আরও ৪ শতাংশ ডিএ বাড়ল রাজ্য সরকারি কর্মীদের। নতুন বছর থেকেই মিলবে বর্ধিত হারে ভাতা। পুলওয়ামার ধাঁচে ফের বড় হামলা জম্মু ও কাশ্মীরে। সাংসদদের সাসপেনশনের প্রতিবাদে মিছিল ‘ইন্ডিয়া’ জোটের। অব্যাহত লোকসভা থেকে বহিষ্কারের ধারা। সাসপেন্ড আরও ৩ কংগ্রেস সাংসদ। উৎসবের মরশুমেই শহরে আসতে পারেন অমিত শাহ। সংসদে হানা কাণ্ডে নয়া মোড়। কুস্তি ফেডারেশনের শীর্ষে ব্রিজভূষণ-ঘনিষ্ঠ সঞ্জয়।
হেডলাইন:
আরও শুনুন: 20 ডিসেম্বর 2023: বিশেষ বিশেষ খবর- বাংলার বকেয়া মেটানোর দাবিতে বৈঠকে মোদি-মমতা
আরও শুনুন: 19 ডিসেম্বর 2023: বিশেষ বিশেষ খবর- ‘ইন্ডিয়া’ জোটের নেতা হিসেবে খাড়গের নাম প্রস্তাব মমতার
বিস্তারিত খবর:
1. ডিএ নিয়ে রাজ্য ও রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘ দ্বৈরথের মধ্যেই এবার বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কের অনুষ্ঠান থেকে তিনি জানালেন, রাজ্য সরকারি কর্মীদের জন্য ৪ শতাংশ ডিএ বাড়ানো হয়েছে। ১ জানুয়ারি থেকে চালু হবে বর্ধিত হারে ডিএ। ক্রিসমাসের অনুষ্ঠানেই নববর্ষের উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
কেন্দ্রীয় হারে মহার্ঘভাতা দেওয়ার দাবিতে অনেকদিন ধরেই আন্দোলনে শামিল রাজ্য সরকারি কর্মীরা। সুপ্রিম কোর্টের দোরগোড়াতেও মামলা গড়িয়েছে। কিন্তু সুরাহা হয়নি। এসবের মাঝেই ডিএ বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সরকারি কর্মীদের বর্ধিত হারে ডিএ দিতে গেলে সরকারের ২৪০০ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে। আর এতে ১৪ লক্ষ কর্মচারী উপকৃত হবেন। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৪৬ শতাংশ ডিএ পান। আর মুখ্যমন্ত্রীর ঘোষণার পর রাজ্য সরকারি কর্মচারীদের হাতে আসবে ১০ শতাংশ মহার্ঘভাতা। এই খবরে সরকারি কর্মীদের একাংশ খুশি হলেও সন্তুষ্ট নন একটা বড় অংশ। পূর্ণহারে ডিএ দেওয়ার দাবিতে আন্দোলন চলবেই বলে জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ।
2. ফের পুলওয়ামার ধাঁচে হামলা জম্মু ও কাশ্মীরে। জঙ্গি নিশানায় নিরাপত্তা বাহিনীর গাড়ি। পুঞ্চে সেনার ট্রাক লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাল জঙ্গিরা। শহিদ ৩ জওয়ান।
জানা গিয়েছে, পুঞ্চের থানামান্দি এলাকার শাবনীতে কয়েক জন জঙ্গি ট্রাকটি লক্ষ্য করে গুলি চালায়। পাকিস্তান থেকে এলওসি পার হয়ে অনুপ্রবেশকারী জঙ্গিরা এই হামলা চালাতে পারে, এমন আশঙ্কার কথা জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ। ঘটনার পরে ওই এলাকায় সেনা, পুলিশ এবং রাষ্ট্রীয় রাইফেলসের বাহিনী পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এই গুলি চালনার আগের দিনই বুধবার ভোররাতে পুঞ্চেরই সুরানকোটে রাজ্য সশস্ত্র পুলিশ বাহিনীর শিবিরে বিস্ফোরণ ঘটিয়েছিল জঙ্গিরা। সেই দলটিই ফের হামলা করে থাকতে পারে বলে অনুমান পুলিশের। এর আগে ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হানার ঘটনা ঘটেছিল। সিআরপিএফের কনভয়ে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। ওই নাশকতায় ৪০ জন জওয়ানের মৃত্যু হয়। ভয়ঙ্কর সেই বিস্ফোরণের ধাঁচেই এ বারও নিশানা করা হল সেনার ট্রাককে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।