হিন্দিকে বাতিল করার জন্য উসকানি দিচ্ছে দক্ষিণ? এই রাজনীতি নিয়ে কী মত তাঁর, প্রশ্নের জবাবে খোলা উত্তর দিলেন দক্ষিণী তারকা বিজয় সেতুপতি। কী বললেন তিনি? শুনে নেওয়া যাক।
দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউডেও পা রেখেছেন তামিল ছবির প্রথম সারির তারকা বিজয় সেতুপতি। দক্ষিণী তারকারা যখন হিন্দি সিনেমায় কাজ করছেন, তাহলে দক্ষিণে হিন্দিকে বাতিল করার কথা উঠছে কেন, এবার এমনই প্রশ্নের মুখোমুখি হলেন তিনি। আর এই প্রশ্নের উত্তরেই দক্ষিণের রাজনীতি নিয়ে সপাট জবাব দিলেন তারকা।
আরও শুনুন: বিকিনি পরার জেরে প্রশ্ন উঠেছিল সংসদেও! পাঁচ দশক পরে স্মৃতি টানলেন শর্মিলা ঠাকুর
সারা দেশ জুড়ে হিন্দি ভাষা ও সংস্কৃতি যতই ছড়িয়ে পড়ুক না কেন, দক্ষিণ এখনও নিজের স্বাতন্ত্র্য বজায় রাখতে মরিয়া। তাই হিন্দিকে রাষ্ট্রভাষা বলে দাবি করলেও যেমন দক্ষিণ গর্জে ওঠে, তেমনই হিন্দি বাধ্যতামূলক করার বিরুদ্ধেও সুর চড়ান দক্ষিণের মানুষেরা। দেশজুড়ে বলিউডের একাধিপত্যের সময়েও তাকে পাল্লা দিচ্ছে দক্ষিণী সিনেদুনিয়া। সাম্প্রতিক কালে দক্ষিণের ছবির হাত ধরেই অস্কারও এসেছে দেশে। কিন্তু দক্ষিণের এই একক অবস্থান বজায় রাখতে চাওয়াকে ভালো চোখে দেখেন না অনেকেই। বিশেষ করে হিন্দি বলয়ের কাছে এই প্রবণতা অনেকখানি প্রতিদ্বন্দ্বিতার সুর বয়ে আনে। সেই রেশ ধরেই এবার প্রশ্নের মুখে পড়লেন দক্ষিণী তারকা।
আরও শুনুন: নায়িকা ছিলেন মধুবালা, দেশের প্রথম প্রাপ্তবয়স্কদের জন্য সিনেমা কোনটি জানেন?
যদিও এ প্রশ্নের খোলা জবাব দিয়েছেন বিজয় সেতুপতি। তাঁর সাফ জবাব, হিন্দির বিরুদ্ধে নন তাঁরা, কিন্তু হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে। দক্ষিণের রাজনৈতিক নেতারাও কেউই হিন্দি পড়তে বারণ করেননি বলেই দাবি তাঁর। এমনকি সেখানে অনেকেই হিন্দি ভাষা ও সাহিত্য নিয়ে পড়াশোনাও করছেন। আর তাতে কোনও বাধাও নেই। কিন্তু কোথাও যদি তাঁদের নিজস্ব সংস্কৃতির উপরে হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে তাঁরা রুখে দাঁড়াবেন। তিনি আরও বলেন, ইতিমধ্যেই মন্ত্রী ত্যাগরাজন এই বক্তব্য স্পষ্ট করে বলেছেন। তারপরেও কেন বারবার এই প্রশ্ন করা হয়, তা নিয়ে স্পষ্টই বিরক্তি প্রকাশ করেছেন তারকা। শুধু সংস্কৃতির ক্ষেত্রেই নয়, সিনেমার ক্ষেত্রেও ওটিটি যুগ আসার পর আর হিন্দি-দক্ষিণ বিভেদের জায়গা থাকছে না, এমনটাই সাফ জানালেন বিজয় সেতুপতি।