ফের বিপাকে পড়লেন চিকিৎসক কাফিল খান। নতুন করে তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। চিকিৎসকের দাবি, সুপারস্টার শাহরুখ খানকে চিঠি লেখার কারণেই এই বিপত্তি। তবে, আসল কারণটি কী? আসুন শুনে নেওয়া যাক।
শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমায় উঠে এসেছিল সাম্প্রতিক নানা ঘটনা। যার মধ্যে একটি ছিল, হাসপাতালের দুর্নীতি। ছবিতে দেখানো হয়েছিল, সেই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন ‘জওয়ান’ এবং তাঁর মহিলা-বাহিনী। ছবির দৃশ্য কাল্পনিক হিসাবে বোনা হলেও, অনেকেই তার সঙ্গে মিল খুঁজে পেয়েছিলেন চিকিৎসক কাফিল খানের ঘটনার। ২০১৭ সালে প্রায় একই রকম একটি ঘটনা ঘটেছিল তাঁর সঙ্গে। রোগীদের বাঁচানোর চেষ্টা করতে গিয়ে নিজেই অভিযুক্ত হয়েছিলেন ওই চিকিৎসক। জেলেও যেতে হয়েছিল তাঁকে। পরে আদালত অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে নস্যাৎ করে তাঁকে মুক্তি দিয়েছিল। সিনেমার দৃশ্য দেখে, তাই শাহরুখ খানের উদ্দেশে একটি চিঠিও লিখেছিলেন ডাঃ কাফিল খান। যার জেরে নতুন করে আলোচনায় উঠে এসেছিল গোরখপুর হাসপাতালের ওই মর্মান্তিক বিপর্যয়। আর ওই চিঠির জেরেই নয়া বিপত্তি বলে মনে করছেন তিনি। সম্প্রতি তাঁর বিরুদ্ধে ফের দায়ের হয়েছে এফআইআর।
আরও শুনুন: JAWAN: চিকিৎসায় দুর্নীতি নিয়ে সোচ্চার, ‘জওয়ান’ শাহরুখকে ধন্যবাদ জানালেন সেই ডাঃ কাফিল খান
এবার অভিযোগ এনেছেন উত্তরপ্রদেশের এক ব্যবসায়ী। তাঁর অভিযোগ, সে রাজ্যের সরকারকে উৎখাত করার জন্য কয়েকজন আলোচনা করছিলেন। তাঁরা ফোনে কোনও এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন। এবং সেই সময় তাঁরা ডাঃ খানের লেখা একটি বইয়ের ব্যাপারে আলোচনা করছিলেন। ব্যবসায়ীর অভিযোগ, বইটি গোপনে প্রকাশ করেছেন ওই চিকিৎসক। রাজ্যে অশান্তি বাধানোর যে আলোচনা হচ্ছিল, তার জন্য ওই বইটিকেও কার্যত কাঠগড়ায় তুলেছেন ওই ব্যবসায়ী। আর তাই তিনি এফআইআর দায়ের করেছেন। ঘটনার প্রতিক্রিয়ায়, চিকিৎসক জানিয়েছেন পুরোটাই মনগড়া জিনিস, অবাস্তব। আসলে, বিআরডি মেডিক্যাল কলেজের ঘটনা ‘জওয়ান’ সিনেমায় তুলে ধরেছিলেন বলে শাহরুখকে খানকে ধন্যবাদ জানিয়ে তিনি চিঠি লিখেছিলেন। তারই পরিণাম এইএফআর। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগকারীর বক্তব্য খতিয়ে দেখা হবে। বইটির খোঁজ পাওয়া গিয়েছে বলেই দাবি করেছেন ওই ব্যবসায়ী। তা কতটা সত্যি তা তদন্ত করে দেখা হবে। তবে তদন্ত এখন একেবারে প্রাথমিক পর্যায়ে আছে। তাই নিশ্চিত করে এখনই কিছু বলা যাচ্ছে না।
তবে কি শাহরুখের ‘জওয়ান’ নয়া বিপত্তি ডেকে আনল কাফিল খানের জীবনে? তদন্ত এগোলেই তা স্পষ্ট হবে।