সাফল্যের খতিয়ান হোক কিংবা ক্রিকেটের ধারে বিপক্ষকে পরাস্ত করা, ক্রিকেট-বিশ্বে সেরার সেরা অধিনায়কদের তালিকায় বহু আগেই নিজের নাম খোদাই করে ফেলেছেন ধোনি। সম্প্রতি ফের নেটদুনিয়া জুড়ে দেখা গেল মাহি ম্যাজিক। কীভাবে? আসুন, শুনে নেওয়া যাক।
দেশের হাতে দ্বিতীয়বার বিশ্বকাপ উঠেছিল তাঁর হাত ধরেই। দেশের মাটি হোক কি বিদেশ বিভুঁই, টিম ইন্ডিয়াকে হাতে ধরে জেতার স্বাদ চিনিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। অধিনায়ক হিসাবে এমন সব সাফল্যের সিঁড়ি-ভাঙা অঙ্ক তিনি অবলীলায় কষে গিয়েছেন যে, সমাধানের পাতায় কেবল সাফল্যের পরিসংখ্যানই জমা হয়েছে। আর সেই সাফল্যের সিঁড়িতে ভর করেই ধোনি হয়ে উঠেছেন আপামর ক্রিকেটপ্রেমীর নয়নের মণি। দেশের জার্সি নামিয়ে রাখলেও রোহিত-বিরাটদের সঙ্গে এখনও আলো ভাগ করে নিতে পারেন এমএসডি। আর সেই উন্মাদনারই নজির দেখা গিয়েছিল সাম্প্রতিক কালের ‘থালা ফর আ রিজন’ ট্রেন্ডে, যে আবেগের জোয়ারে এবার শামিল হল গুগল-ও।
আরও শুনুন: বিশ্বকাপে ধোনিকে করেছিলেন রান আউট, এখনও মেল-এ ‘কুকথা’ শোনেন গাপ্তিল
ধোনির জার্সি নম্বর যে ৭, সে কথা তো সকলেরই জানা। এই নম্বরের মাহাত্ম্য নিয়েই সম্প্রতি ধোনি-ভক্তদের উন্মাদনা ছড়িয়েছিল নেটপাড়ায়। বিভিন্ন বিষয় থেকে ৭ সংখ্যা তুলে আনছিলেন তাঁরা। কেউ ২০২৩ সালের সংখ্যা যোগ করে ৭ পেয়েছেন, কেউ আবার ক্রিকেট শব্দে থাকা ৭টি হরফের কথা বলেছেন। সাতপাকে বাঁধার প্রসঙ্গ টানতেও ছাড়েননি কোনও কোনও ফ্যান। অনেকে আবার ক্রিশ্চিয়ানোর রোনাল্ডোর জার্সির নম্বরের সঙ্গে ধোনির জার্সির নম্বরের তুলনা টেনেছেন। তা ছাড়াও একের পর এক সংস্থার তরফে বিভিন্ন জিনিসের ছবি শেয়ার করা হয়েছে এই হ্যাশট্যাগ সহ। কেউ সেভেন আপ নামের ঠান্ডা পানীয়ের ছবি শেয়ার করেছেন তো কেউ আবার ইংরেজি ৭ আকারের হেয়ার ড্রায়ারের ছবি পোস্ট করতেও ছাড়েননি। আর এসবের মাঝেই সাত নম্বরের গুরুত্ব নিয়ে কার্যত একটি অনুচ্ছেদই লিখে ফেলেছে গুগল। সেখানে জানানো হয়েছে, রামধনুতে সাতটি রং রয়েছে। একটি সপ্তাহের দিনের সংখ্যা ৭। আবার পৃথিবীতে সপ্তম আশ্চর্যের কথাও সকলের জানা। মহাদেশের সংখ্যাও ৭, আবার বড় সমুদ্রও আছে ৭টি। অন্য কোনও সংখ্যার সঙ্গেই বিভিন্ন ক্ষেত্রের বিভিন্ন বিষয়ের এমন যোগসূত্র টানা সম্ভব নয় বলে মত গুগলের।
আরও শুনুন: মাঝমাঠে বল পায়ে ফুল ফোটাচ্ছেন মহাত্মা গান্ধী, তাও ব্রাজিলে! ব্যাপারটা কী?
চেন্নাই সুপার কিংসের অধিনায়ককে নিয়ে ভক্তদের উন্মাদনা কমে না কখনোই। তাতেই এবার নতুন করে অক্সিজেন যোগ করল গুগলের এই বক্তব্য। এই নয়া ট্রেন্ডের মধ্যে দিয়েই আরও একবার ধোনির বর্ণময় কৃতিত্বকে যেন উদযাপন করে নিলেন ক্রিকেটপ্রেমীরা।