টাকার বদলে প্রশ্ন ইস্যুতে সাংসদ পদ বাতিল মহুয়ার। পালটা লড়াইয়ের বার্তা নেত্রীর। ‘অন্যায় বহিষ্কার’, মহুয়ার পাশে দাঁড়িয়ে বিজেপিকে তোপ মমতার। লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রীর নজরে পাহাড়। জিটিএ-র জন্য বরাদ্দ ঢালাও অর্থ। নিয়োগ মামলায় অভিষেকের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে। ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থার তথ্য তলবে সাহায্যের নির্দেশ। বৃষ্টির মাঝেই সুখবর শীতপ্রেমীদের জন্য। চলতি সপ্তাহে ৫ ডিগ্রি নামতে পারে পারদ। সপ্তাহান্তেই ফিরবে শীতের আমেজ, জানাল আলিপুর আবহাওয়া দপ্তর।
হেডলাইন:
আরও শুনুন: 6 ডিসেম্বর 2023: বিশেষ বিশেষ খবর-‘POK আমাদেরই’, অধিকৃত কাশ্মীরের আসন বিন্যাস জানিয়ে হুঙ্কার শাহের
বিস্তারিত খবর:
1. টাকার বিনিময়ে প্রশ্ন ইস্যুতে নিয়মভঙ্গের অভিযোগ তুলে সংসদ থেকে বিতাড়িত করা হল সাংসদ মহুয়া মৈত্রকে। সুযোগ দেওয়া হল না আত্মপক্ষ সমর্থনেরও। লোকসভা থেকে বহিষ্কৃত হওয়ার পর সংসদের ভিতরে বাইরে পালটা লড়াইয়ের হুঁশিয়ারি সাংসদের। মহুয়ার পাশে থাকার বার্তা দিয়েই বিজেপি সরকারকে কড়া তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার এথিক্স কমিটির রিপোর্ট পেশ করে মহুয়ার সাংসদ পদ খারিজ করার প্রস্তাব ওঠে সংসদে। এরপরই কার্যত ঝড় উঠে যায় লোকসভায়। মহুয়ার পাশে দাঁড়িয়ে সরকার বিরোধী স্লোগান দেওয়া শুরু করেন তৃণমূল সাংসদরা। রিপোর্টের কপি সব সাংসদকে দিতে হবে, এই দাবি তুলে তাঁদের পাশে দাঁড়ান কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটের অন্যান্য শরিকরা। যার জেরে অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মূলতুবি করে দিতে হয়। কিন্তু স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখে তৃণমূল আলোচনার সময় চাইলেও বিশেষ লাভ হয়নি। টাকার বিনিময়ে প্রশ্ন করে সংসদের ‘মর্যাদাহানি’ করেছেন তৃণমূল সাংসদ, এহেন ক্ষোভ প্রকাশ করে বিরোধী সাংসদদের আলোচনার জন্য আধঘণ্টা সময় বেঁধে দেন স্পিকার ওম বিড়লা। মহুয়ার হয়ে সওয়াল করেন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী ও মণীশ তিওয়ারি, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা। এরপরই সংসদের নিয়ম মেনে ধ্বনি ভোটে মহুয়া মৈত্রের সাংসদ পদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও সেসময় ওয়াকআউট করে গিয়েছিলেন বেশিরভাগ বিরোধী সাংসদই। এদিকে মহুয়া প্রতিহিংসার শিকার, তাঁকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে বলে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন লোকসভায় তাঁকে ফের তৃণমূলের প্রার্থী করার বিষয়েও স্পষ্ট জবাব দেন তিনি। দল যে মহুয়ার পাশেই রয়েছে, সে কথা জানিয়েই বিজেপিবিরোধী আক্রমণে শান দেওয়ার বার্তা দিলেন মমতা।
2. পাখির চোখ চব্বিশের লোকসভা নির্বাচন। তার আগে পাহাড়ে ঘর গোছাতে ব্যস্ত তৃণমূল। উন্নয়ন অস্ত্রে ভরসা রেখেই পাহাড় জয়ের ব্লু প্রিন্ট বাংলার শাসকদলের। এবার পাহাড় সফরে গিয়ে তাই জিটিএ-র জন্য ঢালাও অর্থ বরাদ্দ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কার্শিয়াংয়ে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে জিটিএ-র জন্য ৭৫ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করলেন তিনি।
একগুচ্ছ কর্মসূচি নিয়ে প্রায় এক সপ্তাহের জন্য উত্তরবঙ্গে গিয়েছেন মুখ্যমন্ত্রী। সফরে গিয়েই এবার পাহাড়বাসীকে বড় খবর জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, দার্জিলিং, কালিম্পং জেলার অনেকে জমির পাট্টা পেয়েছেন। যাঁরা পাট্টা পাওয়ার যোগ্য, সরকারি সমীক্ষার পর নির্দিষ্ট প্রক্রিয়া মেনে তাঁদের পাট্টা দেওয়ার কাজ হবে। ইতিমধ্যে নাম নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, ২০০৯ এবং ২০১৯ সালের পে রোল অনুযায়ী, জিটিএ কর্মীদের বেতন কাঠামোয় সংস্কার করা হচ্ছে। কর্মীদের অবসরের পর আর্থিক সহায়তা করা হবে। অবসরের পর ২০ লক্ষ টাকা গ্র্যাচুইটি পাবেন তাঁরা। এছাড়া আরও কিছু সুবিধা পাবেন অবসরপ্রাপ্ত কর্মীরা। রিজিওনাল স্কুল সার্ভিস কমিশনের আওতায় এবার জিটিএ-র অধীনস্থ স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ জিটিএ-কে আরও সুবিধাদানের মধ্যে দিয়ে পাহাড়ের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলিকে কাছে টানার চেষ্টায় শাসকদল।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।