বিধানসভা নির্বাচনে তিন রাজ্যে বিজেপির জয়। মোদি ম্যাজিকে মুগ্ধ গোবলয়ের গেরুয়া শিবির। আনন্দের জোয়ারে গা ভাসিয়েছেন সমর্থকরা। তবে সেই একই কাজ করতে গিয়েই নিগ্রহের শিকার হলেন মুসলিম মহিলা। বিজেপির জয় সমর্থনের জেরে পরিবারের সদস্যের হাতেই মার খেতে হল তাঁকে। আসুন শুনে নিই।
লোকসভার ‘সেমিফাইনালে’ মোদি ম্যাজিক। গোবলয়ের তিন রাজ্যে বিজেপির বিরাট জয়। চওড়া হয়েছে গোটা দেশের গেরুয়া সমর্থকদের হাসি। সকলের মুখে ফিরে এসেছে ‘মোদির গ্যারান্টি’ স্লোগান। আর সেই স্রোতে গা ভাসিয়েই কপালে মার জুটল এক মুসলিম মহিলার।
আরও শুনুন: ‘মোদির গ্যারান্টি’-ই ম্যাজিক, প্রধানমন্ত্রীর কথাতেই বিশ্বাস মানুষের, স্বীকৃতি বিজেপি নেতাদের
ঘটনাটি মধ্যপ্রদেশের। সেখানকার সিহোর জেলার আহমেদপুর অঞ্চলের বাসিন্দা বছর ৩০-র সামিনা। সম্প্রতি তাঁর দেওরের বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ এনেছেন। তাঁর দাবি, বিজেপিকে সমর্থনের জেরে তাঁর এই অবস্থা। ঘটনার সূত্রপাত নির্বাচনের ফলাফল ঘোষণার দিনে। সেদিন বিজেপির জয়ের খবর পেয়ে বেশ উচ্ছ্বসিত হয়ে ওঠেন সামিনা। বিজেপি সমর্থকদের মতো তিনিও আনন্দ করতে শুরু করেন। আর এতেই বেজায় চটে যান তাঁর পরিবারের সদস্যরা। বিশেষ করে তাঁর স্বামী ও দেওর। তিনি সরাসরি সামিনাকে উদ্দেশ্য করা কটূক্তি করতে শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই যা সহ্যের মাত্রা ছাড়ায়। সামিনাও পালটা প্রশ্ন করেন, এমন আচরণের কারণ কী? এরপর আর মুখে নয়। অভিযোগ, দেওর ও স্বামী মিলে তাঁর গায়ে হাত তোলেন। রীতিমতো শারীরিক হেনস্তা করা হয় তাঁকে। একইসঙ্গে ভবিষ্যতে এই ধরনের আচরণ না করার কথা বলেও শাসানো হয় তাঁকে। ঘটনার পরই সোজা থানায় হাজির হন সামিনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর অভিযোগের ভিত্তিতে জাভেদ খান নামে ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। একইসঙ্গে বিচার চেয়ে জেলাশাসক প্রবীণ সিং আধায়চের দ্বারস্থ হন সামিনা। সংবাদমাধ্যমে গোটা ঘটনার বিবরণ দিয়ে সামিনা জানিয়েছেন, জেলাশাসক এই ঘটনার পূর্ণ তদন্ত ও অভিযুক্তের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন।