বিচারপতি সিনহার রায়কে চ্যালেঞ্জ। ডিভিশন বেঞ্চের দ্বারস্থ ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্র। তবে এখনই মিলল না স্বস্তি, অপেক্ষা নির্দেশনামার। দুর্নীতিতে যুক্ত প্রভাবশালী অভিযুক্তদের নিয়ে প্রশ্ন। মনোরঞ্জন-রুনা দ্বন্দ্বে উত্তপ্ত বলাগড়। বিধায়ক মনোরঞ্জন ব্যাপারির কার্যালয়ে তাণ্ডব চালানোর অভিযোগ। ৯ রাজ্যে শরিকদের সঙ্গে জোটের ভাবনা কংগ্রেসের। দেড় দিনেই শেষ কেপটাউন টেস্ট। প্রোটিয়াদের হারিয়ে সমতা ফেরাল টিম ইন্ডিয়া।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. বিচারপতি অমৃতা সিনহার রায়কে চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন কালীঘাটের কাকু তথা সুজয়কৃষ্ণ ভদ্র। গতকাল অর্থাৎ বুধবার প্রায় সাড়ে চার মাস পর এসএসকেএম হাসপাতাল থেকে বেরোন তিনি। পরে তাঁর কণ্ঠস্বর পরীক্ষা করা হয়। সেখান থেকে ফিরে আসেন এসএসকেএম-এ। তার পরই কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন তিনি। এদিন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে তাঁর আইনজীবী জানান, বুধবার যে মামলার পরিপ্রেক্ষিতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা, সেই মামলায় পার্টিই নন তাঁর মক্কেল। এছাড়া এখনও পর্যন্ত সিনহার নির্দেশনামা হাতে পাননি সুজয়কৃষ্ণ ভদ্ররা। নির্দেশনামা হাতে না পেলে কীভাবে তা চ্যালেঞ্জ করা হবে, প্রশ্ন আইনজীবীর। তবে এখনই এই মামলা সম্পর্কে কোনও নির্দেশই দেননি বিচারপতি। পরিবর্তে ‘কালীঘাটের কাকু’র আইনজীবীকে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে গিয়েই নির্দেশনামার কপির জন্য আবেদন জানানোর পরামর্শ দেন বিচারপতি।
2. দুর্নীতিতে অভিযুক্ত প্রভাবশালীদের চিকিৎসা এবার প্রশ্নের মুখে পড়ল কলকাতা হাই কোর্টের। সম্প্রতি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলায় হাই কোর্টে এসএসকেএমের ভূমিকায় প্রশ্ন তোলে ইডি। পরে এই এসএসকেএম হাসপাতাল নিয়ে জোড়া জনস্বার্থ মামলাও দায়ের হয়। মামলাকারীর দাবি, বিভিন্ন দুর্নীতিতে যুক্ত থাকা ব্যক্তিদের আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে এসএসকেএম হাসপাতাল। ওই মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালের কাছ থেকে রিপোর্ট তলব করে। কোন কোন প্রভাবশালী বা হাইপ্রোফাইল অভিযুক্ত ভর্তি আছেন? তাঁদের কতদিন এবং কী ধরনের চিকিৎসা লাগবে? এই অভিযুক্তদের কতদিন হাসপাতালে থাকতে হবে? হলফনামা আকারে সমস্ত প্রশ্নের জবাব দেওয়ারই নির্দেশ দেওয়া হল এসএসকেএম হাসপাতালকে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।