিকে চমকের পর চমক। একতলা বাড়ির সমান তালা, ১৮০ ফুটের ধূপ, বিশাল হনুমান মূর্তি কি নেই সেখানে! কিন্তু রাময়ণকে বাদ দিলে এই আয়োজনের সবটাই বৃথা। এই পবিত্র গ্রন্থের মাধ্যমেই সকলে রামকে চিনেছেন। রামের কাহিনি, তাঁর জীবনবৃত্তান্ত, সবই বর্ণিত রয়েছে এই মহাকাব্যে। তাই অযোধ্যায় পৌঁছেছে বিশেষ এক রামায়ণও। বিশেষ বলার মূল কারণ অবশ্য দুটো। এক, এই বইয়ের ওজন প্রায় ৪৫ কেজি। আর বইটির দাম ১ লক্ষ ৬৫ হাজার টাকা। ভাবছেন তো কী এমন রয়েছে এই বইয়ে, যার জন্য এর দাম এতটা বেশি?
আরও শুনুন: ‘ইয়েস স্যার’ নয়, রোল কলের উত্তরে ‘জয় শ্রীরাম’ বলার নির্দেশ গুজরাটের স্কুলে
সে উত্তর দিয়েছেন বইটির বিক্রেতা মনোজ সাতি। তাঁর কথায়, বইটির এত দাম হওয়ার আসল কারণ একটা নয়। মানে বইটির পৃষ্ঠা থেকে শুরু যে বাক্সে বই রাখা থাকবে তার সবই বিশেষ এবং মূল্যবান। মনোজের দাবি, বইটি আগামী ৪০০ বছরেও নষ্ট হবে না। এমনিতে ঠিকমতো রাখলে যে কোনও বই বেশ কয়েক বছর ভাল থাকে। তা নির্ভর করে মূলত বইটির পৃষ্ঠা কেমন তার উপর। অযোধ্যার এই বিশেষ রামায়ণে রয়েছে ফ্রান্সের তৈরি বিশেষ পৃষ্ঠা। এছাড়া বইটির কালিও বিশেষ। যা তৈরি করা হয়েছে জাপানে। মনোজের কথায়, এই কালি জৈব পদার্থ দিয়ে তৈরি। বইটিকে রাখা হয়েছে বিশেষ এক কাঠের বাক্সে। তাও একতলা নয়, তিনতলা। বাক্সের উপর বইটি রাখার ব্যবস্থাও রয়েছে। যাতে বইটি পড়তে বিশেষ সুবিধা হয়। এখানেই শেষ নয়। ওই বাক্সও আমেরিকান ওয়ালনাট কাঠ দিয়ে তৈরি। সুতরাং এটিও সহজে নষ্ট হবে না। আর এতসব মূল্যবান জিনিস থাকার দরুণ বইটির দাম বেড়েছে। কিন্তু তাতে কি! এ বই তো যে সে বই নয়। গোটা দেশ যে রামের উৎসবে মাতোয়ারা, সেই রামের জন্ম এই রামায়ণের কাহিনিতেই। রাম মন্দির উদ্বোধনের আবহে তা বিশেষ হবে, একথা বলাই বাহুল্য।