গুরুত্ব না পেলে ৪২ আসনে একাই লড়বে তৃণমূল। I.N.D.I.A জোট নিয়ে সাফ বার্তা মমতার। নাম না করে বার্তা অধীর শিবিরকেও। বিচারপতি মামলায় সংশোধিত আবেদন নয়। অভিষেককে নতুন করে আবেদনের নির্দেশ সুপ্রিম কোর্টের। মিলল না ভিক্টোরিয়া হাউসের সামনে সভার অনুমতি। খারিজ সিঙ্গল বেঞ্চের নির্দেশ, হাই কোর্টের ডিভিশন বেঞ্চে ধাক্কা আইএসএফের।বাড়তি সময় নয় বিলকিস-ধর্ষকদের। রবিবারই আত্মসমর্পণ করতে হবে ১১ অপরাধীকে। অজুহাত উড়িয়ে সাফ নির্দেশ সুপ্রিম কোর্টের।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. বাংলার সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে তৃণমূলকেই। শুক্রবার কালীঘাটের দলীয় বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানালেন, অন্যথায় তৃণমূল ৪২ আসনে একাই লড়তে প্রস্তুত। আর এই মন্তব্যেই লোকসভা নির্বাচনের আগে INDIA জোট নিয়ে জল্পনা উসকে দিলেন খোদ তৃণমূল নেত্রী।
নির্বাচনের আগে বিভিন্ন জেলা সংগঠনকে কালীঘাটে ডেকে বৈঠক করছেন তৃণমূল সুপ্রিমো। এর আগে পশ্চিম মেদিনীপুর জেলা সংগঠনের বৈঠকে তিনি কাজের পরিধি বেঁধে দিয়েছিলেন দলের নেতা, কর্মীদের। আর শুক্রবার মুর্শিদাবাদের দলীয় সংগঠনের সঙ্গে বৈঠকে তাঁর বক্তব্য, ”INDIA জোটের অন্যতম বড় শরিক আমরা। সেখানে আমাদের বাদ দিয়ে এ রাজ্যে RSP-সিপিআইকে এত প্রাধান্য দেওয়া হলে, আমাদের গুরুত্ব না দেওয়া হলে আমরা আমাদের মতো ভাবব।” নাম না করে মমতা বুঝিয়ে দিলেন, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীকে গুরুত্ব দিতে নারাজ তিনি। অর্থাৎ আসন সমঝোতার প্রসঙ্গে রাজ্যের হাত শিবিরকেও ঘুরিয়ে বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।
2. বিচারপতির মন্তব্যের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলায় তাৎপর্যপূর্ণ নির্দেশ দিল শীর্ষ আদালত। সংশোধিত আবেদন নয়, নতুন করেই আবেদন করতে হবে তৃণমূল সাংসদকে। সুপ্রিম কোর্টের নির্দেশের বিশদ ব্যাখ্যা দিয়ে জানালেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। প্রাথমিকভাবে অভিষেকের মামলা খারিজ হয়েছে বলে যে দাবি করা হচ্ছিল, সে কথা নাকচ করেছেন তিনি।
কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মামলা সরানোর আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। সেই আর্জি মোতাবেক অভিষেকের মামলা স্থানান্তরিতও হয়েছে ইতিমধ্যেই। এরপর ওই আবেদনেই একটি সংশোধন করে ফের শীর্ষ আদালতে যান তৃণমূল সাংসদ। সেই মামলার শুনানিতে এদিন বিচারপতিরা স্পষ্ট জানিয়ে দেন, পুরনো মামলার নিষ্পত্তি হয়েছে। সুতরাং সেখানে আবেদন আর যুক্তিগ্রাহ্য নয়। নতুন করে কিছু বলার থাকলে অভিষেককে তা নতুন আবেদন করেই জানাতে হবে, নির্দেশ শীর্ষ আদালতের।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।