মহিলা কর্মীর পিরিয়ডস হলে সে কথা বস জানবেন কেন? ঋতুকালীন ছুটি প্রসঙ্গে ফের আপত্তি জানিয়ে প্রশ্ন স্মৃতি ইরানির। ঠিক কী বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী? শুনে নেওয়া যাক।
পিরিয়ডস কোনও প্রতিবন্ধকতা নয়, এই যুক্তিতে আগেই মহিলাদের ঋতুকালীন ছুটির দাবি নাকচ করে ছিলেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি। তাঁর সেই বক্তব্যের প্রেক্ষিতে উসকে উঠেছিল বিতর্ক। এবার সেই ইস্যুতে সাফাই দিতে গিয়ে স্মৃতি উলটে প্রশ্ন তুললেন, ‘কোনও মহিলা কর্মীর পিরিয়ডসের কথা তাঁর বস জানবেন কেন?’ তাঁর এই মন্তব্যে ফের শোরগোল শুরু হয়েছে নতুন করে।
আরও শুনুন: পিরিয়ডস আসলে ঈশ্বরের বার্তা, প্রথম বিজ্ঞাপনেই ট্যাবু ভাঙার ‘স্মৃতি’ বিজেপি নেত্রীর
কর্মরত মহিলারা পিরিয়ডসের সময় আলাদা করে ছুটি নিতে পারবেন কি না, এ নিয়ে দীর্ঘদিন ধরেই আলাপ আলোচনা চলছে। পিরিয়ডস নিয়ে ট্যাবু অনেকখানি কাটলেও, এই সময়ে মহিলাদের ঠিক কী সুযোগ সুবিধা প্রয়োজন, সে নিয়ে এখনও কোনও স্পষ্ট দিশা নেই। অসংগঠিত ক্ষেত্রে কর্মরত মহিলাদের কথা যদি ছেড়েও দিই, প্রথাগত ভাবে কর্মরত মহিলাদের ক্ষেত্রেও ঋতুকালীন ছুটি নিয়ে এখনও ঐক্যমত্যে পৌঁছতে পারেনি কোনও সরকারই। ইদানীং কালে একাধিকবারই কেন্দ্রের কাছে ঋতুকালীন ছুটির প্রস্তাবটি উঠেছিল। সম্প্রতি ফের পিরিয়ডসের সমস্যাকে গুরুতর স্বাস্থ্যসমস্যা হিসাবে বিবেচনা করে ঋতুকালীন ছুটির অধিকার দাবি করে একটি রিপোর্ট পেশ করা হয়েছিল সংসদে। তার প্রেক্ষিতেই স্মৃতি ইরানি বলেন, পিরিয়ডস কোনও প্রতিবন্ধক নয় যে তার জন্য বিশেষ ছুটি মঞ্জুর করতে হবে। তাঁর আরও বক্তব্য ছিল, এমন কিছু করা উচিত নয় যাতে কর্মক্ষেত্রে মহিলাদের বৈষম্য এবং হেনস্তার মুখে পড়তে হয়। এই সূত্রেই এবার নয়া সমস্যা নিয়ে সওয়াল করলেন স্মৃতি। তিনি বলেছেন, যদি এই ছুটির নিয়ম পাশও হয়, সেক্ষেত্রে তার প্রয়োগের ক্ষেত্রে নানা সমস্যা দেখা দেবে। কেউ ঋতুকালীন ছুটি চাইছেন মানে তাঁকে কর্মক্ষেত্রে পিরিয়ডস হয়েছে বলে ঘোষণা করতে হবে। কেন্দ্রীয় মন্ত্রী বুঝিয়ে দিয়েছেন, একজন মহিলার ঋতুচক্র কবে, তা তাঁর কর্মক্ষেত্রের একাধিক পুরুষ জানবেন, এ বিষয়টিকে তিনি আদৌ পছন্দ করছেন না।
আরও শুনুন: জল পর্যন্ত নেই, মুঠো মুঠো ওষুধ খেয়ে পিরিয়ডস পিছোতে মরিয়া গাজার মহিলারা
মেনস্ট্রুয়াল লিভ কিংবা মেনস্ট্রুয়াল হাইজিনের আওতায় এলজিবিটিকিউ গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হবে কি না, এই ইস্যুতে সে প্রশ্নেরও মুখোমুখি হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। তার উত্তরে স্মৃতির সাফ জবাব, কোনও সমকামী পুরুষের কি পিরিয়ডস হওয়া সম্ভব? তাহলে এই প্রশ্ন উঠছে কেন? অর্থাৎ এই গোষ্ঠীর মধ্যে রূপান্তরকামী নারী পুরুষেরাও যে রয়েছেন এবং তাঁদের মধ্যে অনেকেরই এ জাতীয় সমস্যা থাকতে পারে, সেই দিকটি কার্যত উপেক্ষাই করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। সব মিলিয়ে, ঋতুকালীন ছুটি নিয়ে বিতর্ক আরও উসকে দিয়েছে স্মৃতি ইরানির সাম্প্রতিক বক্তব্য।