বছর আসে, বছর যায়। থেকে যায় কিছু কথা। কিছু শব্দ। বছর শেষের সালতামামিতে দেখা যায়, তেমনই কোনও কোনও নয়া শব্দ ঠাঁই করে নেয় অভিধানে। চলতি বছরে এমন কী কী নতুন শব্দ যোগ হল, জানেন?
একটা গোটা বছর জুড়ে যেমন নিত্যনতুন অভিজ্ঞতা যোগ হয় ভাঁড়ারে, তেমনই যোগ হয় কথাও। কোনও কথা হারিয়ে যায়, কোনও কথা আবার মাথা তুলে ওঠে। আর সেইসব মিলিয়েই বছরশেষে কোনও কোনও নতুন শব্দ যোগ হয় অভিধানে। আরও একটু দামি হয় শব্দভাণ্ডার। ২০২৩ সালেও একইভাবে বয়ে গিয়েছে সেই ধারাটি।
আরও শুনুন: যে শহরে শিশু নেই, সেখানে বড়দিন আসে না
আসলে যে কোনও ভাষাই নদীর মতো। কখনও নয়া শব্দ জুড়ে যাওয়া, আবার কখনও কোনও শব্দের ব্যবহার কমে আসা, এমন ঘটনা ভাষার দুনিয়াতে চলতেই থাকে। পৃথিবীর সঙ্গে সঙ্গে, সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় ভাষাও। তাই বছরের ক্যালেন্ডার বদলে যাওয়ার ঠিক আগেই ভাষার বদলগুলি চিহ্নিত করতে চায় অক্সফোর্ড, মেরিয়াম-ওয়েবস্টার, কলিন্স-এর মতো বিখ্যাত ডিকশনারিগুলি। সেই প্রবণতা ধরেই দেখা গেল, চলতি বছরে অভিধানে যোগ হয়েছে এআই কিংবা মেটাভার্সের মতো শব্দ। সত্যি বলতে, হালফিলে ভারচুয়াল দুনিয়ায় এই দুই শব্দ যে বহুলপ্রচলিত, তা তো অজানা নয়। এআই-এর মতোই ভারচুয়াল জগৎ কাঁপাচ্ছে ক্রিপ্টো। এবার ক্রিপ্টোব্রো শব্দটি জায়গা করে নিল অক্সফোর্ড ডিকশনারিতে। এই শব্দ বোঝায় এমন কোনও ব্যক্তিকে, যে ক্রিপ্টোকারেন্সিতে বিপুল বিনিয়োগ করে থাকে। এসবের সঙ্গে যোগ হয়েছে ক্লাইমেট অ্যাংজাইটি শব্দটি। কেবল পরিবেশের অবনমন নয়, আমরা যে আজকাল বিপুল পরিমাণ খারাপ খবরের মধ্যে থাকি, সেই বিষয়টি বুঝিয়েছে ‘ডুমস্ক্রল’ শব্দটি। আর রয়েছে রিজ (Rizz) বা রোম্যান্টিক ভাবে আকর্ষণ করা, শিশ (Sheesh) অর্থাৎ অবিশ্বাস্য কিছু প্রকাশ করার অভিব্যক্তি, ঝুঝ (Zhuzh) অর্থাৎ ফিনিশিং টাচ, এমন শব্দগুলিও।
আরও শুনুন: পা রাখলেই একলাফে দু-বছর বাড়ে বয়স, কোথায় রয়েছে এমন আশ্চর্য জায়গা?
প্রতিবছরই অক্সফোর্ড একটি করে শব্দ বেছে নেয় বর্ষসেরা শব্দ হিসাবে। সেই সেরার শিরোপা পাওয়ার জন্য প্রতিযোগিতাও চলে। এবার আরও আটটি শব্দকে পিছনে ফেলে সেরার মুকুট উঠেছে রিজ-এর মাথায়।