শরীরের সুখ মিললে কমে যায় মনের উদ্বেগ। হ্যাঁ, যৌনতা যদি তৃপ্তি দিতে পারে, তবে যৌনতাতেই ঘটতে পারে স্ট্রেস থেকে মুক্তি, বলা হয় এমনটাই। কিন্তু তার আগে সঙ্গমে লিপ্ত হতে গিয়েই নাকি উলটে স্ট্রেস বাড়ে অনেকের। কী কারণ রয়েছে এর নেপথ্যে? জানাল সমীক্ষা।
সারাদিনে নানারকম উদ্বেগ, জটিলতা। অথচ তুমুল যৌনতা ভুলিয়ে দিতে পারে সে সবকিছু। শরীরী খেলায় একবার মেতে উঠলে অন্তত কিছুক্ষণের জন্য মাথা থেকে হারিয়ে যায় বাকি যা কিছু চিন্তা। আর তারপরেও শরীর জুড়ে যে সুখের ক্লান্তি নেমে আসে, তাও একরকমের স্ট্রেস কাটানোর উপায় বটে। এ নিছক কথার কথাও নয়। সঙ্গমের ফলে যে হ্যাপি হরমোন ক্ষরণ হয় আর তাতে যে স্ট্রেস কাটতে পারে অনেকখানিই, সে কথা বলেন বিশেষজ্ঞরাও। অথচ স্ট্রস কমা দূরে থাক, কেউ কেউ নাকি যৌনতার আগে বাড়তি স্ট্রেসে ভোগেন। সঙ্গীর সঙ্গে শারীরিক ঘনিষ্ঠতার কথা ভেবেই রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁরা। বিশেষজ্ঞেরা বলছেন, আসলে তাঁদের মাথায় এমন অনেক স্ট্রেস ফ্যাক্টর কাজ করতে থাকে যার ফলে তাঁরা আর শারীরিক ঘনিষ্ঠতার সুখ উপভোগই করতে পারেন না। পুরুষদের থেকেও মহিলাদের মধ্যেই এই হার বেশি বলে দাবি করছে সমীক্ষা। কী কারণ রয়েছে এর নেপথ্যে? তাহলে খুলেই বলা যাক।
আরও শুনুন: বিয়ের পরেও সঙ্গী হস্তমৈথুন, যৌন অতৃপ্তি নাকি নেপথ্যে অন্য কারণ?
যৌনতায় লিপ্ত হওয়ার আগে যে ভীতি কাজ করে, তার মধ্যে অন্যতম হল ব্যথা হওয়ার ভয়। যাঁরা প্রথমবার পেনিট্রেটিভ যৌনতায় লিপ্ত হচ্ছেন, তাঁদের ক্ষেত্রে তো এ কথা সত্যিই। কিন্তু যাঁদের আগেই যৌন অভিজ্ঞতা রয়েছে, বা যাঁরা নিয়মিত সঙ্গম করেন, তাঁদের ক্ষেত্রে এ ভয় কেন? বিশেষজ্ঞরা বলছেন, আসলে যথেষ্ট ফোরপ্লে না করলে বা যৌন মিলনেই অনীহা থাকলে আড়ষ্ট ও শুষ্ক থাকে যোনিপথ। ফলে যৌনতার আগেই ব্যথার আশঙ্কায় আড়ষ্ট হয়ে যান অনেক মহিলা।
অর্গাজম নিয়ে যত মিথই থাকুক না কেন, আসলে যে অধিকাংশ মহিলাই তার স্বাদ পান না, সে কথাও বলে সমীক্ষা। কারণ অনেকসময়ই সঙ্গী ঠিক জানেন না, কীভাবে সেই পরিপূর্ণ সুখ দেওয়া সম্ভব। কিন্তু অর্গাজম না হওয়া নিয়ে দুশ্চিন্তায় ভোগেন অনেক মেয়েই। উপরন্তু সঙ্গী পুরুষটিও কখনও এ নিয়ে সংশয় প্রকাশ করলে পরিস্থিতি আরও খারাপ হয়। সঙ্গিনীকে তৃপ্তি দিতে পারছেন না ভেবে অস্বস্তিতে পড়তে পারেন পুরুষও।
এ ছাড়াও শারীরিক গঠন নিয়ে সংকোচের কারণেই নিজেকে সম্পূর্ণ উন্মুক্ত করতে অস্বস্তিতে পড়েন অনেকে। নারী কিংবা পুরুষ উভয়ের ক্ষেত্রেই এমনটা ঘটতে পারে। তাঁর শরীরের গঠন সঙ্গীর কাছে যথেষ্ট আকর্ষণীয় কি না, এ প্রশ্ন ঘোরাফেরা করে অনেকের মনেই। তার ফলে প্রথম থেকেই একটা মানসিক বাধা তৈরি হয় এবং তার অবধারিত প্রভাব পড়ে যৌনজীবনে।
আরও শুনুন: উদ্দাম যৌনতার পরেও মিলছে না চূড়ান্ত সুখ… সঙ্গমের আগে এই খাবারগুলি খাচ্ছেন না তো?
বিশেষজ্ঞরা বলছেন, আসলে এই বাধাগুলির অনেকখানিই মানসিক। সঙ্গীর সঙ্গে খোলাখুলি আলোচনাতেই তা অনেকাংশে কেটে যেতে পারে। আর যদি সেখানে সংকোচ হয়, তাহলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই অবশ্য সবচেয়ে ভালো। যা আদতে একটি সুন্দর অভিজ্ঞতা হয়ে উঠতে পারে, তা নিয়ে অহেতুক স্ট্রেস নেওয়ার কারণ নেই বলেই আশ্বস্ত করছেন বিশেষজ্ঞরা।