১০০০ বছরেও নষ্ট হবে না। এমনই অভিনব প্রযুক্তি ব্যবহার হচ্ছে রামমন্দির নির্মানে। সম্প্রতি মন্দির কর্তৃপক্ষের তরফেই জানানো হয়েছে এই তথ্য। ঠিক ব্যবহার হচ্ছে রামমন্দির তৈরির কাজে? আসুন শুনে নিই।
দীর্ঘ আন্দোলনের পর মিলেছিল বিতর্কিত জমিতে রাম মন্দির তৈরির অনুমতি। আর তারপর থেকেই রামজন্মভূমিতে রামমন্দির প্রতিষ্ঠার দিকে নজর গোটা দেশের হিন্দু সম্প্রদায়ের। লোকসভা নির্বাচনের আগেই ভক্তদের জন্য খুলে দেওয়া হবে মন্দিরের দরজা। যা আগামী ১০০০ বছরেও একইরকম থাকবে। সম্প্রতি ঠিক এই দাবিই করা হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফে।
আরও শুনুন: ওষুধ যথেষ্ট নয়! রোগ সারাতে রামায়ণ-গীতা পাঠের ‘প্রেসক্রিপশন’ যোগীরাজ্যের চিকিৎসকের
২০২০ সালের ৫ অগস্ট অযোধ্যায় রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পর থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়ে যায় মন্দির নির্মাণের কাজ। ভক্তদের অনুদানের সুবাদে ইতিমধ্যেই প্রয়োজনের চেয়েও বেশি অর্থ জমা পড়েছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টে। যার জেরে মন্দির নির্মানে এতটুকু খামতি রাখতে নারাজ কর্তৃপক্ষ। ইতিমধ্যেই মন্দিরের গর্ভগৃহ প্রায় তৈরি হয়ে গিয়েছে। কিছুদিনের মধ্যেই সেখানে প্রতিষ্ঠিত হবেন রামলালা। তবে সম্পূর্ণ মন্দির তৈরিতে আরও কিছুদিন সময় লাগবে। তাই নতুন বছরের শুরুতে উদ্বোধন হলেও, এখনই সাধারণ ভক্তরা সেখানে যাওয়ার অনুমতি পাবেন না। আগেই জানানো হয়েছিল মন্দিরটি তৈরি হচ্ছে নাগারা ধাঁচে। ঠিক কেমন লাগবে সম্পূর্ণ রামমন্দির সেই ছবিও প্রকাশ্যে এসেছে আগেই। এবার জানা গেল মন্দির তৈরিতে ঠিক কী কী ব্যবহার করা হচ্ছে সেই তথ্যও।
আরও শুনুন: রামমন্দিরের উদ্বোধনে পোয়াবারো, লক্ষ্মীলাভের আশায় বুক বাঁধছে অযোধ্যার হোটেল
মন্দির কতৃপক্ষের তরফে জানানো হয়েছে, আযোধ্যার রামমন্দির তৈরি হবে মূলত পিঙ্ক স্যান্ড স্টোন দিয়েই। এছাড়া থাকবে উন্নত মানের স্টিল, গ্রানাইট মার্বেল ইত্যদি অনেক কিছুই ব্যবহার করা হবে সম্পূর্ণ রাম মন্দির গড়তে। প্রত্যেকটি জিনিস পরীক্ষা করেছেন আইআইটির বিখ্যাত ইঞ্জিনিয়ররা। সবথেকে বেশি জোর দেওয়া হয়েছে মন্দিরের ভিত্তিপ্রস্তর নির্মানে। জানা গিয়েছে, সেখানে মোট ৪৭ টি স্তর থাকবে। মূলত মাটি এবং সিমেন্টের স্তর তবে তা সাধারণ মাটি নয়। মাত্র ২১ দিনে সেই মাটি পরিণত হবে পাথরে, যা সহজেই ভেঙে ফেলা অসম্ভব। এ প্রসঙ্গেই মন্দির কর্তৃপক্ষের সাধারণ সম্পাদকের দাবি, এই মন্দির আগামী ১০০০ বছরেও এতটুকু নষ্ট হবে না। শুধু তাই নয়, বিশেষজ্ঞদের মতে, এই মন্দির ৬.৫ মাত্রার ভূমিকম্পও সহ্য করে নিতে পারবে। অর্থাৎ যে পরিনাম ভূমিকম্পে বড় বড় ইমারত ভেঙে যেতে পারে, তা রামমন্দিরের একটা ইটও খসাতে পারবে না। রামমন্দিরের উদ্বোধন ঘিরে এমনিতেই গোটা দেশের হিন্দুত্ববাদীরা উত্তেজনায় ফুটছে। সেই আবহে মন্দির সম্পর্কে এহেন তথ্য সামনে আসায়, তাঁদের উত্তেজনার পারদ আরও বাড়ল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।