পর্দায় কাজল আসা মানেই নব্বইয়ের এক ঝলক টাটকা হাওয়া। সে বড় পর্দা হোক বা ওটিটি। সম্প্রতি করণ জোহরের টক শো-তে আবার তাঁকে পাওয়া গেল স্বমেজাজে। আর সেখানেই তিনি জানালেন, অন্তত খান তিনেক ব্লকবাস্টার ছবির রোল ছেড়েছিলেন তিনি। কোনগুলো জানেন? আসুন শুনে নেওয়া যাক।
‘বাজিগর’ থেকে ‘দিলওয়ালে’- পর্দায় রোমান্সের ফুল ফুটিয়েছেন তিনি। সেই নয়ের দশকে, বিশ্বায়নের আলো যখন সবে ফুটছে, সময়ের অন্দরে একটু করে বদলের রং, তখন যুবকমনে ঢেউ তুলেছিলেন তিনি। শক্তিশালী অভিনেত্রী, অভিনয়ে ধরে রেখেছিলেন সেই আঁচ। সেই সঙ্গে আবহমানের ঘরানা ছুঁয়েই তৈরি করেছিলেন স্বাতন্ত্র্য। তিন দশক পরেও তাই কাজলের ছবি সযত্নেই মনগহনে তুলে রেখেছেন সিনেপ্রেমীরা।
আরও শুনুন: বোল্ড সিনে ট্রোলড! হালফিলের সফল হিন্দি ছবির নায়িকা তিনিই, চেনেন এঁকে?
সোশ্যাল মিডিয়ার যুগে কাজলের জনপ্রিয়তা আরও বেড়েছে বই কমেনি। সেলিব্রিটিসুলভ রাখঢাক, ইমেজ রক্ষার পরোয়া করেন না তিনি। তিনি যেমন তেমনই। নিজেকে ভণিতাহীন হিসাবেই তুলে ধরেন সকলের সামনে। ফলত এক কালে পর্দায় দেখা নায়িকাকে ব্যক্তি হিসাবেও ভালোবাসেন তাঁর অনুগামীরা। তাঁর বিপরীতে যাঁরা কাজ করেছেন, তাঁরা সকলেই স্বীকার করেন কাজলের এই সারল্য তাঁকে বড় অভিনেত্রী করে তুলেছে। শাহরুখ খানের সঙ্গে অন্তত খান সাতেক সিনেমায় নায়িকা হিসাবে জুটি বেঁধেছেন তিনি। গত তিন দশকে সবথেকে বড় জুটি বলতে শাহরুখ-কাজল জুটিকেই সকলে এগিয়ে রাখবেন। সেই শাহরুখ খানও কাজলের এই গুণের কথা জানিয়েছেন প্রকাশ্যেই। অভিনয়ের ক্ষেত্রে তিনি যা বিশ্বাস করেন, তাই পর্দায় ফুটিয়ে তোলেন। আর তাই তাঁর অভিনয় এতখানি সৎ ও আন্তরিক। সিনেমার গল্পের বাইরে কাজলকে অন্যান্য অনুষ্ঠানে দেখলে এ কথা না বিশ্বাস করে উপায় নেই। তিনি ঠিক যেমন বড় অভিনেত্রী, তেমনই ছেলেমানুষ। সম্প্রতি পরিচালক করণ জোহরের বিখ্যাত টক শো-তে এসে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মাতিয়ে রেখেছিলেন কাজল। উপলক্ষ ছিল, ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমার পঁচিশ বছর উদযাপন। সঙ্গে ছিলেন রানি মুখোপাধ্যায়ও। তবে সে সব কিস্সা পেরিয়ে জমে ওঠে দুই বন্ধুর গল্পগাছা। সেই সূত্রেই করণ জানতে চান, কোন কোন সিনেমার রোল কাজল ফিরিয়ে দিয়েছেন, যা পরে ব্লকবাস্টার হয়েছে। যা উত্তর দিলেন কাজল, তাতে দর্শকদের তাজ্জব হওয়ারই কথা। ছেড়েছেন ‘দিল তো পাগল হ্যায়’, ‘থ্রি ইডিয়টস’, ‘মোহরা’-র নায়িকার রোল। কী কারণে ছেড়েছিলেন, তা অবশ্য জানাননি। তবে, শাহরুখ, আমির, অক্ষয়ের মতো তাবড় তিন নায়কের বিপরীতের রোল-ই ছেড়ে দিয়েছিলেন সেকালের তাবড় নায়িকা। তবে, যে সব রোল তিনি করেছেন তাই-ই দর্শকের মনের মণিকোঠায় জমা হয়েছে। সময় বদলায়, প্রজন্ম বদলে যায়; তবু অঞ্জলিকে আর কে ভুলতে পারে! কাজলের ম্যাজিক আসলে সেটাই।