রাম জন্মভূমি-বাবরি মসজিদ ইস্যুতে মামলাকারী ছিলেন অযোধ্যার হাসিম আনসারি৷ তাঁর মৃত্যুর পর সেই মামলা চালিয়েছিলেন ছেলে ইকবাল। রাম মন্দিরের উদ্বোধনি অনুষ্ঠানে ডাক পেলেন সেই ইকবালও। রাম মন্দিরের নিমন্ত্রণ নিয়ে কী প্রতিক্রিয়া তাঁর? আসুন শুনে নিই।
রাম মন্দির উদ্বোধনি অনুষ্ঠানের নিমন্ত্রিত দেশ বিদেশের একাধিক গণ্যমান্য অতিথি। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রীও। একইসঙ্গে ডাক পাচ্ছেন বাবরি মসজিদের মামলাকারীরাও। সম্প্রতি রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলায় অন্যতম মামলাকারী ইকবাল আনসারির বাড়ি গিয়ে নিমন্ত্রণ পত্র পৌঁছে দিয়েছে রাম মন্দির কমিটির সদস্যরা।
আরও শুনুন: তিন তালাকে বিপর্যস্ত জীবন, সেই মুসলিম মহিলারাই বানাচ্ছেন রামলালার পোশাক
রামের নামে মুছবে ভেদাভেদ। ট্রাস্টের তরফে আগেই জানানো হয়েছিল, উদ্বোধনের অনুষ্ঠানের উপস্থিত থাকবেন মুসলিমরাও। ইতিমধ্যেই দুবাই, আরব সহ বেশ কিছু মুসলিম দেশের প্রতিনিধিরা রাম মন্দিরে আসার আমন্ত্রণ পেয়ছেন। একইসঙ্গে তালিকায় রয়েছেন বাবরি মসজিদের মামলাকারীরাও। বিতর্কিত জমিতে রাম মন্দির তৈরি নিয়ে মামলা চলেছিল দীর্ঘদিন। সেখানে মুসলিম পক্ষের হয়ে সওয়াল করেছিলেন একাধিক। তাঁদের মধ্যেই ছিলেন অযোধ্যার হাসিম আনসারি। তবে মামলা চলাকালীন ২০১৬ সালে মৃত্যু হয় তাঁর। এরপর সেই মামলা লড়েন ছেলে ইকবাল আনসারি। বাবার মতো তিনিও সেইসময় বাবরি পক্ষে ছিলেন। তবে ২০২৯ সালে সুপ্রিম কোর্টের রায় যাবতীয় বিতর্কে দাঁড়ি টানে। বিতর্কিত জমিতে রামমন্দির নির্মাণের ঐতহাসিক রায় দেন বিচারপতি। অন্যদিকে মসজিদ নির্মাণের জন্য ভিন্ন জায়গায় পাঁচ একর জমি দেওয়া হয় মামলাকারী মুসলিম পক্ষকে। তার পরের বছরই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী মোদি। ২০২৪-এ সেই ভিতের উপর তৈরি রাম মন্দির উদ্বোধনেরই প্রহর গুনছে অযোধ্যাবাসী।
আরও শুনুন: সরযূর তীরে বসবে পঞ্চ ধাতুর উচ্চতম রাম মূর্তি, প্রস্তাবে সায় যোগী আদিত্যনাথের
বলাই বাহুল্য, এই কবছরে বদলে গিয়েছে অনেক কিছুই। এমনকি বাবরি মসজিদের পক্ষে সওয়াল করা ইকবালও এখন মোদির সমর্থনে রাস্তায় দাঁড়ান। কিছুদিন আগে অয্যোধ্যায় প্রধানমন্ত্রীর রোড শো-এ ফুল ছুড়তে দেখা গিয়েছিল তাঁকে। অযোধ্যার অন্যান্য বাসিন্দাদের মতো তিনিও স্বাগত জানান প্রধানমন্ত্রীকে। আর এই সবটা তিনি করেন নিজের ইচ্ছাতেই। তাঁর দাবি, প্রধানমন্ত্রী অযোধ্যার অতিথি, সেই কারণেই তাঁকে স্বাগত জানিয়েছেন। সব মিলিয়ে তিনি যে প্রধানমন্ত্রীর অযোধ্যা সফরে বেশ খুশি তা স্পষ্ট বোঝা গিয়েছিল। এবার সেই ইকবালকে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানেও আমন্ত্রণ জানালো রাম মন্দির কর্তৃপক্ষ। একেবারে বাড়ি গিয়ে তাঁর হাতে আমন্ত্রণ পত্র তুলে দেওয়া হয়েছে। তবে এই প্রথম নয়। এর আগে, রাম মন্দিরের ভূমি পুজোতেও উপস্থিত ছিলেন ইকবাল। এবার মন্দির উদ্বোধনেও ডাক পেলেন ইকবাল আনসারি।