মন্ত্র জপের ক্ষেত্রে ১০৮ সংখ্যাটির গুরুত্ব আছে। আবার ঈশ্বরের নাম কীর্তনের ক্ষেত্রেও দেখা যায় ১০৮ সংখ্যার মাহাত্ম্য! বহু ক্ষেত্রেই ফিরে ফিরে আসে এই সংখ্যা। কিন্তু, অধ্যাত্ম সাধনায় কী এই সংখ্যাটির বিশেষত্ব? আসুন শুনে নেওয়া যাক।
গ্যালিলিও বলতেন, এই পৃথিবীটা নাকি গণিতের ভাষায় লেখা। বিজ্ঞানে সংখ্যার গুরুত্ব অপরিসীম। তবে, খেয়াল করলে দেখা যায়, অধ্যাত্ম সাধনার ক্ষেত্রেও কিন্তু সংখ্যার মাহাত্ম্য কম কিছু নয়। যেমন, ১০৮ সংখ্যাটির কথাই ধরা যাক। সাধনার নানা ক্ষেত্রে এই সংখ্যাটির গুরুত্ব চোখে পড়ে।
আরও শুনুন: রাহুর প্রভাব থেকে মুক্তি পেতে চান? কোন বারে কী দান করলে মিলবে দ্রুত ফল?
হাজার হাজার বছর ঢরেই সাধনার ক্ষেত্রে ১০৮ সংখ্যাটিকে পৃথক গুরুত্বের জায়গা দেওয়া হয়। বীজমন্ত্র জপ করার ক্ষেত্রে তাই ১০৮ বার জপের নিয়ম। আবার, ঈশ্বরের নাম সংকীর্তন যখন করা হয়, তখন ১০৮টি নামই উচ্চারণ করা হয়। প্রাণায়ামের বৃত্ত যেভাবে সম্পূর্ণ হয়, সেখানেও চলে আসে এই সংখ্যাটি। ঘটনাচক্রে এই সংখ্যার সঙ্গে এমন বহু বিষয় জড়িয়ে আছে যা অবাক করার মতোই। যেমন, দেশে পবিত্র পীঠস্থানের সংখ্যা ১০৮টি। উপনিষদের সংখ্যাও তাই-ই। সম্প্রদায়গত মত নির্বিশেষে এই সংখ্যাটিকে গ্রহণ করা হয়েছে নানা উপায়ে। ভগবান বিষ্ণু এবং মহেশ্বরের নামের সংখ্যা যেমন ১০৮, তেমনই বুদ্ধের নামের সংখ্যাও একই। বুদ্ধের উদ্দেশে ১০৮টি দীপ প্রজ্জ্বলিত করা হয়। বেশিরভাগ বৌদ্ধ মঠগুলির ক্ষেত্রে দেখা যায় ১০৮টি ধাপ বা সিঁড়ি থাকে। এর নিহিত অর্থটি বেশ স্পষ্ট। এই ১০৮ সংখ্যা অতিক্রম করলেই বুদ্ধের দর্শন মেলে। এমনকী অন্যান্য দেশের সংস্কৃতিতেও এই সংখ্যার গুরুত্ব কম নয়। চিনের জ্যোর্তিবিজ্ঞান, জাপানের ধর্ম-সংস্কৃতিতেও সংখ্যাটিকে বেশ গুরুত্ব দেওয়া হয়ে থাকে। অর্থাৎ সংখ্যাটি যে বেশ রহস্যময় তা বলার অপেক্ষা রাখে না। অনেকে বলে থাকেন, প্রাচীন যোগীরা এই সংখ্যাটিকে গুরুত্ব দিতেন। কেননা এই সংখ্যাটি আধ্যাত্মিক পূর্ণতার পথে আমাদের এগিয়ে দেয়। আর তাই মন্ত্র জপ থেকে যোগসাধনায় ফিরে ফিরে আসে এই সংখ্যাটি। আমাদের প্রাচীন যে জ্ঞান তা প্রায় সবক্ষেত্রেই সংকেতে মোড়া। মন্ত্র, শ্লোক বা সাধনার পদ্ধতির মধ্যে নানা সংকেত লক্ষ্য করা যায়। বাহ্যিক ভাবে তা দেখতে এক রকম, তবে আসলে তা সাধনার গূঢ় অর্থ বহন করে। অনেকের মতে, সেরকমই সংকেত বহন করে এই সংখ্যাটিও। সঠিক উৎস জানা না গেলেও আজও আমরা সাধনার ক্ষেত্রে এই নিয়মই অনুসরণ করি। আধ্যাত্মিক উন্নতিতে সাধনা আমাদের যে ধাপে উন্নীত করে সেখানে এই সংখ্যা একটি চাবিরই মতো। তাই ধর্ম বা সংস্কার এমনকী যোগাভ্যাসেও ১০৮ সংখ্যাটির গুরুত্ব আজও অস্বীকার করা যায় না। বলা যায়, প্রাচীন বিদ্যা,জ্ঞান এবং আধুনিক কালেরমধ্যে যেন সেতু হয়েই থেকে গিয়েছে এই ১০৮ সংখ্যাটি।