বিরোধীদের প্রধানমন্ত্রী মুখ হিসেবে খাড়গের নাম প্রস্তাব মমতার। সমর্থন করলেন কেজরি। বৈঠকের আগেই আসন সমঝোতা নিয়ে সুর নরম কংগ্রেসের। সংসদীয় গণতন্ত্রে বেনজির পদক্ষেপ। নিরাপত্তা ইস্যুতে হট্টগোলের জেরে সাসপেন্ড ৯২ জন সাংসদ। গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভে শামিল ইন্ডিয়া জোট। ব্রিগেডে গীতাপাঠের দিনই হবে প্রাথমিকের টেট। খারিজ দিলীপ ঘোষের আর্জি, প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ হাই কোর্টের। বিশ্বকাপের পরেই শুরু আইপিএল-এর তোড়জোড়। রেকর্ড দামে স্টার্ককে কিনল কলকাতা, হায়দরাবাদে গেলেন কামিন্স।
হেডলাইন:
আরও শুনুন: 18 ডিসেম্বর 2023: বিশেষ বিশেষ খবর- লোকসভা থেকে বহিষ্কৃত ৩৩ বিরোধী সাংসদ, তীব্র ক্ষোভ মমতার
আরও শুনুন: 17 ডিসেম্বর 2023: বিশেষ বিশেষ খবর- সংসদ গ্যাস হামলায় যোগ নেই বাংলার, সাফ জানালেন মুখ্যমন্ত্রী
বিস্তারিত খবর:
1. সংসদের শীতকালীন অধিবেশনে বিরোধী সাংসদদের গণ সাসপেনশনের আবহেই দিল্লিতে বসল বিজেপি-বিরোধী জোট ‘ইন্ডিয়া’র চতুর্থ বৈঠক। আর সেখানেই বড় প্রস্তাব তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। জোটের নেতা তথা বিরোধীদের তরফে প্রধানমন্ত্রী পদের মুখ হিসেবে মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করলেন মমতা। তাঁকে সমর্থন করলেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।
এদিন বৈঠকে যোগ দিয়েছিলেন কংগ্রেস নেতা সনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে। ছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সপা প্রধান অখিলেশ যাদব, আরজেডি প্রধান লালুপ্রসাদ এবং বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, এনসিপি প্রধান শরদ পওয়ার, ডিএমকে প্রধান তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, জেএমএম নেতা তথা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। এ ছাড়া বৈঠকে হাজির ছিলেন আরও তিন রাজ্যের মুখ্যমন্ত্রী। আপ-এর প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, আপ নেতা তথা পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বৈঠক শুরুর আগেই এদিন লোকসভা ভোটে আসন সমঝোতার লক্ষ্যে পাঁচ সদস্যের একটি কমিটি গড়ার কথা ঘোষণা করেছে কংগ্রেস। সাম্প্রতিক বিধানসভা ভোটে তিন রাজ্যে বিজেপির কাছে হারের পর আসন ভাগাভাগি নিয়ে কংগ্রেস খানিক ব্যাকফুটে। যা নিয়ে এদিন বৈঠকের শুরুতেই কংগ্রেসকে বিঁধেছেন অখিলেশ। এই পরিস্থিতিতে কংগ্রেসের তরফে কমিটি গড়ার ঘোষণাকে সুর নরম করা বলেই মনে করছে রাজনৈতিক মহল। যদিও বিরোধীদের প্রধানমন্ত্রী মুখ হওয়ার প্রস্তাবকে সবিনয়ে প্রত্যাখ্যান করেছেন খাড়গে। এই নিয়ে শেষ পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্তেও পৌঁছয়নি বিরোধী শিবির। তবে এদিন খাড়গের নাম প্রস্তাব করে রাহুলের প্রতি ভরসা না থাকার কথাই মমতা বুঝিয়ে দিলেন, এমনটাই মত ওয়াকিবহাল মহলের।
2. সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে বেনজির পদক্ষেপ। গণ সাসপেনশনের ধারা অব্যাহত রেখে মঙ্গলবারও লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে সাসপেন্ড আরও ৯২ জন সাংসদ। সব মিলিয়ে চলতি অধিবেশনে সাসপেন্ড হলেন মোট ১৪১ জন সাংসদ। গোটা শীতকালীন অধিবেশনেই আর থাকতে পারবেন না সাসপেন্ড হওয়া জনপ্রতিনিধিরা।
সংসদের মধ্যে স্মোক বম্ব নিয়ে দুই ব্যক্তির হানা দেওয়ার ঘটনা নিয়ে উত্তাল গোটা দেশ। এই ঘটনায় বিশেষ আলোচনা চেয়ে একাধিকবার সুর চড়িয়েছে বিরোধীরা। সেই ইস্যুতে সংসদে হট্টগোলের জেরেই বহিষ্কৃত একের পর এক সাংসদ। মঙ্গলবার সাসপেন্ড হয়েছেন শশী থারুর, ফারুক আবদুল্লা, ডিম্পল যাদব-সহ একঝাঁক সাংসদ। তার পরেই ক্ষোভ উগরে দিয়ে কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি বলেন, “বিরোধীশূন্য লোকসভা তৈরি করতে চাইছে ওরা। রাজ্যসভাতেও তাই করবে। সংসদীয় গণতন্ত্রের মৃত্যুসংবাদ লিখে ফেলতে হবে মনে হচ্ছে।” দেশকে পুলিশি রাষ্ট্রের পথে এগিয়ে দেওয়া হচ্ছে বলেই মত বিরোধীদের। সাসপেনশনের প্রতিবাদে এদিন গান্ধী মূর্তির পাদদেশে একজোট হয়ে বিক্ষোভ দেখালেন ইন্ডিয়া জোটের সাংসদরা। সব মিলিয়ে রাজনৈতিক উষ্ণতার পারদ চড়ছে দিল্লির দরবারে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।