বাংলার বকেয়া আদায়ে মোদির সঙ্গে বৈঠকে মমতা। সঙ্গী অভিষেক-সহ ১১ তৃণমূল সাংসদ। ২০ মিনিটের আলোচনায় সমস্যা মেটানোর আশ্বাস প্রধানমন্ত্রীর। দিল্লিতে মোদি-মমতা বৈঠকের মাঝেই নবান্নে হাজির শুভেন্দু। দেখা করলেন মুখ্যসচিবের সঙ্গে। কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয়ছয় হয়েছে, দাবি বিরোধী দলনেতার। ফের লোকসভা থেকে বহিষ্কৃত দুই সাংসদ। কার্যত বিরোধীশূন্য লোকসভায় পাশ ন্যায় সংহিতা-সহ আরও দুই বিল। বড়দিন উপলক্ষে পিছোল শেষ মেট্রোর সময়। টেটের দিনও মিলবে বাড়তি পরিষেবা।
হেডলাইন:
আরও শুনুন: 19 ডিসেম্বর 2023: বিশেষ বিশেষ খবর- ‘ইন্ডিয়া’ জোটের নেতা হিসেবে খাড়গের নাম প্রস্তাব মমতার
আরও শুনুন: 18 ডিসেম্বর 2023: বিশেষ বিশেষ খবর- লোকসভা থেকে বহিষ্কৃত ৩৩ বিরোধী সাংসদ, তীব্র ক্ষোভ মমতার
বিস্তারিত খবর:
1. বাংলার বকেয়া ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার দিল্লির নয়া সংসদ ভবনে বৈঠকে হাজির ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও আরও ১০ তৃণমূল সাংসদ। মুখ্যমন্ত্রীর পায়ের চোট কেমন তা জানতে চেয়ে সৌজন্য দেখানোর পাশাপাশি রাজ্যের পাওনা নিয়ে দাবিদাওয়াও এদিন শুনলেন প্রধানমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, কেন্দ্রীয় সরকার আবাস যোজনা, একশো দিনের কাজ, গ্রামীণ সড়ক ও স্বাস্থ্য যোজনা-সহ একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে। কেন্দ্রের থেকে ১ লক্ষ ১৬ হাজার কোটি টাকা পায় রাজ্য। ২০ মিনিটের বৈঠক শেষে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী সমস্ত বিষয় মন দিয়ে শুনেছেন। সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন। তিনি জানান, এ নিয়ে কেন্দ্র ও রাজ্যের আধিকারিকদের মধ্যে যৌথ বৈঠক হবে। অর্থাৎ প্রধানমন্ত্রী সমাধানসূত্র বের করার পথেই হেঁটেছেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোটের বৈঠকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করার পরের দিনই প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি। যাকে রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
2. দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের সময়েই আচমকা নবান্নে হাজির রাজ্যের বিরোধী দলেনতা শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন চন্দনা বাউড়ি-সহ কয়েকজন বিজেপি বিধায়কও। মুখ্যসচিবের সঙ্গে সাক্ষাৎ করার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন বিরোধী দলনেতা। তাঁরা সাফ বক্তব্য, “কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী দিল্লি গিয়েছেন। আদতে কেন্দ্রের দেওয়া অর্থ তছনছ করেছে বাংলা। সেই নথি নিয়ে আজ নবান্নে এসেছি। মুখ্যসচিবকে দিয়ে গেলাম।” আগে থেকে সাক্ষাতের অনুমতি চাইলে তা মেলে না, এই অভিযোগ তুলেই আচমকা নবান্নে আসার পক্ষে সাফাই দিয়েছেন বিরোধী দলনেতা। রাজ্যের বকেয়া নিয়ে মোদি-মমতা বৈঠকের মাঝে শুভেন্দুর নবান্নে আসাকে তাৎপর্য দিয়েই দেখছে রাজনৈতিক মহল।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।