সংসদ গ্যাস হামলায় বাংলার কোনও যোগ নেই। সাফ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিরাপত্তায় বড় গলদের অভিযোগ তৃণমূল নেত্রীর। কলকাতার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড।সংসদ গ্যাস হামলায় বিজেপি সাংসদ প্রতাপ সিমহাকে জীজ্ঞাসাবাদের আর্জি। বারাণসীতে রোড শো নরেন্দ্র মোদির। পেন্টহাউসে ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ। শিল্পপতি সজ্জন জিন্দালের বিরুদ্ধে দায়ের এফআইআর। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সহজ জয় ভারতের।
হেডলাইন:
আরও শুনুন: 15 ডিসেম্বর 2023: বিশেষ বিশেষ খবর- বিচারপতি সিনহার স্বামীকে তলব CID-র, শনিবার হাজিরার নির্দেশ
আরও শুনুন: 14 ডিসেম্বর 2023: বিশেষ বিশেষ খবর- সংসদে বিরোধীদের কণ্ঠরোধ, বহিষ্কৃত ডেরেক, সাসপেন্ড আরও ১৪ সাংসদ
বিস্তারিত খবর:
1. সংসদে গ্যাস হামলার মূলচক্রীর সঙ্গে বাংলার কোনও যোগ নেই। সাফ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দিল্লি সফরে যাওয়ার আগে সংসদ হামলা প্রসঙ্গে মমতা বললেন, “নতুন সংসদে নিরাপত্তার বড় গলদ ছিল। আমরা চাই এর নিরপেক্ষ তদন্ত হোক।” তবে ঘটনার মূলচক্রী ললিত ঝার সঙ্গে যে বাংলার কোনও যোগ নেই, তাও সাফ জানিয়ে দেন মমতা। মুখ্যমন্ত্রীর কথায়, ওরা ঝাড়খন্ড, বিহারের বাসিন্দা। একইসঙ্গে এদিন তৃণমূল সাংসদদের সাসপেনশন নিয়েও সরব হতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। সংসদ হামলার পর জানা গিয়েছিল, অভিযুক্তদের পাশ ইস্যু করেছিলেন বিজেপি সাংস প্রতাপ সিমহা। এ প্রসঙ্গে মমতার মন্তব্য, এই নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল বলেই তো রাজ্যসভা থেকে ডেরেক ওব্রায়নকে সাসপেন্ড করা হয়েছে।
2. খাস কলকাতায় ভয়াবহ অগ্নিকান্ড। রবিবার নোনাপুকুর এলাকার এক বাড়িতে আগুন লাগে। সেইসময় বাড়িটির ভিতরে বেশ কয়েকজন আটকে ছিল বলেই আশঙ্কা।খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। এদিন বিকেলে নোনাপুকুরের ওই বাড়ির জানলা থেকে আগুনের শিখা দেখতে পান স্থানীয়রা। প্রতিবেশীরাই তড়িঘড়ি দমকলে খবর দেন। প্রথমে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। ঘরের ভিতর থেকে তিনজনকে উদ্ধার করেন তাঁরা। তবে আগুনের তীব্রতা বাড়ায় ঘটনাস্থলে যেতে হয় দমকলের আরও দুটি ইঞ্জিনকে। ঘিঞ্জি এলাকায় আলো কম থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। শেষ পাওয়া খবর অনুযায়ী, এই মুহূর্তে ওই বাড়িটিতে আর কেউ আটকে নেই। তবে আপাতত কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। এখনও চলছে আগুন নেভানোর কাজ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড। ওই বাড়িটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কিনা, তা এখনও জানা যায়নি।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।