পলাতক শেখ শাহজাহানের বিরুদ্ধে লুকআউট নোটিস। আড়ালে থেকেই নিজেকে নির্দোষ দাবি তৃণমূল নেতার। ১৪ দিনের হেফাজতে রেশন দুর্নীতিতে ধৃত শংকর আঢ্য। দুর্নীতির অঙ্ক ১০ হাজার কোটি, আদালতে দাবি ইডির। ইডির অপব্যবহার করছে কেন্দ্র, তৃণমূলের সুরেই দুষলেন খাড়গে। চাঁদের পর সূর্য, ফের সাফল্যের পালক ইসরোর মুকুটে। ‘রাষ্ট্রের পুত্র’ ঘোষণা করা হল না নেতাজিকে। হেড কোচ ফের্নান্দো দিনিজকে ছেঁটে ফেলল ব্রাজিল।
হেডলাইন:
আরও শুনুন: 5 জানুয়ারি 2024: বিশেষ বিশেষ খবর- সন্দেশখালির ঘটনায় সরব বিচারপতি গঙ্গোপাধ্যায়, পালটা কুণালের
আরও শুনুন: 4 জানুয়ারি 2024: বিশেষ বিশেষ খবর- ডিভিশন বেঞ্চের দ্বারস্থ ‘কালীঘাটের কাকু’, মিলল না স্বস্তি
বিস্তারিত খবর:
1. বাংলাদেশে পালিয়ে গিয়েছেন সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান, সন্দেহ ইডির। নেতার খোঁজে এবার জারি করা হল লুকআউট নোটিস। দেশের প্রতিটি বিমানবন্দরকে সতর্ক করার পাশাপাশি উত্তর ২৪ পরগনার সীমান্ত এলাকাগুলিতে তীক্ষ্ম নজর রেখেছেন তদন্তকারীরা। আইবি এবং বিএসএফকে সতর্ক থাকার নির্দেশও দেওয়া হয়েছে। এর মাঝেই নিজেকে নিজেই ক্লিনচিট দিয়ে অডিও বার্তা পাঠালেন নেতা। আড়ালে থেকেই তাঁর হুংকার, “আমি কোনও অন্যায়ের সঙ্গে যুক্ত নই। যদি কেউ প্রমাণ করতে পারে দুর্নীতির সঙ্গে যুক্ত তবে মাথা কেটে ফেলব।”
সন্দেশখালির সরবেড়িয়ায় শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ইডি আধিকারিকেরা। এই ঘটনায় ন্যাজাট থানায় শাহজাহান ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ইডি। কিন্তু বিনা নোটিসে কেন ইডি শাহজাহানের বাড়িতে ঢুকে তল্লাশি চালিয়েছে, সেই প্রশ্ন তুলে পালটা ইডির বিরুদ্ধে এফআইআর দায়ের পুলিশের। বসিরহাট পুলিশের তরফে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। রাজ্যের কাউকে না জানিয়ে তল্লাশি করতে গেলে সুরক্ষা মিলবে কীভাবে? এই ইস্যুতে প্রশ্ন তুললেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও।
2. রেশন দুর্নীতি ইস্যুতে তোলপাড় রাজ্য রাজনীতি। ১৬ ঘণ্টা ধরে ম্যারাথন তল্লাশির পর জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্যকে গ্রেপ্তার করেছে ইডি। যদিও তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পথে কার্যত সন্দেশখালির মতোই আক্রমণের মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় সংস্থাকে। শনিবার ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে জামিনের আবেদন খারিজ করলেন বিচারপতি। দেওয়া হয়েছে ১৪ দিনের ইডি হেফাজতের নির্দেশ।
রেশন দুর্নীতির তদন্তে রাজ্যজুড়ে তল্লাশি অভিযান চালিয়ে একের পর এক বিস্ফোরক তথ্য এসেছে ইডির হাতে। আদালতে ইডির দাবি, রেশনে মোট ১০ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। শংকর আঢ্যর সংস্থার মাধ্যমে ২ হাজার কোটি টাকা দুবাই এবং বাংলাদেশে পাচার করা হয়েছে বলেও দাবি ইডির। যদিও বিদেশি মুদ্রা বিনিময় অপরাধ নয় বলেই পালটা সওয়াল ধৃতের আইনজীবীর। রেশন দুর্নীতিতে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের চিঠিতে শঙ্কর আঢ্যর নামের উল্লেখ থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ইডি। যদিও শনিবার সিজিও কমপ্লেক্সে তাঁর সঙ্গে দেখা করতে এসে রাজনৈতিক চক্রান্তের দাবিতে সুর চড়িয়েছে পরিবার।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।