রামমন্দির খোলার আগে অযোধ্যায় উদ্বোধন বিমানবন্দর ও রেলস্টেশনের। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ঘোষণা করবেন ১৫ হাজার কোটি টাকার প্রকল্পও। রুটিন চেকআপের জন্য এসএসকেএমে হাজির মুখ্যমন্ত্রী। শারীরিক পরীক্ষা করে সিদ্ধান্ত ডান কাঁধে অস্ত্রোপচারের। পেগাসাস দিয়ে সাংবাদিকদের ফোনে আড়ি পাতার অভিযোগ। কেন্দ্রের বিরুদ্ধে রিপোর্ট পেশ অ্যামনেস্টির। সেঞ্চুরিয়নে হারের খেসারত। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে একধাক্কায় অনেক নিচে রোহিতরা। এগিয়ে বাংলাদেশ, পাকিস্তানও। শীর্ষে দক্ষিণ আফ্রিকা।
হেডলাইন:
আরও শুনুন: 28 ডিসেম্বর 2023: বিশেষ বিশেষ খবর- দেশে ‘ইন্ডিয়া’, বাংলায় লড়বে তৃণমূলই, আসন জটের মাঝেই জানালেন মমতা
বিস্তারিত খবর:
1. রামমন্দিরের দ্বারোদঘাটনের আগেই অযোধ্যায় বিমানবন্দর ও রেলস্টেশনের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি ১৫ কিলোমিটার পথে রোড শো করবেন তিনি। অন্যদিকে, শনিবারই অযোধ্যার উন্নয়নের জন্য বিরাট অঙ্কের প্রকল্প ঘোষণা করার পথে প্রধানমন্ত্রী।
রামমন্দির উদ্বোধনের আগে নতুন করে গড়ে তোলা হয়েছে আন্তর্জাতিক মানের বিমানবন্দর। শ্রীরামের নামে থাকা বিমানবন্দরের নাম এবার বদলে যাচ্ছে রামায়ণের স্রষ্টা মহর্ষি বাল্মীকির নামেই। তার নতুন নাম হবে ‘মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অযোধ্যাধাম’। শনিবার নতুন রেল স্টেশনের পাশাপাশি বিমানবন্দরটিও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, অযোধ্যায় বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার স্বপ্ন রয়েছে মোদির। তাই এই শহরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সমস্ত সুযোগ সুবিধার উন্নয়ন করা দরকার। ইতিমধ্যেই ঢেলে সাজানো হচ্ছে গোটা অযোধ্যা নগরী। পুরনো মন্দিরগুলো সংস্কারের পাশাপাশি তৈরি হচ্ছে নতুন সড়কপথ। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে শনিবারই অযোধ্যার উন্নয়নের জন্য ১৫৭০০ কোটি টাকার প্রকল্প ঘোষণা করতে চলেছেন প্রধানমন্ত্রী মোদি।
2. ডান কাঁধে ছোট অস্ত্রোপচার হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। উডবার্ন ব্লকের ওটিতে অপারেশনের পর সুস্থই রয়েছেন নেত্রী। হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়ার কথাও জানিয়েছেন এসএসকেমের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার স্বাস্থ্যপরীক্ষা করাতে আচমকাই এসএসকেএম হাসপাতালে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন, রুটিন চেকআপ করাতেই হাসপাতালে এসেছেন তিনি। মুখ্যমন্ত্রীর যাওয়ার পর হাসপাতালে পৌঁছান স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম, হাসপাতালের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক বিশিষ্ট চিকিৎসক। সার্জারি, অ্যানাস্থেসিস্ট-সহ একাধিক বিশেষজ্ঞদের নিয়ে তৈরি করা হয় বিশেষ দলও। হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, কয়েক দিন ধরেই মুখ্যমন্ত্রীর ডান কাঁধে একটি ছোট টিউমারের হদিশ মিলেছে। অবশেষে এসএসকেএমের চিকিৎসকদের অনুরোধে তিনি হাসপাতালে আসতে রাজি হন। এদিন কিছু পরীক্ষানিরীক্ষার পর রিপোর্ট দেখে অস্ত্রোপচারের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে, এমনটাই জানানো হয়। জানা গিয়েছে, শারীরিক পরীক্ষার সময় চিকিৎসকেরা তাঁর ডান কাঁধে পুরনো চোটের জায়গায় অস্ত্রোপচারের প্রয়োজন বোধ করেন। এদিনই এসএসকেএম-এর উডবার্ন ব্লকে অস্ত্রোপচার সম্পন্ন হল মুখ্যমন্ত্রীর।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।